নতুন স্মার্টফোন মডেল এক্স৫বি প্লাস উন্মোচন করেছে প্রযুক্তি ব্র্যান্ড অনার। ব্র্যান্ডের এক্স সিরিজের নতুন মডেলে রয়েছে দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফ, স্টোরেজ, অত্যাধুনিক এআই ক্যামেরা ফিচার ও হাইপারফরম্যান্স ডিসপ্লে। আগ্রহী যারা অ্যান্ট্রি-লেভেল ক্যাটেগরিতে নতুন ফোন খুঁজছেন, তাদের জন্যই মডেলটি ডিজাইন করা বলে নির্মাতারা জানান। জানা গেছে, পূর্ণ চার্জে টানা দু’দিন ব্যবহারযোগ্য। ব্যাটারি ৫২০০ মিলিঅ্যাম্পিয়ার।
প্রসেসর মিডিয়াটেক হেলিও জি৩৬ প্রসেসর সিরিজ। ৭৩১ডব্লিউএইচ/এল এনার্জি-ডেন্সের ব্যাটারি ৮.
২৪ হাজারের বেশি গান বা দুই শতাধিক সিনেমা সংরক্ষণ করতে পারবেন। মডেলের টার্বো র্যাম প্রযুক্তি, যা ফ্ল্যাশ মেমোরি ব্যবহার করে ৪ জিবি থেকে ৮ জিবি পর্যন্ত র্যামের কার্যক্ষমতা বাড়ায়। ফলে মাল্টিটাস্কিং হবে স্বাচ্ছন্দ্যময়।
মডেলের ডিসপ্লে ৬.৫৬ ইঞ্চি ক্লিয়ার, ৯০ হার্টজ হাই রিফ্রেশ রেটে আলট্রাস্মুথ ভিজ্যুয়াল নিশ্চিত করবে। ৫৩০ নিটস আলট্রাহাই ব্রাইটনেসের কারণে সরাসরি সূর্যের আলোতে ডিসপ্লে থাকবে স্বচ্ছ। অন্যদিকে ই-বুক মোড, আই প্রটেকশন মোড, ডিসি ডিমিং ও ডায়নামিক ডিমিং ডিসপ্লের মতো অ্যাডভান্সড ‘আই প্রটেকশন’ ফিচার যুক্ত। মডেলে থাকছে ৫০ মেগাপিক্সেলের এআই আলট্রাক্লিয়ার প্রধান ক্যামেরা, ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। তিনটি রঙের বৈচিত্র্যে আছে মিডনাইট ব্ল্যাক, ওশান ব্লু ও স্টারি পার্পল।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
আর্থনা সম্মেলনে শীর্ষ নেতাদের নিয়ে তাস চেয়ারম্যানের লাঞ্চ মিটিং
কাতারের দোহায় ‘আর্থনা’ শীর্ষ সম্মেলনের সাইডলাইনে বিশ্বের শীর্ষ নেতাদের নিয়ে লাঞ্চ মিটিং করেছেন তাস চেয়ারম্যান ও ইয়েমেনের অনারারি কনসাল কে এম মজিবুল হক।
আজ বৃহস্পতিবার উচ্চ পর্যায়ের এ মধ্যাহ্নভোজ বৈঠকে অংশ নেন ভাইস চেয়ারম্যান স্পেসএক্সের মিসেস লরেন ড্রেগার ভিপি, পিএমআইর ভাইস প্রেসিডেন্ট মিসেস নেভেনা ভিপি, ইলোন মাস্কের গ্লোবাল এনগেজমেন্টের সিনিয়র উপদেষ্টা রিচার্ড গ্রিফিথস, দ্য রয়েল হাইনেস কিং চার্লস ফাউন্ডেশনের সিইও ক্রিস্টিনা মুরিন, দ্য কমনওয়েলথ সহকারী মহাসচিব অধ্যাপক লুইস জি ফ্রান্সেশি।
বৈঠকে আধুনিক টেকসই উন্নয়নে উদ্ভাবনীপন্থা অনুসন্ধান, কূটনীতি ও বিশ্বব্যাপী উন্নয়নের মাধ্যমে সংলাপকে উৎসাহিত করা মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।
দুইদিনব্যাপী আর্থনা শীর্ষ সম্মেলনে এবারের প্রতিপাদ্য হচ্ছে ‘আমাদের উত্তরাধিকার গড়ে তোলা: স্থায়িত্ব, উদ্ভাবন ও ঐতিহ্যবাহী জ্ঞান’।