ঢাকায় কাবিশের কনসার্ট ২৪ জানুয়ারি
Published: 12th, January 2025 GMT
পাকিস্তানের গণ্ডি পেরিয়ে ভারত ও বাংলাদেশের শ্রোতাদের কাছেও পরিচিতি ‘বাচপান’, ‘তেরে পেয়ার মে’-এর গানের পাকিস্তানি ব্যান্ড কাবিশ। প্রথমবারের মতো ঢাকায় গাইতে আসছে এই ব্যান্ডটি।
কাবিশকে নিয়ে রাজধানীর সেনা প্রাঙ্গণে ১০ ও ১১ জানুয়ারি ‘ঢাকা ড্রিমস: কাবিশ লাইভ ইন কনসার্ট’-এর আয়োজনের কথা ছিল। তবে শেষ মুহূর্তে তারিখ পরিবর্তনের ঘোষণা দিয়েছে আয়োজক প্রতিষ্ঠান ব্লু ব্রিক কমিউনিকেশনস।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, দুই দিনব্যাপী এই কনসার্ট একই ভেন্যুতে ২৪ ও ২৫ জানুয়ারি হবে। যদিও পেছানোর কোনো কারণ তারা উল্লেখ করেনি। ব্যতিক্রম সুর ও কাব্যিক কথার গানের জন্য পরিচিত কাবিশ। ‘নিন্দিয়া রে’সহ তাদের জনপ্রিয় গানগুলো দক্ষিণ এশিয়ার সংগীতাঙ্গনকে এক অন্যরকম উচ্চতা দিয়েছে।
‘ঢাকা ড্রিমস: কাবিশ লাইভ ইন কনসার্ট’-এ কাবিশ দুই দিনই পারফরম করবে। এ ছাড়া প্রথম দিনে [২৪ জানুয়ারি] দেশ থেকে গাইবে ব্যান্ড ‘লেভেল ফাইভ’ ও ‘শূন্য’। দ্বিতীয় দিন [২৫ জানুয়ারি] প্রথমে গাইবেন আরমিন মুসা ও তাঁর কয়্যার দল। দুই দিনব্যাপী এই কনসার্টের টিকিট পাওয়া যাচ্ছে ‘টিকিট ভাই’ প্ল্যাটফর্মে।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
ভাগাড়ে কোনোভাবেই ময়লা পোড়ানো যাবে না: উপদেষ্টা রিজওয়ানা
ভাগাড়ে কোনোভাবেই ময়লা পোড়ানো যাবে না বলে জানিয়েছেন পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
শনিবার দুপুরে রাজধানীর মাতুয়াইলে স্যানিটারি ল্যান্ডফিল (ময়লার ভাগাড়) এলাকা পরিদর্শনে এসে বায়ুদূষণ পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
উপদেষ্টা বলেন, মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিলের আশপাশের এলাকার মানুষের জীবনযাত্রা এবং স্বাস্থ্য সুরক্ষায় বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে। শিগগিরই এই ময়লার ভাগাড় মাতুয়াইল থেকে পুরোপুরি সরিয়ে নেওয়া সম্ভব নয়। পরিস্থিতির উন্নয়নে পার্শ্ববর্তী দুটি স্টিল মিল বন্ধে নির্দেশ দেওয়া হবে।
রিজওয়ানা হাসান বলেন, ভাগাড়ে কোনোভাবেই ময়লা পোড়ানো যাবে না। ব্যাটারি পোড়ানো বা ব্যাটারির সিসা আলাদা করা যাবে না।
রাজধানী ঢাকার বায়ুর মান উন্নয়নে সরকারের পক্ষ থেকে কমিটি গঠন করার কথাও জানান তিনি।
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে মারাত্মক বায়ুদূষণ থেকে বাঁচতে মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল (ময়লার ভাগার) দ্রুত সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছে আসছেন স্থানীয় এলাকাবাসী। সেইসঙ্গে স্বাস্থ্য সুরক্ষায় এখানে ময়লা পোড়ানো বন্ধে দ্রুত পদক্ষেপ নেয়ারও জোর দাবি তাদের।