বিশ্বখ্যাত বিজ্ঞানীরা যখন অবৈজ্ঞানিক তথ্য বিশ্বাস করেন
Published: 12th, January 2025 GMT
বিখ্যাত অনেক বিজ্ঞানীর মধ্যে নানা ধরনের ভ্রান্ত বিশ্বাসের প্রতি আগ্রহ দেখা যায়। বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন দুনিয়া কাঁপানো বিজ্ঞানী। ফটোইলেকট্রিক প্রভাবের ওপর তাঁর কাজের জন্য পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছিলেন। তিনি প্রতারণা করছেন, এমন ভাবনা মাঝেমধ্যেই তাঁর মনে উঁকি দিত। পদার্থবিজ্ঞানে তাঁর দুর্দান্ত অর্জনের পরিপ্রেক্ষিতে এই বিষয়কে ইম্পোস্টার সিনড্রোম বলা যায়। অনেক সময় কোনো কাজে সফল ব্যক্তিরা অন্যদের সঙ্গে নিজেদের তুলনা করে দুর্বলভাবে, বিষয়টিকে মনস্তত্ত্বের ভাষায় ইম্পোস্টার সিনড্রোম বলে।
বিজ্ঞানী আইনস্টাইনের মতো অনেক নোবেল বিজয়ী বিজ্ঞানীর মধ্যে ভ্রান্ত বিশ্বাস দেখা যায়। বিষয়টিকে ‘নোবেল রোগ’ নামেও ডাকা হয়। আবার কখনো কখনো নোবেলাইটিস নামকরণ করা হয়। অতিপ্রাকৃত, অস্পষ্ট ও অবৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির প্রতি তাঁদের আগ্রহের বিষয়টিকে এমন নামে ডাকা হয়।
অনেক নোবেল পুরস্কার বিজয়ীর মধ্যে ভুয়া তথ্য বা নকল বৈজ্ঞানিক বিশ্বাসের প্রতি আগ্রহ দেখা যায়। দুইবার নোবেলজয়ী বিজ্ঞানী পিয়েরি কুরি রেডিয়াম ও পোলোনিয়াম আবিষ্কারের জন্য পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছিলেন। চৌম্বকত্ব সম্পর্কে বিভিন্ন প্রশ্ন-উত্তর অতিপ্রাকৃত শক্তির মাধ্যমে জানার সুযোগ আছে বলে তাঁর বিশ্বাস ছিল। অন্যদিকে ইলেকট্রনের আবিষ্কারক বিজ্ঞানী জোসেফ থমসনের আগ্রহ ছিল মানসিক শক্তি বা সাইকির প্রতি। তিনি ৩৪ বছর ধরে সোসাইটি ফর সাইকিক্যাল রিসার্চের সদস্য ছিলেন।
১৯১৩ সালে চিকিৎসাশাস্ত্রে নোবেল জয় করেন চার্লস রিচেট। তিনি ইক্টোপ্লাজম শব্দ প্রচলন করেন। অতিপ্রাকৃতিক ঘটনায় যাঁরা বিশ্বাস করেন, তাঁরা এই শব্দের সঙ্গে পরিচিত। কোনো বস্তু বা ব্যক্তি থেকে আধ্যাত্মিক শক্তি বেরিয়ে আসতে এই কৌশল ব্যবহার করা হয়। এমন বিশ্বাসী কেউ চিকিৎসায় নোবেল পুরস্কার পাবেন, তা কেউ কল্পনা করতে পারেন?
রিচার্ড স্মালি ১৯৯৬ সালে কার্বনের তৃতীয় রূপ আবিষ্কার করার জন্য রসায়নে পুরস্কার জিতেছিলেন। তিনি বিবর্তনের বিরুদ্ধে যুক্তি দেন। ক্যারি মুলিস ১৯৯৩ সালে রসায়নে নোবেল জয় করেন। তিনি জলবায়ু পরিবর্তন ও এইডসে এইচআইভি ভাইরাসের ভূমিকা নিয়ে সন্দেহ প্রকাশ করেন।
নোবেল পুরস্কার বিজয়ীদের অনেকেই সাধারণ মানুষের মতোই বিভিন্ন নকল ও ছদ্ম বৈজ্ঞানিক বিশ্বাস এবং ভ্রান্ত ধারণায় বিশ্বাসী। নকল বৈজ্ঞানিক বিশ্বাসের প্রতি অনেক বিজ্ঞানীর আগ্রহ দেখা যায়। পুরস্কার বিজয়ীদের পর্যালোচনায় গবেষকেরা জানান, বিজয়ীদের মধ্যে নানা ধরনের বুদ্ধিবৃত্তিক বিভ্রান্তি, ত্রুটি বা পক্ষপাত রয়েছে। নার্সিসিজম বা অন্যান্য চারিত্রিক বৈশিষ্ট্য অনেক পুরস্কার বিজয়ীর মধ্যে দেখা যায়। এখনকার বিজ্ঞানীরা নন, বহু বছর আগের বিজ্ঞানী যেমন আইজ্যাক নিউটনের মধ্যে এমন আচরণ দেখা যায়। নিউটনের মধ্যে রসায়ন প্রেম ও অদ্ভুত সব ধর্মীয় বিশ্বাস ছিল।
