ফতুল্লায় ট্রাকের ধ্বাক্কায় গৃহবধূ রাশিদা (৩০) নিহত হয়েছেন। রোববার (১২ জানুয়ারি) বিকেলে ফতুল্লার কাশীপুর দেওয়ান বাড়ির মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ রাশিদা পশ্চিম দেওভোগ এলাকার বাসিন্দা রিয়াদ হোসেনের স্ত্রী।

বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) ইমানুর জানান, রোববার বিকেল চারটার দিকে বাজার করে বাজার থেকে বাসায় যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন রাশিদা।

.

উৎস: Narayanganj Times

এছাড়াও পড়ুন:

আইনি সহায়তা চান হামলার শিকার জিয়াউর রহমান

চাঁদপুরে হামলার শিকার মো. জিয়াউর রহমান আইনি সহায়তার দাবি করেছেন। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, ঈদের আগের দিন, আমাদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এই হামলায় আমি, আমার ছোট ভাইসহ আমাদের পরিবারের অনেকে আহত হয়েছেন এবং আমাদের জীবন হুমকির মুখে পড়েছে।

জিয়াউর রহমান বলেন, আমি এ ব্যাপারে সরকারের এবং আইন-প্রয়োগকারী কর্তৃপক্ষের কাছে দ্রুত তদন্ত ও যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি।

এর আগে গত ৩০ মার্চ চাঁদপুর জেলার শাহরাস্তি থানার চিতোষী পূর্ব ইউনিয়নের চিতোষী জেনারেল হাসপাতালের সামনে জিয়াউর ও তার পরিবারের ওপর হামলার ঘটনা ঘটে। 

সম্পর্কিত নিবন্ধ