বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশন (বিএমটিএ) নারায়ণগঞ্জ জেলা সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।  শনিবার (১১ জানুয়ারি) বিকাল ৩ টায় নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বিএমটিএ কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মোঃ আক্তারুজ্জামান (উজ্জ্বল) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপার্সন এর উপদেষ্টা কাউন্সিলের সদস্য, প্রধান উপদেষ্টা, ড্যাব ও এম-ট্যাব, নির্বাহী পরিচালক জিয়াউর রহমান ফাউন্ডেশন অধ্যাপক ডাঃ ফরহাদ হালিম ডোনার, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, বিএমটিএ কেন্দ্রীয় কমিটির সভাপতি খাজা মঈনউদ্দিন মঞ্জু।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বিএমটিএ কেন্দ্রীয় কমিটির মহাসচিব মোঃ বিপ্লবুজ্জামান বিপ্লব আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এড সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব এড আবু আল ইউসুফ খান টিপু, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি সহ বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশন (বিএমটিএ) নারায়ণগঞ্জ জেলার অসংখ্য নেতৃবৃন্দ। 

বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশন (বিএমটিএ) নারায়ণগঞ্জ জেলা সভাপতি আক্তারুজ্জামান উজ্জ্বল ও সাধারণ সম্পাদক  আল মামুন, সহ সাধারণ সম্পাদক মিজানুর রহমান,  মেহেদী হাসানকে সাংগঠনিক সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করা হয় 

.

উৎস: Narayanganj Times

এছাড়াও পড়ুন:

আড়াইহাজারে গৃহবধূকে গলাকেটে হত্যা, স্বামী আটক

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সুলেখা বেগম (৪৫) নামে গৃবধূকে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামী রউফ মিয়ার বিরুদ্ধে। তাকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী। হত্যায় ব্যবহৃত শাবল ও ছুরি জব্দ করেছে পুলিশ।

বুধবার (২৩ এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলার হাইজাদী ইউনিয়নের নারান্দী গ্রামে ঘটনাটি ঘটে বলে জানান আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন।

নিহত সুলেখা বেগম উপজেলার কলাগাছিয়া নয়াপাড়া গ্রামের আব্দুল মিয়ার মেয়ে। অভিযুক্ত পাশ্ববর্তী নারান্দী গ্রামের মৃত চান মিয়ার ছেলে রউফ মিয়া।

আরো পড়ুন:

রাউজানে যুবদল কর্মীকে মাথায়-বুকে গুলি করে হত্যা

নরসিংদীতে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

এলাকাবাসী জানান, ২০ বছর আগে নারান্দী গ্রামের মৃত চান মিয়ার ছেলে রউফ মিয়ার সঙ্গে বিয়ে হয় সুলেখা বেগমের। কয়েক বছর ধরে এই দম্পতির মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয়ে কলহ চলছিল।

বুধবার সকালে বাড়িতে সুলেখা বেগম ঘুমিয়ে ছিলেন। এসময় রউফ মিয়া শাবল দিয়ে আঘাত করে সুলেখা বেগমকে অজ্ঞান করেন। পরে ছুরি দিয়ে স্ত্রীকে গলাকেটে হত্যা করেন তিনি।

আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন বলেন, “পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। অভিযুক্ত স্বামীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

ঢাকা/অনিক/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ

  • ঢাকা কেন্দ্রীয় কারাগারের এক বন্দীর মৃত্যু
  • ‘এই টাকা দিলে মান-সম্মান থাকে?’ বলা সেই ওসিকে বদলি
  • শীতলক্ষ্যা নদী রক্ষার্থে প্রান্তিক জনগোষ্ঠীর সাথে নদী ভাবনা
  • সোনারগাঁয়ে জামায়াতের ব্যাপক গণসংযোগ
  • আড়াইহাজার থানার সেই ওসি এনায়েত অবশেষে বদলি
  • স্ত্রীকে হত্যা করে লাশের পাশেই বসেছিলেন স্বামী
  • বন্দর থানা (মহানগর) জাসাস’র পূর্ণাঙ্গ কমিটি গঠন
  • স্ত্রীকে হত্যার পর ছুরি হাতে লাশের পাশে বসেছিলেন রব মিয়া
  • পেশাজীবী গাড়িচালকদের রিফ্রেশার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • আড়াইহাজারে গৃহবধূকে গলাকেটে হত্যা, স্বামী আটক