নতুন স্মার্টফোন মডেল এক্স৫বি প্লাস উন্মোচন করেছে প্রযুক্তি ব্র্যান্ড অনার। ব্র্যান্ডের এক্স সিরিজের নতুন মডেলে রয়েছে দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফ, স্টোরেজ, অত্যাধুনিক এআই ক্যামেরা ফিচার ও হাইপারফরম্যান্স ডিসপ্লে। আগ্রহী যারা অ্যান্ট্রি-লেভেল ক্যাটেগরিতে নতুন ফোন খুঁজছেন, তাদের জন্যই মডেলটি ডিজাইন করা বলে নির্মাতারা জানান। জানা গেছে, পূর্ণ চার্জে টানা দু’দিন ব্যবহারযোগ্য। ব্যাটারি ৫২০০ মিলিঅ্যাম্পিয়ার।
প্রসেসর মিডিয়াটেক হেলিও জি৩৬ প্রসেসর সিরিজ। ৭৩১ডব্লিউএইচ/এল এনার্জি-ডেন্সের ব্যাটারি ৮.
২৪ হাজারের বেশি গান বা দুই শতাধিক সিনেমা সংরক্ষণ করতে পারবেন। মডেলের টার্বো র্যাম প্রযুক্তি, যা ফ্ল্যাশ মেমোরি ব্যবহার করে ৪ জিবি থেকে ৮ জিবি পর্যন্ত র্যামের কার্যক্ষমতা বাড়ায়। ফলে মাল্টিটাস্কিং হবে স্বাচ্ছন্দ্যময়।
মডেলের ডিসপ্লে ৬.৫৬ ইঞ্চি ক্লিয়ার, ৯০ হার্টজ হাই রিফ্রেশ রেটে আলট্রাস্মুথ ভিজ্যুয়াল নিশ্চিত করবে। ৫৩০ নিটস আলট্রাহাই ব্রাইটনেসের কারণে সরাসরি সূর্যের আলোতে ডিসপ্লে থাকবে স্বচ্ছ। অন্যদিকে ই-বুক মোড, আই প্রটেকশন মোড, ডিসি ডিমিং ও ডায়নামিক ডিমিং ডিসপ্লের মতো অ্যাডভান্সড ‘আই প্রটেকশন’ ফিচার যুক্ত। মডেলে থাকছে ৫০ মেগাপিক্সেলের এআই আলট্রাক্লিয়ার প্রধান ক্যামেরা, ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। তিনটি রঙের বৈচিত্র্যে আছে মিডনাইট ব্ল্যাক, ওশান ব্লু ও স্টারি পার্পল।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
ব্যাংককে ড. ইউনূস ও নরেন্দ্র মোদির বৈঠক আজ
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমসটেক সম্মেলনের সাইডলাইনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে আজ শুক্রবার দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর এই প্রথমবারের মত অধ্যাপক ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদির বৈঠক হতে চলেছে।
শফিকুল আলম বাসসকে বলেন, ‘বাংলাদেশ ও ভারত দুই দেশের সরকার প্রধানের মধ্যে শুক্রবার বৈঠক অনুষ্ঠিত হবে।’
তিনি আরও বলেন, ব্যাংককে বৃহস্পতিবার বিমসটেক সম্মেলনের নৈশভোজে দুই নেতার সাক্ষাৎ হয় এবং তারা কুশলাদি বিনিময় করেন। নৈশভোজে উভয় নেতাকে বেশ কিছু সময় ধরে ঘনিষ্ঠভাবে কথা বলতে দেখা গেছে।
বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোটের (বিমসটেক) শীর্ষ সম্মেলন উপলক্ষে অধ্যাপক ইউনূস ও নরেন্দ্র মোদি বর্তমানে ব্যাংককে অবস্থান করছেন। ২ থেকে ৪ এপ্রিল ব্যাংককে বিমসটেক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।