বিপিএলে গেইল-ম্যাককুলামের রেকর্ড ভাঙলেন লিটন-তানজিদ
Published: 12th, January 2025 GMT
দুর্বার রাজশাহীর বিপক্ষে বিপিএলের সিলেট পর্বে ঢাকা ক্যাপিটালস মাত্র ১ উইকেট হারিয়ে ২৫৪ রান করেছে। বিপিএলে যা সর্বোচ্চ রানের রেকর্ড। লিটন দাস ও তানজিদ তামিম সেঞ্চুরি করেছেন।
তারা সেঞ্চুরি করার পথে ২৪১ রানের জুটি গড়েছেন। বিপিএলে যা সর্বোচ্চ রানের জুটি। এর আগে বিপিএলে একইবারই দুইশ’ ছাড়ানো জুটি হয়েছে। ২০১৭ সালের বিপিএলে রংপুরে খেলতে এসে ক্রিস গেইল ও ব্রেন্ডন ম্যাককুলাম দ্বিতীয় উইকেট জুটিতে ২০১ রান যোগ করেছিলেন।
এছাড়া বিপিএলে প্রথমবার এক ইনিংসে দেখা গেল দুই সেঞ্চুরি। লিটন দাস ৫৫ বলে ১০ চার ও ৯ ছক্কায় খেলেন ১২৫ রানের ইনিংস। তানজিদ তামিম ৬৪ বলে ১০৮ রান করেন।
লিটন ১২৫ রানের ইনিংস খেলার পথে ৪৩ বলে শতক স্পর্শ করেন। বিপিএলে যা দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। এর আগে ৪০ বলে সেঞ্চুরি ছিল আহমেদ শেহজাদের। লিটন ভেঙেছেন বিপিএলে ৪৪ বলে সেঞ্চুরি করা গেইলের রেকর্ড।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
সৌদি আরবের আকাশে রমজানের চাঁদ, প্রথম রোজা শনিবার
সৌদি আরবের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। শুক্রবার সন্ধ্যার পর সৌদি কর্তৃপক্ষ ঘোষণা দেয় শনিবার (১ মার্চ) দেশটিতে প্রথম রোজা পালন করা হবে।
স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যার পর সৌদি সরকার ঘোষণা দেয়, দেশের আকাশে পবিত্র রমজানের চাঁদ দেখা গেছে। আকাশ মেঘাচ্ছন্ন থাকায় দেশের সব স্থান থেকে চাঁদ দেখতে পারেনি সৌদিরা।
তবে সৌদি সরকারের চাঁদ দেখা-সংক্রান্ত কমিটির সিদ্ধান্তের ভিত্তিতে ১৪৪৬ হিজরি সনে রমজান মাস শুরু হচ্ছে শুক্রবার রাত থেকে। আর প্রথম রোজা পালিত হবে শনিবার।
ওমানের আকাশেও রমজানের চাঁদ দেখা গেছে। সে অনুযায়ী ওমানেও প্রথম রোজ পালিত হবে শনিবার।
ঢাকা/রাসেল