সাদা বলের ক্রিকেটে টানা ব্যর্থতার মধ্যে ছিলেন লিটন দাস। ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের পর ওয়ানডে ফরম্যাটে ফিফটি পাননি তিনি। সর্বশেষ দুই টি-২০ সিরিজেও হাসেনি তার ব্যাট। যে কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ পড়ার শঙ্কায় ছিলেন ডানহাতি টপ অর্ডার ব্যাটার লিটন।

বিপিএল ছিল তার দলে ফেরার একমাত্র খোলা পথ। সেখানেও ঢাকা ক্যাপিটালসের প্রথম পাঁচ ম্যাচে রান পাননি লিটন। ঢাকা পর্বের এক ম্যাচে সর্বোচ্চ ৩১ রানের ইনিংস খেলেছিলেন লিটন। রোববার ঘোষিত চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে তাই বাদ দেওয়া হয়েছে তাকে।

দল চূড়ান্ত হওয়ার পরই যেন রানে ফিরেছেন ডানহাতি ব্যাটার লিটন দাস। সিলেট পর্বে দলের ষষ্ঠ ম্যাচে রানে ফিরেছিলেন তিনি। সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে তার দল খেলেন ৪৩ বলে ৭৩ রানের ইনিংস। ১০টি চারের সঙ্গে একটি ছক্কা মারেন তিনি।

রোববার চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার পর আরও চড়াও লিটনের ব্যাট। তিনি দুর্বার রাজশাহীর বিপক্ষে দুর্দান্ত এক সেঞ্চুরি করেছেন। ৪৩ বলে সেঞ্চুরি ছুঁয়ে ফেলেন তিনি। শেষ পর্যন্ত খেলেন ৫৫ বলে ১২৫ রানের ইনিংস। তার ব্যাট থেকে ১০টি চার ও নয়টি ছক্কার ইনিংস আসে।

তার সঙ্গে সেঞ্চুরি করেন ওপেনার তানজিদ তামিমও। বাঁ-হাতি এই ওপেনার খেলেন ৬৪ বলে ১০৮ রানের ইনিংস। বিপিএলে দ্বিতীয় সেঞ্চুরি ইনিংসটি তিনি ছয়টি চারের সঙ্গে আটটি ছক্কা সাজান। তাদের জুটি থেকে আসে ২৪১ রান। বিপিএলে যা সর্বোচ্চ জুটির রেকর্ড। তারা ভেঙেছেন ২০১৭ সালে রংপুরের হয়ে ঢাকার বিপক্ষে ব্রেন্ডন ম্যাককুলাম ও ক্রিস গেইলের ২০১ রানের জুটি।

ঢাকা নির্ধারিত ২০ ওভারে ১ উইকেট হারিয়ে ২৫৪ রান করেছে। বিপিএলে যা এক ইনিংসে সর্বোচ্চ রান। এর আগে ২০১৯ ও ২০২৪ সালে চট্টগ্রামে চট্টগ্রামের বিপক্ষে যথাক্রমে রংপুর ও কুমিল্লা করেছিল ওই রান।    

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

রপ্তানি খাতে আপাতত স্বস্তি

যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পণ্য প্রবেশের ক্ষেত্রে ট্রাম্প প্রশাসনের ঘোষিত অতিরিক্ত ৩৭ শতাংশ শুল্ক স্থগিতের ঘোষণায় স্বস্তি ফিরেছে দেশের রপ্তানি খাতে। কয়েক দিন ধরে রপ্তানি আদেশ স্থগিত হওয়ায় রপ্তানিকারকদের মধ্যে আতঙ্ক ছিল। সেই আতঙ্ক আপাতত কেটেছে। তবে তারা বলেছেন, আপাতত তিন মাসের জন্য একটা স্বস্তি পাওয়া গেলেও ট্রাম্প প্রশাসন যাতে বাংলাদেশের ওপর আবার বাড়তি শুল্ক আরোপ না করে, সে জন্য সরকারকে যথাযথ প্রস্তুতি নিতে হবে। 

এদিকে চীনা পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের ১২৫ শতাংশ শুল্ক বাংলাদেশের উদ্যোক্তাদের জন্য রপ্তানি বাড়ানোর ক্ষেত্র তৈরি করেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যযুদ্ধের কারণে চীনের বিনিয়োগকারীদের বাংলাদেশে কারখানা স্থাপনের সম্ভাবনা তৈরি হয়েছে। কেননা, চীন থেকে যুক্তরাষ্ট্রে পাঠানো পণ্যের দাম আগের চেয়ে দ্বিগুণ। ফলে চীন থেকে রপ্তানি এখন আর লাভজনক হবে না। ভিয়েতনামে আগেই চীনা উদ্যোক্তারা বড় বিনিয়োগ করে ফেলেছেন। সেখানে নতুন বিনিয়োগের সুযোগ কম। ফলে চীনের  বিনিয়োগ টানার সুযোগ বাংলাদেশের সামনে। 

