Samakal:
2025-03-03@20:09:16 GMT

কী অদ্ভুত জেমিনি

Published: 12th, January 2025 GMT

কী অদ্ভুত জেমিনি

নতুন বছরে দাপুটে বার্তা দিয়েছে গুগল। উদ্ভাবিত জেমিনি ২০২৫ সালে সবার কাছে কৃত্রিম বুদ্ধিমত্তার বহুমাত্রিক সুবিধা ব্যবহারযোগ্য আর উপভোগ্য করবে। হ্যাঁ, কণ্ঠ শুনে মুহূর্তেই কাজ করে দেবে জেমিনি।
ভয়েস কমান্ডের ইঙ্গিতে ফাইল সম্পাদনা (এডিট) করবে জেমিনি এআই। কৃত্রিম মেধার মানোন্নত সংস্করণ নিয়ে কাজ করছে সার্চগুরু গুগল।
মূলত জেমিনির কৃত্রিম মেধাকে আরও কৌশলী করার উদ্যোগ নিয়েছে গুগল। কিছুদিনের মধ্যেই ভয়েস চ্যাটে একে ব্যবহার করা যাবে বলে জানা গেছে। ইতোমধ্যে আইফোন গ্রাহকরা বিনামূল্যে জেমিনি অ্যাপ সুবিধা উপভোগ করছে, যা অ্যাপ স্টোর থেকে সহজেই ডাউনলোড করে নেওয়া যায়। ১০টির বেশি ভাষায় অ্যাপটি ব্যবহারযোগ্য। দ্রুত ভাষার সংখ্যা আরও বাড়ানোর কথা জানানো হয়েছে।
কিছুদিন আগে জেমিনি অ্যাপে নতুন সংস্করণের বৈশিষ্ট্য নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করে অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট বিভাগ। অ্যাপটির মাধ্যমে যে কোনো বিষয় সম্পর্কে আগ্রহীরা যথাযথ সঠিক তথ্য খুঁজে পাবেন। শিক্ষার্থীদের জন্য নতুন কিছু শিখতে যা বিশেষ সহায়ক শক্তি হিসেবে কাজ করবে। অন্যদিকে, জেমিনি ‘লাইভ’ নামে নতুন ফিচার উন্নয়ন করেছে গুগল। উন্নয়ন গবেষকরা জেমিনিকে রিয়েল টাইম কাজ করার পারদর্শী করে তুলতে চায়। ফলে গ্রাহক একসঙ্গে একই সময়ে বেশ কিছু কাজের সুবিধা উপভোগ করতে পারবেন।
বর্তমানে গুগল গ্রাহকরা আপলোড করা স্প্রেডশিট বা নথি নিয়ে কোনো রকমের আলোচনা সুবিধা নিতে পারেন না। কিন্তু জেমিনির প্রকাশিতব্য নতুন সংস্করণে যা সহজেই করা যাবে। তখন স্প্রেডশিট আর জেমিনি ইন্টারফেসের মধ্যে দৃশ্যমান তেমন কোনো সীমাবদ্ধতা থাকবে না। আবার শুধু ভয়েস ইন্টারঅ্যাকশনের সহায়তায় অন্যসব অ্যাপ্লিকেশন ব্যবহারের সুবিধা উন্মুক্ত হবে।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিসমৃদ্ধ জেমিনির সব ধরনের সুবিধা সবাই পাবেন, এমনটা কিন্তু নয়। বর্তমানে জেমিনি শুধু অ্যাডভান্স গ্রাহকই ব্যবহার করতে পারেন। ফলে প্রিমিয়াম গ্রাহক যে আরও মানোন্নত সংস্করণের সার্বিক সুবিধা নিতে পারবেন, তা এক অর্থে নিশ্চিত করেই বলা যায়।
 

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

ইউক্রেনে জেলেনস্কির বিকল্প নেতা খুঁজছে যুক্তরাষ্ট্র!

ইউক্রেনে শান্তিচুক্তির জন্য দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির পদত্যাগ করা লাগতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালৎস। তিনি বলেছেন, ‘ইউক্রেনের একজন নেতা প্রয়োজন, তিনি আমাদের সঙ্গে কাজ করতে পারবেন। তিনি শেষ পর্যন্ত রাশিয়ার সঙ্গে কাজ করতে পারবেন এবং এই যুদ্ধ থামাতে পারবেন।’ খবর- সিএনএন

গণমাধ্যমের সামনেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নজিরবিহীন বাগবিতণ্ডার পর এ কথা বললেন তিনি। বাগবিতণ্ডার এ ঘটনাটি নিয়ে নানা আলোচনা চলছে বিশ্বজুড়ে। ওই ঘটনার পর ইউক্রেনের খনিজ সম্পদ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে ঐতিহাসিক চুক্তি হওয়ার কথা ছিল, সেটিও বাতিল হয়ে যায়। আর এর পরই ইউক্রেনের ভবিষ্যৎ কোন পথে, তা নিয়ে শুরু হয় আলোচনা।

এই প্রকাশ্য দ্বন্দ্ব ন্যাটোর ইউরোপীয় সদস্যদের সঙ্গে যুক্তরাষ্ট্রের বড় সংকটের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করেন বিশ্লেষকরা। শুক্রবারের ওই ঘটনায় সাবেক ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেনের গড়া ওয়াশিংটন-কিয়েভ সম্পর্ক ভেঙে পড়েছে। এই প্রকাশ্য দ্বন্দ্ব ন্যাটোর ইউরোপীয় সদস্যদের সঙ্গে যুক্তরাষ্ট্রের বড় সংকটের ইঙ্গিত দিচ্ছে। 

যদিও ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে আবারও এক টেবিলে বসার ইঙ্গিত দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেছেন, ইউক্রেন ও রাশিয়া-দুই পক্ষই আলোচনায় না বসলে যুদ্ধ থামবে না। হোয়াইট হাউসে শুক্রবার ট্রাম্প-জেলেনস্কি বিতণ্ডার পর থেকে ইউক্রেনের সঙ্গে যুক্তরাষ্ট্রের আর কথা হয়নি। যুদ্ধ থামানোর জন্য রাশিয়াকে আলোচনার টেবিলে আনতে হবে। তবে তাদের প্রতি বৈরী মনোভাব রাখলে, মস্কোকে আলোচনায় যুক্ত করা সম্ভব হবে না। কোনো চুক্তি করার ক্ষেত্রে প্রেসিডেন্ট ট্রাম্প এই মনোভাবই দেখিয়ে আসছেন।

তিনি বলেন, ‘আমি আশা করি, সবকিছু আবার শুরু হতে পারে। আশা করি, তিনি (জেলেনস্কি) এটা বুঝতে পারবেন যে আমরা আসলে আরও হাজার হাজার মানুষের মৃত্যুর আগে, তাঁর দেশকে সাহায্যের চেষ্টা করছি।’
 

সম্পর্কিত নিবন্ধ