‘বিএমটিএ’ নারায়ণগঞ্জ জেলা সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত
Published: 12th, January 2025 GMT
বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশন (বিএমটিএ) নারায়ণগঞ্জ জেলা সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) বিকাল ৩ টায় নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বিএমটিএ কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মোঃ আক্তারুজ্জামান (উজ্জ্বল) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপার্সন এর উপদেষ্টা কাউন্সিলের সদস্য, প্রধান উপদেষ্টা, ড্যাব ও এম-ট্যাব, নির্বাহী পরিচালক জিয়াউর রহমান ফাউন্ডেশন অধ্যাপক ডাঃ ফরহাদ হালিম ডোনার, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, বিএমটিএ কেন্দ্রীয় কমিটির সভাপতি খাজা মঈনউদ্দিন মঞ্জু।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বিএমটিএ কেন্দ্রীয় কমিটির মহাসচিব মোঃ বিপ্লবুজ্জামান বিপ্লব আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এড সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব এড আবু আল ইউসুফ খান টিপু, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি সহ বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশন (বিএমটিএ) নারায়ণগঞ্জ জেলার অসংখ্য নেতৃবৃন্দ।
বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশন (বিএমটিএ) নারায়ণগঞ্জ জেলা সভাপতি আক্তারুজ্জামান উজ্জ্বল ও সাধারণ সম্পাদক আল মামুন, সহ সাধারণ সম্পাদক মিজানুর রহমান, মেহেদী হাসানকে সাংগঠনিক সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করা হয়
.উৎস: Narayanganj Times
এছাড়াও পড়ুন:
অজ্ঞান পার্টির খপ্পরে কিশোর, ৬ দিন পর ঢাকা থেকে উদ্ধার
ইন্দুরকানীর নিখোঁজ কিশোর সাব্বির হোসেনকে ছয় দিন পর ঢাকার নারায়ণগঞ্জের এক রিকশাচালকের বাসায় পাওয়া গেছে। তিন দিন আগে রাস্তায় অচেতন অবস্থায় তাকে উদ্ধার করেন ওই রিকশাচালক।
গত ২৪ ফেব্রুয়ারি বিকেলে ইন্দুরকানী গ্রামের কৃষক আব্দুল জলিল শেখের ছেলে সাব্বির হোসেন কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়। রাতে সায়েদাবাদ বাসস্ট্যান্ডে নেমে সেখান থেকে আটো গাড়িতে নারায়ণগঞ্জ যাচ্ছিল। এ সময় অটোতে থাকা অজ্ঞান পার্টির লোকজন তাকে অজ্ঞান করে টাকা, মোবাইল ফোনসহ সঙ্গে থাকা জিনিসপত্র নিয়ে যায়। পরে তাকে নারায়ণগঞ্জে রাস্তার পাশে ফেলে রেখে যায়। গভীর রাতে সাব্বিরকে পরে থাকতে দেখে রিকশাচালক আব্দুর জব্বার তাঁকে তাঁর বাসায় নিয়ে যায়। তিন দিন পর তার জ্ঞান ফেরে। শনিবার বিকেলে সাব্বির ফোন করে তার বাবা-মাকে বিষয়টি জানায়।
সাব্বিরের বাবা জলিল শেখ বলেন, ছেলের খোঁজ না পেয়ে থানায় সাধারণ ডায়েরি করি। খুব চিন্তায় ছিলাম। তাকে অজ্ঞান পার্টি ধরেছিল। এক রিকশাচালক ভাই তাকে উদ্ধার করেছে। তাঁর কাছে আমরা কৃতজ্ঞ।
ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ হোসেন জানান, নিখোঁজ সাব্বিরকে ঢাকায় পাওয়া গেছে বলে তার পরিবার জানিয়েছে।