মওলানা ভাসানী লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন আড়াইহাজারের ড. গোলাম কিবরিয়া
Published: 12th, January 2025 GMT
বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল্যাণ সমিতির নির্বাহী সভাপতি অধ্যক্ষ ড. মো: গোলাম কিবরিয়া মওলানা ভাসানী লিডারশিপ অ্যাওয়ার্ড-২০২৪ পেয়েছেন।
বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ঢাকার পল্টন টাওয়ারের ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে শনিবার রাতে এক অনাড়ম্বর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এ্যাডভোকেট শেখ মো: আমির হামজা, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিমকোর্টের বিচারপতি মীর হাসমত আলী। সাবেক সচিব- ড.
ড. মো: গোলাম কিবরিয়া, পীর সাহেব, খানকায়ে শামছিয়ায়ে চিশতিয়া, আড়াইহাজার, নারায়নগঞ্জ, চেয়ারম্যান- মাওলানা মো: আ: জাব্বার চিশতি মেমোরিয়াল ট্রাস্ট, সভাপতি- রওযাতুল মুত্তাকিন দাখিল মাদরাসা, সাবেক অধ্যক্ষ সাতারকুল নুর মোহাম্মদ সিনিয়র মাদরাসা, সাবেক মুহাদ্দিসমহাখালী কামিল মাদরাসা, আরো বহু সমাজ সেবা মূলক প্রতিষ্ঠানের সাথে জড়িত রয়েছেন।
মুসলিম নিকাহ রেজিস্টার হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করার সম্মাননা হিসেবে এ এওয়ার্ড প্রদান করা হয়ে। অধ্যক্ষ ড. মো: গোলাম কিবরিয়া ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১৪ নং ওয়ার্ডের জিগাতলা এলাকার নিকাহ রেজিস্ট্রার বা কাজী।
ড. গোলাম কিবরিয়া নারায়নগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার বিশনন্দী ইউনিয়নের কড়ইতলা ইসলামপুর গ্রামের মরহুম আলহাজ্ব মাওলানা মো: আ: জাব্বার চিশতি শাজলী ও পুরস্কার প্রাপ্ত রত্নগর্ভা মা মরিয়ম আফিফার ৫ম আলেম পুত্র।
উৎস: Narayanganj Times
এছাড়াও পড়ুন:
হাতিরঝিলে চলন্ত গাড়িতে আগুন
রাজধানীর হাতিরঝিলে একটি চলন্ত গাড়িতে আগুনের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে ফায়ার সার্ভিস আগুনের খবর পায়। তবে সড়কে যানজটের কারণে আধা ঘণ্টা পর ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের গাড়ি। পরে ১টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
প্রত্যক্ষদর্শীরা জানান, হাতিরঝিলের ওভারপাসে একটি মাইক্রোবাসে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে পরে আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে যানজটের সৃষ্টি হয়।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম জানান, রাজধানীর হাতিরঝিলে একটি ওভারপাসের ওঠার মুখে চলন্ত একটি গাড়িতে আগুন লাগে। দুপুর ১২ টা ২৫ মিনিটে খবর পাওয়ার পর তেজগাঁও স্টেশন থেকে ঘটনাস্থলে দুটি ইউনিট পাঠানো হয়। যানজটের কারণে গাড়ি ১টার দিকে পৌঁছায়। পরে ১টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
তিনি বলেন, গাড়িতে যান্ত্রিক ত্রুটির কারণে আগুন লাগতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।