‘টাইগার যখন ঘুরে তাকায়, সব বরবাদ হয়ে যায়’
Published: 12th, January 2025 GMT
স্বপ্ন নিয়েই চলমান বিপিএলে দল কিনেছেন চিত্রনায়ক শাকিব খান। কিন্তু তার দল ঢাকা ক্যাপিটালস টানা পাঁচ ম্যাচ হেরেছে। তবে আশার আলো হয়ে আজ ৬ষ্ঠ ম্যাচে দুর্বার রাজশাহীর বিপক্ষে জ্বলে উঠেছেন লিটন দাস ও সানজিদ।
অপরাজিত থেকেই লিটন দাস মাঠ ছাড়েন। শেষ ওভারে শেষ বলটাও উড়িয়ে মাঠের বাইরে পাঠান। তার হিসাবের খাতায় জমা হয়— ৫৫ বলে ১২৫ রান। যার মধ্যে ১০টি চার ও ৯টি ছয় ছিল। নিঃসন্দেহে বিপিএল ইতিহাসের সেরা ইনিংসগুলোর তালিকার ওপরের দিকেই থাকবে এটি।
লিটন-সানজিদের পারফরম্যান্স দেখে মুগ্ধ শাকিব খানও। তার উচ্ছ্বাস সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন এই নায়ক। আজ সন্ধ্যায় দেওয়া স্ট্যাটাসে শাকিব খান লেখেন— “টাইগার যখন ঘুরে তাকায়, সব বরবাদ হয়ে যায়। বিপিএলের ইতিহাসে নাম্বার ওয়ান পার্টনারশীপ।” হ্যাশট্যাগে এ নায়ক লেখেন, “ঢাকা ক্যাপিটালস, বিপিএল ২০২৫।”
আরো পড়ুন:
প্রবীর মিত্রের মৃত্যুতে তারকাদের শোক-শ্রদ্ধা
অঞ্জনার মৃত্যুতে যা বললেন শাকিব খান
শাকিব খানের পরবর্তী সিনেমা ‘বরবাদ’। সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করেছেন ওপার বাংলার ইধিকা পাল। এছাড়াও অভিনয় করেছেন—যীশু সেনগুপ্ত, মানব সচদেব, মিশা সওদাগর প্রমুখ।
সিনেমাটির আইটেম গানে পারফর্ম করেছেন কলকাতার নায়িকা নুসরাত জাহান। মেহেদী হাসান হৃদয় নির্মিত এ সিনেমা আগামী ঈদুল ফিতরে মুক্তির পরিকল্পনা করেছেন নির্মাতারা।
ঢাকা/শান্ত
সম্পর্কিত বিষয়:
শাকিব খান বিপিএল চলচ্চিত্র ক্রিকেটrisingbd.
com
সর্বশেষ
পাঠকপ্রিয়
নির্বাহী সম্পাদক: তাপস রায়
প্রকাশক: এস এম জাহিদ হাসান
ঠিকানা: ১৯৮-১৯৯, মাজার রোড,
মিরপুর-১, ঢাকা ১২১৬
একটি স্কাইরুট মিডিয়া লিমিটেডের প্রতিষ্ঠান
টেলিফোন: +৮৮-০১৬৭৮০২৮১৩৬
মার্কেটিং : +৮৮-০১৬৮৬৬৯৩৫৪৯
+৮৮-০১৬৮৬৬৯০২৬৬
ইমেল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.risingbd.com কর্তৃক সংরক্ষিত
আমরা | গোপনীয়তা নীতি | যোগাযোগশিরোনাম
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
সোনারগাঁয়ে যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে হত্যা চেষ্টা, স্বামী গ্রেপ্তার
সোনারগাঁয়ে যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে হত্যা চেষ্টায় স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে ভূক্তভোগী সাদিয়া আক্তার বাদী হয়ে স্বামী ও শাশুড়িকে আসামি করে সোনারগাঁ থানায় মামলা দায়েরের পর তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ মাদকাসক্ত স্বামী উজ্জ্বল মিয়াকে গ্রেপ্তার করলেও তার মা মনোয়ারা বেগম (৬০) পলাতক রয়েছে। শুক্রবার সকালে গ্রেপ্তারকৃত উজ্জলকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে।
ভূক্তভোগী সাদিয়ার মা জানান, মোগরাপাড়া ইউনিয়নের দমদমা এলাকার মৃত শাহজাহান মিয়ার ছেলে উজ্জলের সঙ্গে তার মেয়ে সাদিয়াকে দুই বছর আগে বিয়ে দেওয়া হয়। বিয়ের পর থেকেই ৩ লাখ টাকা যৌতুকের জন্য সাদিয়াকে শারিরিক ও মানসিক নির্যাতন করে আসছে।
গত বুধবার বিকেলে তার শাশুড়ি ও জামাই মিলে হত্যার উদ্দেশ্যে রড ও কাঠের টুকরো দিয়ে বেধড়ক মারধর করে৷
তিনি আরও জানান, উজ্জল মাদকাসক্ত। তাকে বেশ কয়েকবার রিহ্যাবে রেখে চিকিৎসা করার পরও সে মাদক সেবন করছে। মাদকাসক্ত অবস্থায় তার মেয়েকে পেটানোর সময় স্থানীয়রা তার চিৎকারে এগিয়ে আসলে আবার অত্যাচার শুরু করে শাশুড়ি।
পরবর্তী এলাকাবাসী তার মোবাইলে বিষয়টি জানালে শশুর বাড়ি গিয়ে মেয়েকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি। বর্তমানে তার মেয়ে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। মেয়েকে হত্যা চেষ্টার দৃষ্টান্তমূলক বিচার দাবি করি।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান খান বলেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গে ভূক্তভোগীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেছি। অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দিয়ে আদালতে পাঠিয়েছি।