রপ্তানিকারক উদ্যোক্তা এবং বাণিজ্য বিশ্লেষকরা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পণ্যের শুল্কহার স্থায়ীভাবে সহনীয় পর্যায়ে নামিয়ে আনতে তিন মাস সময়কে অত্যন্ত গুরুত্ব দিয়ে কাজে লাগাতে হবে। এ ছাড়া বর্তমানের বাড়তি ১০ শতাংশ শুল্ককে কীভাবে শূন্য শতাংশে নামিয়ে আনা যায়, তার কৌশল নির্ধারণ ও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। শুল্ক-অশুল্ক বাধার অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে এসব দূর করতে হবে। 

জানতে চাইলে যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান মোটেক্স ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ কবির সমকালকে বলেন, গত ২ এপ্রিল ডোনাল্ড ট্রাম্প ৩৭ শতাংশ বাড়তি শুল্ক আরোপের ঘোষণায় ক্রেতারা রপ্তানি আদেশ প্রত্যাহার, স্থগিত  এবং চুক্তির দরের চেয়ে কম দর দেওয়ার কথা জানাচ্ছিলেন। ওই পরিস্থিতি তাদের আতঙ্কিত করে তুলেছিল। এখন পরিস্থিতি পাল্টে গেছে। অন্তত তিন মাসের জন্য একটা সুযোগ পাওয়া গেল। তিনি সুপারিশ করেন, তিন মাসের মধ্যে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে যাতে সবচেয়ে বড় বাজারে বাংলাদেশের পণ্যের শুল্ক সহনীয় এবং বাণিজ্যিকভাবে লাভজনক হয়। 

মাসুদ কবির মনে করেন, চীনা পণ্যে বাড়তি শুল্ক দুই দিক থেকে বাংলাদেশের জন্য সুবিধা তৈরি করেছে। প্রথমত, যুক্তরাষ্ট্রের বাজারে চীনা পণ্যের চেয়ে বাংলাদেশের পণ্যের দর অনেক কম হবে। 

যা প্রতিযোগিতায় বাংলাদেশের পণ্যকে সুবিধা দেবে। অন্যদিকে কম দামের সুবিধা নেওয়ার জন্য চীনা উদ্যোক্তারা কারখানা স্থানান্তর করে বাংলাদেশে আসবেন। আগামী মাসে ২০০ চীনা উদ্যোক্তা বিনিয়োগ সুযোগ খতিয়ে দেখতে বাংলাদেশে আসছেন। কারণ চীনে পণ্য উৎপাদন এখন আর লাভজনক হবে না। ভিয়েতনাম আগেই চীনা উদ্যোক্তারা বড় বিনিয়োগ করে ফেলেছেন। সেখানে নতুন বিনিয়োগের সুযোগ কম। 

যুক্তরাষ্ট্রের বাজারে আরেক রপ্তানিকারক প্রতিষ্ঠান  হান্নান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ বি এম শামসুদ্দিন সমকালকে বলেন, নিঃসন্দেহে ট্রাম্পের নতুন ঘোষণা বাংলাদেশের রপ্তানি খাতের জন্য বড় স্বস্তি এনে দিয়েছে।  অতিউচ্চ শুল্কহারের ওই ঘোষণা বিশ্ব বাণিজ্যকে নাড়িয়ে দিয়েছিল। গত এক সপ্তাহের বেশি সময় ধরে উদ্যোক্তাদের নাভিশ্বাস বাড়িয়ে দিয়েছিল। তবে অন্যান্য বিষয়ের সঙ্গে একটি বিষয়ে দেশের রপ্তানিকারকদের  মধ্যে ঐকমত্য প্রয়োজন যে, ন্যায্য দরের বাইরে কেউ কম পয়সায় কাজ নেওয়ার জন্য নিজেদের মধ্যে প্রতিযোগিতা করবে না। নিজেদের অবস্থান মজবুত না হলে এ রকম যে কোনো ঝাঁকুনিতে নাজুক অবস্থা তৈরি হবে। 

