পবিত্র কোরআন পোড়ানোর প্রতিবাদ, ষড়যন্ত্রে পা না দেওয়ার আহ্বান শিক্ষার্থীদের
Published: 12th, January 2025 GMT
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারটি আবাসিক হলে পোড়ানো কোরআন শরিফ উদ্ধারের ঘটনায় প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। আজ রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে বিক্ষোভ সমাবেশ শেষে মিছিল করেন তাঁরা। এ সময় শিক্ষার্থীরা ষড়যন্ত্রের ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেন।
এর আগে সকালে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ আমীর আলী হলের মাঝখানে মুক্তমঞ্চে, শহীদ হবিবুর রহমান ও শহীদ জিয়াউর রহমান হলের মসজিদের তাকে এবং মতিহার হলের ছাদে পোড়ানো কোরআন শরিফ পাওয়া যায়। এ ছাড়া জিয়াউর রহমান হলে ভারতের ক্ষমতাসীন বিজেপির দলীয় প্রতীক (পদ্ম) আঁকা দেখা যায়।
এ ঘটনায় দুপুরে সংবাদ সম্মেলন করে বিশ্ববিদ্যালয় ও দেশের সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে সংবাদ সম্মেলন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ঘটনায় চারটি হল থেকে থানায় অভিযোগ দেওয়া হবে বলে জানান উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব। পাশাপাশি ঘটনা তদন্তে সহ–উপাচার্য অধ্যাপক মোহা.
শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশে বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী কাওসার আল হাবিবের সঞ্চালনায় বক্তব্য দেন রেজিস্ট্রার ইফতিখারুল আলম মাসুদ, জনসংযোগ দপ্তরের প্রশাসক আখতার হোসেন মজুমদার, ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স বিভাগের অধ্যাপক মো. শরিফুল ইসলাম, ইসলামী ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ, সাধারণ সম্পাদক মুজাহিদ ফয়সাল, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আহসান হাবীব মিঠু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফাহিম রেজা প্রমুখ।
অধ্যাপক শরিফুল ইসলাম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার বড় দুর্বলতা প্রকাশ পেয়েছে এখানে। প্রতিটি হলে সিসিটিভি ক্যামেরা চাই। স্পর্শকাতর এলাকায় সিসিটিভি ক্যামেরা দিতে হবে। আমি আশ্চর্য হলাম যে তিন দিন আগেও বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ ধরনের ঘটনা ঘটেছে। প্রশাসন কী করে চুপ থাকল, কী করে আরেকটি ঘটনা ঘটতে দিল? আমরা বুঝতে পারছি, আমাদের সুন্দর সম্প্রীতি নষ্ট করার জন্য, দাঙ্গা তৈরির জন্য এই চেষ্টা করছে।’ তিনি বলেন, ‘আমরা জানি, প্রত্যেক যুবকের রক্ত টগবগ করছে। এখানে অস্থিতিশীল করতে চাচ্ছে। তারা দাঙ্গা বাধানোর চেষ্টা করছে। আমাদের প্রত্যেকের জায়গা থেকে সচেতন হতে হবে। আমরা কোনো ধরনের উসকানিতে পা দেব না। আইন আইনের গতিতে চলবে।’
