যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসের দাবানল ছয় দিনেও নেভেনি। ফায়ার সার্ভিসের কর্মীদের আপ্রাণ চেষ্টার পরেও আগুন নতুন এলাকায় ছড়িয়ে পড়ছে। মৃত্যুর সংখ্যাও বেড়ে দাঁড়িয়েছে ১৬ জনে। এরই মধ্যে লস অ্যাঞ্জেলেসের ওপর দিয়ে বয়ে যাওয়া ঝোড়ো বাতাসের গতি বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। তাতে আরও বাড়তে পারে আগুন।

গত মঙ্গলবার থেকে আলাদা ছয়টি দাবানল লস অ্যাঞ্জেলেসে ছড়িয়ে পড়ে। বর্তমানে সেখানে চারটি দাবানল সক্রিয় রয়েছে। এর মধ্যে প্যালিসেইডস দাবানল আরও এক হাজার একর এলাকায় ছড়িয়েছে। আগেই এই দাবানলে পুড়েছে ২২ হাজার একর এলাকা। ক্যালিফোর্নিয়ার ফায়ার সার্ভিস জানিয়েছে, এখন পর্যন্ত প্যালিসেইডস দাবানল মাত্র ১১ শতাংশ নিয়ন্ত্রণে আনা গেছে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা টড হপকিনস গতকাল শনিবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, সান্তা মোনিকা ও মালিবু এলাকার মধ্যে জ্বলতে থাকা প্যালিসেইডস দাবানল মান্ডেভিল ক্যানিয়ন এলাকায় ছড়িয়ে পড়েছে। আগুন ব্রেন্টউড এলাকা গ্রাস করতে পারে—এমন শঙ্কা রয়েছে। এই এলাকায় মিডিয়া জগতের তারকারা বসবাস করেন। বলা হচ্ছে, সান ফার্নান্ডো এলাকায়ও আগুন প্রবেশ করতে পারে।

নতুন করে এই আগুন বৃদ্ধি পাওয়ার আগে ফায়ার সার্ভিসের কর্মীরা প্যালিসেইডস দাবানল ও লস অ্যাঞ্জেলেসের পূর্বাঞ্চলে এটন দাবানল নিয়ন্ত্রণে অগ্রগতির কথা জানিয়েছিলেন। এই দুই দাবানলকে সবচেয়ে ভয়াবহ বলা হচ্ছে। দুই দাবানলে একত্রে ১৪৫ বর্গকিলোমিটার এলাকা পুড়িয়ে ছাই হয়ে গেছে। ভৌগোলিক হিসাবে এই আয়তন নিউইয়র্কের ম্যানহাটান এলাকার চেয়ে আড়াই গুণ বেশি।

পুড়েছে ১২ হাজার অবকাঠামো মান্ডেভিল ক্যানিয়ন এলাকার আগুন নেভাতে উড়োজাহাজ থেকে ফেলা হচ্ছে রাসায়নিক.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

বিয়ে নিয়ে বাবার সিদ্ধান্ত সঠিক ছিল: মিম মানতাসা

মাত্র ২৪ বছর বয়সে বিয়ে করেছেন মডেল ও অভিনেত্রী মিম মানতাসা। চার বছর হতে চলেছে তাঁর দাম্পত্য জীবন। সম্প্রতি একটি সাক্ষাতকারে বিয়ে ও কাজ নিয়ে খোলামেলা কথা বলেন এই লাক্স তারকা। মিম জানান, তাঁর বিয়ে পুরোপুরি বাবার ইচ্ছাতে হয়েছিল।

তিনি বলেন, ‘আমার বাবা চেয়েছিলেন আমি বিয়ে করি। আমি তার সিদ্ধান্তকে সম্মান করেছি। তাই দ্রুত বিয়ে করেছি।’

বিয়ের পর পড়াশোনা ও মিডিয়ার কাজ একসঙ্গে সামলানো কঠিন হলেও সবসময় পরিবারের সহযোগিতা পেয়েছেন বলে জানান মিম। স্বামীর প্রশংসা করে তিনি বলেন, ‘আসলে মানুষটা (স্বামী) অনেক ভালো। তা না হলে দীর্ঘ ৪ বছর একসঙ্গে থাকা কঠিন হতো। আমি মনে করি, আমার বাবা যে সিদ্ধান্ত নিয়েছিলেন সেটিই সঠিক ছিল।’

শ্বশুরবাড়ি ও নিজের পরিবার থেকে সর্বোচ্চ সহযোগিতা পান মিম। তাঁর কথায়, ‘আমার এখন দুইটা পরিবার। সবাই আমাকে সমানভাবে সহযোগিতা করে। কাউকে কম-বেশি ক্রেডিট দেওয়ার উপায় নেই।’

২০১৮ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হয়ে শোবিজ দুনিয়ায় পা রাখেন মিম মানতাসা। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চারুকলা বিভাগে পড়াশোনা শেষ করেছেন।

তার উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে ‘বাজিকর’, ‘সাদাসিধে প্রেম’, ‘পিতৃছায়া’, ‘সময়ের গল্প’, ‘লায়লা দুপুর’ ইত্যাদি।

সম্পর্কিত নিবন্ধ