বিশ্বব্যাংকের সাবেক লিড ইকোনমিস্ট ড. জাহিদ হোসেন সমকালকে বলেন, মার্কিন প্রেসিডেন্টের কাছে প্রধান উপদেষ্টার চিঠির ভাষা বেশ অর্থবহ। শুল্ক-অশুল্ক বাধা দূর করার প্রচ্ছন্ন ইঙ্গিত ছিল চিঠিতে। আগামী তিন মাসের মধ্যে এসব প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পরিপালন করতে হবে। প্রয়োজনীয় সংস্কার নির্ধারিত এ সময়ের মধ্যেই শেষ করতে হবে। যাতে মার্কিন প্রশাসন বাড়তি ১০ শতাংশ শুল্ককে শূন্য শতাংশে নামিয়ে আনতে রাজি হয়। এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির কার্যালয়ের সঙ্গে লেগে থাকতে হবে। আলাদা যোগাযোগ করতে হবে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে। তিনিও মনে করেন, চীনা উদ্যোক্তাদের বিনিয়োগ আসারও অনেক সম্ভাবনা তৈরি হয়েছে। 

গত ২ এপ্রিল যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশে প্রায় ৬০টি দেশের পণ্যে সর্বোচ্চ ৫০ শতাংশসহ বিভিন্ন হারে শুল্ক আরোপের ঘোষণা দেন প্রেসিডেন্ট ট্রাম্প। এটি কার্যকর হওয়ার কথা ছিল ৯ এপ্রিল। ডোনাল্ড ট্রাম্প কার্যকরের দিনে তিন মাসের জন্য দেশভিত্তিক বাড়তি শুল্ক আরোপ স্থগিত করেন। তবে ২ এপ্রিলের ঘোষণায় কিছু ব্যতিক্রম ছাড়া সব পণ্যের ওপর সব দেশের জন্য ১০ শতাংশ বাড়তি শুল্ক আরোপ করা হয়, যা ৫ এপ্রিল থেকে কার্যকর হয়ে গেছে। 

বাংলাদেশ যে ধরনের পণ্য বেশ রপ্তানি করে থাকে সেগুলোর গড় শুল্কহার ছিল গড়ে ১৫ শতাংশ। এর সঙ্গে ১০ শতাংশ যোগ হয়ে আপাতত শুল্কহার ২৫ শতাংশ হবে। দেশভিত্তিক ৩৭ শতাংশ শুল্ক যুক্ত হলে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পণ্যে মোট শুল্কভার ৫২ শতাংশে দাঁড়াত। ট্রাম্পের ওই সিদ্ধান্তে বিশ্বব্যাপী সমালোচনার ঝড় ওঠে। মার্কিন ভোক্তারাও প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ করেন। এর মধ্যে বাংলাদেশসহ বিভিন্ন দেশ বাড়তি শুল্ক স্থগিত রাখার অনুরোধ জানায়। বাংলাদেশ সময় চেয়েছিল তিন মাস। 

যুক্তরাষ্ট্রে রপ্তানির হালনাগাদ তথ্য

গত জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি বেড়েছে  প্রায় ২৭ শতাংশ। এ হার যুক্তরাষ্ট্রের বাজারে শীর্ষ ১০ রপ্তানিকারক দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি।  যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন প্রতিষ্ঠান অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারলে–ওটেক্সার তথ্য বলছে, জানুয়ারি ও ফেব্রুয়ারি দুই মাসে   প্রধান রপ্তানিকারক দেশ চীনের রপ্তানি বেড়েছে ৯ শতাংশেরও কম। ভিয়েতনামের বেড়েছে ১১ শতাংশ।  ভারতের বেড়েছে প্রায় ২৬ শতাংশ। পাকিস্তানের পোশাকের রপ্তানি বেড়েছে ২৩ শতাংশ হারে। তবে রপ্তানি আয়ের অঙ্কে চীন ও ভিয়েতনামের চেয়ে পিছিয়ে আছে বাংলাদেশ। চীনের রপ্তানির পরিমাণ ছিল ২৭৭ কোটি ডলার। ভিয়েতনামের ২৬৩ কোটি ডলারের মতো। বাংলাদেশের রপ্তানি আয় ১৫০ কোটি ডলার। ভারত ও পাকিস্তানের রপ্তানির পরিমাণ ছিল যথাক্রমে ৯৬ কোটি ডলার ও ৩৬ কোটি ডলার। গত কয়েক মাসের রপ্তানি প্রবণতা বলছে, চীন ও ভিয়েতনামের সঙ্গে রপ্তানি পরিমাণের ব্যবধান কমছে। এই পরিসংখ্যান ভবিষ্যতের জন্য ইতিবাচক হিসেবে দেখছেন রপ্তানিকারকরা 

 

সম্পর্কিত নিবন্ধ