সূত্র: আইএফএল সায়েন্স
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
চীনের ভারতীয় ভূখণ্ড দখল ও যুক্তরাষ্ট্রের শুল্ক নিয়ে কেন্দ্রীয় সরকারের সমালোচনা রাহুল গান্ধীর
ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কঠোর সমালোচনা করেছেন। সীমান্তে চীনের ‘চার হাজার বর্গকিলোমিটার ভূখণ্ড’ দখলে নেওয়া এবং ‘মিত্র’ যুক্তরাষ্ট্রের নতুন করে শুল্ক আরোপের প্রতিক্রিয়ায় তিনি লোকসভায় এই সমালোচনা করেন। যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের কারণে ভারতের অর্থনীতি ‘সম্পূর্ণ বিপর্যস্ত’ হয়ে যাবে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন কংগ্রেস নেতা।
আজ বৃহস্পতিবার ভারতের সংসদের নিম্নকক্ষ লোকসভায় রাহুল গান্ধী অভিযোগ করে বলেন, পরিকল্পিত অভিযানের [জিরো আওয়ার] মাধ্যমে চীন ‘আমাদের ভূখণ্ডের’ চার হাজার বর্গকিলোমিটারের বেশি ভূমি দখলে নিয়েছে। এটা একটি জনগুরুত্বপূর্ণ বিষয়।’
রাহুল বলেন, ‘আমাদের পররাষ্ট্রসচিবকে চীনের রাষ্ট্রদূতের সঙ্গে কেক কাটতে দেখে আমি হতবাক।...অথচ চীনে আমাদের চার হাজার বর্গকিলোমিটার দখল করে নিয়েছে। এটা সবার জানা কথা।’
রাহুল গান্ধী বলেন, ‘এই [চীনের দখল করে নেওয়া] ভূখণ্ডে আসলে কী ঘটছে, সেটাই আমার জিজ্ঞাসা।...২০ জন জওয়ান শহীদ হয়েছেন। [চীনা রাষ্ট্রদূতের সঙ্গে] কেক কেটে তাঁদের প্রাণদান উদ্যাপন করা হয়েছে! আমরা স্বাভাবিক অবস্থায় ফিরে যাচ্ছি না। স্বাভাবিক অবস্থায় ফিরে যাওয়ার আগে সমমর্যাদা ফিরিয়ে আনতে হবে। আমাদের ভূমি অবশ্যই ফেরত আনতে হবে।’
রাহুল গান্ধী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উভয়ে চীনা সরকারের কাছে চিঠি লিখেছেন। এই বিষয়টি ভারতের মানুষ চীনের রাষ্ট্রদূতের কাছ থেকে জানতে পেরেছে।
কংগ্রেস নেতা বলেন, ‘বহির্বিশ্বের সঙ্গে বিভিন্ন বিষয় মিটমাট করাটাই পররাষ্ট্রনীতির কাজ।...আপনারা চীনের কাছে ভূমি দিয়ে দিয়েছেন।...হঠাৎ করে আমাদের মিত্রদেশ আমাদের ওপর শুল্ক আরোপ করল, যা আমাদের অর্থনীতিকে সম্পূর্ণভাবে বিপর্যস্ত করতে যাচ্ছে। আমাদের গাড়ি, ওষুধ ও কৃষিশিল্প সব বিপর্যয়ের মুখে।’
গতকাল বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশে নতুন করে পাল্টা শুল্কারোপ করেছেন। ভারতের ওপর আরোপ করা হয়েছে ২৭ শতাংশ শুল্ক। চীনের ওপর আরোপ করা হয়েছে ৩৪ শতাংশ। ভিয়েতনামের ওপর আরোপ করা হয়েছে ৪৬ শতাংশ। চীন ও ভিয়েতনাম উভয়েই যুক্তরাষ্ট্রে শীর্ষ রপ্তানিকারক দেশ।
লোকসভার ট্রেজারি বেঞ্চ থেকে রাহুল গান্ধীর অভিযোগের তীব্র প্রতিক্রিয়া জানানো হয়। সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ঠাকুর অভিযোগ করে বলেন, কংগ্রেসের আমলেই সীমান্তে ভারতের ভূখণ্ড দখল করেছিল চীন। রাহুল গান্ধী যেসব অভিযোগ করেছেন, তা [ভারতের প্রথম প্রধানমন্ত্রী] পণ্ডিত জওহরলাল নেহরুর নীতির কারণেই ঘটেছে।
অন্যদিকে রাজীব গান্ধী ফাউন্ডেশন চীন থেকে তহবিল নিয়েছিল অভিযোগ করে ঠাকুর বলেন, ‘আপনারা কেন চীন থেকে তহবিল সংগ্রহ করেছিলেন, এখনো সেটার ব্যাখ্যা দেননি।’