জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় মাহমুদপুর ইউনিয়নে চাঁদাবাজির অভিযোগে ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি আবু জাফর ফাইটকে (৩৫) পিটুনি দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। 

শনিবার সন্ধ্যায় চৌমুহনী বাজারে এ ঘটনা ঘটে। চাঁদাবাজির অভিযোগে থানায় মামলাও হয়েছে।

ইউনিয়নের সমন্তাহার গ্রামের কাঠ ব্যবসায়ী রফিকুল ইসলাম বাবুর কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে আবু জাফরের বিরুদ্ধে। 

জানা গেছে, ব্যবসায়ী রফিকুল মিনিগাড়ি গ্রামের মেহেদির গাছ কেনেন। সেই গাছ কাটতে গেলে যুবলীগ নেতা আবু জাফর ৩০ হাজার টাকা চাঁদা দাবি করেন। পরে তিনি ২২ হাজার টাকা দেন। অবশিষ্ট টাকা দিতে না পারায় কাটা গাছ আটকে দেন আবু জাফর। এ নিয়ে তাদের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে বাবুকে মারধর করেন তিনি। এ সময় চিৎকার শুনে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করেন। পরে আবু জাফরকে পিটুনি দেন তারা।

এ বিষয়ে ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি আবু জাফর ফাইটের বক্তব্য জানতে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। 

ক্ষেতলাল থানার ওসি মশিউর রহমান বলেন, চাঁদাবাজির অভিযোগে মামলা হয়েছে। আসামি গ্রেপ্তারে পুলিশের চেষ্টা অব্যাহত আছে।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ড

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কেউ আহত হননি। 

শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেল ৫টার দিকে হাসপাতালের চারতলা পুরুষ মেডিসিন ওয়ার্ডে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

দিনাজপুর মেডিকেল কলেজের পরিচালক ডা. এ বি এম নুরুজ্জামান বলেন, “সিগারেটের ফেলে দেওয়া আগুন বা শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এটা খতিয়ে দেখা হচ্ছে। আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ওষুধের কার্টুনের স্টোরে আগুন লেগেছিল। আগুন দেখার সঙ্গে সঙ্গে মেডিসিন পুরুষ ওয়ার্ডের রোগীদের অন্যত্র সরিয়ে নেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নেভান।” 

আরো পড়ুন:

চিকিৎসার অভাবে মৃত্যুপথযাত্রী সাংবাদিক এম সুলতান

বাগেরহাট জেলা হাসপাতালে দুদকের অভিযান

তিনি আরো বলেন, “গত বছর একই দিনে (৩১ জানুয়ারি) দিনাজপুর মেডিকাল কলেজ হাসপাতালে কিডনি ডায়ালাইসিস ইউনিটে আগুন লেগেছিল।” 

ঢাকা/মোসলেম/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