ট্রাফিক পুলিশের চাঁদাবাজি ও হয়রানি বন্ধের প্রতিবাদে নারায়ণগঞ্জ শহরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শতাধিক ভ্যানচালক। রোববার (১২ জানুয়ারি) দুপুরে শহরের চাষাড়ায় ভ্যান গাড়ি থামিয়ে রেখে সড়ক অবরোধ করে প্রায় দেড় ঘণ্টাব্যাপী এ বিক্ষোভ করেন তারা।

ভ্যানচালকদের সঙ্গে সংহতি প্রকাশ করে বিক্ষোভে অংশ নেন গণসংহতি আন্দোলনের জেলা শাখার নেতৃবৃন্দ। এ সময় শহরে তীব্র যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ সমস্যা সমাধানের আশ্বাস দিলে ভ্যানচালকরা সড়ক অবরোধ তুলে নেন। 

জানা যায়, রোববার দুপুরে প্রথমে নগরীর চাষাড়ায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে ও পরে চাষাড়া গোল চত্বরে এলোপাতাড়িভাবে ভ্যান রেখে সড়কে অবরোধ করেন চালকরা। নারায়ণগঞ্জ ব্যাটারিচালিত ভ্যান মালিক-শ্রমিক সংহতির ব্যানারে তারা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন শহরে। 

ভ্যানচালকদের অভিযোগ, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ট্রাফিক পুলিশ ব্যাটারিচালিত ভ্যানচালকদের কাছ থেকে প্রতি মাসে ৫০০ টাকা করে চাঁদা আদায় করতো। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ভ্যান চালকরা মাসিক চাঁদা দেওয়া বন্ধ করে দেন। ফলে ট্রাফিক পুলিশ এখন তাদের ভ্যান আটক করে জরিমানার নামে এক হাজার টাকা করে চাঁদা আদায়সহ নানাভাবে হয়রানি করছে। 

অবিলম্বে ট্রাফিক পুলিশের এই চাঁদাবাজি বন্ধের দাবি জানান ভুক্তভোগী ভ্যানচালকরা। ভ্যানচালকদের সঙ্গে সংহতি প্রকাশ করে চাঁদাবাজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি  জানিয়েছেন গণসংহতি আন্দোলন ও ছাত্র ফেডারেশনের নেতৃবৃন্দ।

গণসংহতি আন্দোলনের সমন্বয়ক তরিকুল সুজন জানান, ভ্যানচালকরা নিম্ন আয়ের মানুষ। তারা পরিশ্রম করে মালামাল পরিবহন করেন। কিন্তু ট্রাফিক পুলিশ নানা অজুহাতে তাদের কাছ থেকে প্রতিনিয়ত চাঁদা আদায় করছে। আমরা পুলিশের এ ধরনের চাঁদাবাজি বন্ধের দাবি জানাই।

নারায়ণগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাসির আহমেদ বলেন, এ বিষয়ে তাদের কোন সুনির্দিষ্ট অভিযোগ থাকলে দিতে বলা হয়েছিল। কিন্তু তারা অভিযোগ না দিয়েই চলে গেছেন।
 

.

উৎস: Narayanganj Times

এছাড়াও পড়ুন:

ঈদের সুবাদে সকল ভেদাভেদ ভুলে, মানবতার কল্যাণে কাজ করতে হবে : সাখাওয়াত

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এড. সাখাওয়াত হোসেন খান ঈদুল ফিতরের শুভেচ্ছা বার্তায় নারায়ণগঞ্জের সর্বস্তরের মানুষ দেশবাসী ও মুসলিম উম্মাহকে আন্তরিক মোবারক জানিয়ে সকলের মঙ্গল কামনা করেছেন।

তিনি বলেন, দীর্ঘ এক মাস পবিত্র সিয়াম সাধনার মধ্য দিয়ে রহমত, মাগফিরাত ও নাজাতের পয়গাম নিয়ে মাহে রমজান এসেছিল। তার পর আনন্দের বার্তা নিয়ে পবিত্র ঈদুল ফিতর এসেছে। 

পবিত্র রমজান সকলকে হিংসা-বিদ্বেষ, মারামারি, পরনিন্দা ছেড়ে দিয়ে আত্মসংযম অর্জন করতে শিখায় এবং আল্লাহর ভয় অর্জনের শিক্ষা দেয়। ঈদ ধনী-গরীব নির্বিশেষে সকলের জীবনে আনন্দের বার্তা বয়ে আনে। ঈদুল ফিতরে সবার জীবনে বয়ে আসুক অনাবিল আনন্দ ও সুখ-শান্তি। 

সাখাওয়াত হোসেন খান আরও বলেন, ঈদের অনাবিল আনন্দে প্রতিটি মানুষের জীবন হাসি-খুশি ও পূর্ণতায় ভরে উঠুক। এই সুবাদে সকল ভেদাভেদ ভুলে, সকলকে মানবতার কল্যাণে কাজ করতে হবে।
এছাড়াও সাখাওয়াত  ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জ সহ দেশে ও বিদেশে অবস্থানরত রাজনৈতিক সহযোদ্ধাসহ সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন। 
 

সম্পর্কিত নিবন্ধ

  • সিদ্ধিরগঞ্জে চাঁদাবাজিসহ সংগঠন বিরোধী কর্মকান্ডের প্রতিবাদে সভা
  • সিদ্ধিরগঞ্জে  চাঁদাবাজিসহ সংগঠন বিরোধী কর্মকান্ডের প্রতিবাদে সভা
  • সিদ্ধিরগঞ্জে  চাঁদাবাজীসহ সংগঠন বিরোধী কর্মকান্ডের প্রতিবাদে সভা
  • নারায়ণগঞ্জে থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার
  • নারায়ণগঞ্জে পূর্ব বিরোধের জেরে যুবককে গুলি করে হত্যা
  • ঈদের স্পিরিট ধারণ করে বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করবো : ডিসি জাহিদুল
  • ৩নং ওয়ার্ড বিএনপি নেতা তাজুল ইসলাম আর নেই, মামুন মাহমুদ’র শোক
  • ঈদের সুবাদে সকল ভেদাভেদ ভুলে, মানবতার কল্যাণে কাজ করতে হবে : সাখাওয়াত
  • ঐতিহ্যবাহী সনমান্দী বড় ঈদগাহ এর সভাপতি হলেন সাংবাদিক মনির
  • ঈদের মোনাজাতে খালেদা জিয়ার নাম না বলায় ইমামকে যুবদল নেতার হুমকি