বিশ্ববিদ্যারয় শাখা শিবিরের সাধারণ সম্পাদক মুজাহিদ ফয়সাল বলেন, ‘আমরা গভীরভাবে উপলব্ধি করতে পেরেছি যে এই ঘটনা কারা ঘটিয়েছে। এই ঘটনা তারা ঘটিয়েছে, যারা ৫ তারিখের পর লেজ গুটিয়ে পালিয়েছে। পতিত স্বৈরাচার প্রতিবিপ্লব করার জন্য রিকশা লীগ, আনসার লীগ হিসেবে আবির্ভূত হয়েছিল। সবশেষ তারা চট্টগ্রামে ইসকনের মাধ্যমে এক আইনজীবীকে হত্যা করেছে। বাংলাদেশের মানুষ নিয়মতান্ত্রিকভাবে সেই হত্যার প্রতিবাদ জানিয়েছে। তাদের ষড়যন্ত্রে পা দেয়নি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে এই ঘটনা যারা ঘটিয়েছে, তাদের ৪৮ ঘণ্টার মধ্যে খুঁজে বের করতে হবে। তাদের বিরুদ্ধে বাংলাদেশের আইনানুযায়ী সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। যদি ৪৮ ঘণ্টার মধ্যে তাদের গ্রেপ্তার করতে না পারে, তাহলে শিক্ষার্থীরা বড় কর্মসূচির দিকে যাবে। তবে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পতিত স্বৈরাচারের উসকানিতে পা দেওয়া যাবে না। আমি মনে করি, এখানে সনাতনী কেউ জড়িত নেই। আমরা নিশ্চিতভাবে বলতে পারি, এটা পতিত স্বৈরাচারের প্রতিবিপ্লব করার ষড়যন্ত্রমাত্র।’
আরও পড়ুনরাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোড়া কোরআন শরিফ উদ্ধারের ঘটনায় সংবাদ সম্মেলন, তদন্ত কমিটি৩ ঘণ্টা আগেরেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসুদ বলেন, ‘এই ক্যাম্পাসে এ ধরনের কোনো ঘটনা আগে ঘটেনি। আমার বিশ্বাস, এটা পতিত বাহিনীই করেছে। আমাদের ছাত্রছাত্রীরা যথাযথভাবেই এ কর্মসূচি পালন করছে। আমরা ধন্যবাদ দিই যে শিক্ষার্থীরা কোনো ফাঁদে পা দেয়নি। আমাদের শিক্ষার্থীরা খুব সজাগ আছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ঘটনায় আন্তরিকভাবে কাজ করছে।’
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
পরাজিত শক্তি নিউইয়র্ক টাইমসে মিথ্যা তথ্য দিয়ে রিপোর্ট করিয়েছে: রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, পরাজিত শক্তি নিউইয়র্ক টাইমসে মিথ্যা তথ্য দিয়ে রিপোর্ট করিয়েছে। ফ্যাসিবাদের দোসররা হাজার হাজার কোটি অবৈধ টাকার মালিক। তাদের অবৈধ টাকা ব্যবহার করে বাংলাদেশকে কলঙ্কিত করার চেষ্টা করছে।
বুধবার নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের আলাপকালে তিনি এসব কথা বলেন।
বিএনপির এই সিনিয়র নেতা বলেন, বাংলাদেশে উগ্রবাদের কোনও উত্থান ঘটেনি। বরং বর্তমানে বাংলাদেশে ফ্যাসিবাদের কোনও ছোবল নেই, মানুষ নির্বিঘ্নে ধর্মপালন করছে, কথা বলতে পারছে। নির্ভয়ে ঈদ পালন করেছে, ফ্যাসিবাদের দৌরাত্ম ছিল না। বিগত দিনে কেউ স্বস্তিতে ঈদ উদযাপন করতে পারেনি। শেখ হাসিনার আমলে যা সম্ভব ছিল না।
তিনি বলেন, বিশ্বব্যাপী অপতথ্য ছড়াচ্ছে আওয়ামী লীগের দোসররা। শেখ হাসিনা জঙ্গি দমনের নামে যে নাটক করেছেন সেটা তিনি বিশ্ববাসীকে দেখিয়েছেন। এটা ক্ষমতায় টিকে থাকতে তার রাজনৈতিক কৌশল ছিল। একজন সাবেক আইজিপির বইয়েও তা ওঠে এসেছে।
রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী লীগ বসে নেই। কালো টাকা খরচ করছে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করতে। আওয়ামী লীগ অবৈধ টাকা অর্জন করে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করছে। আওয়ামী লীগ অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড করছে।
বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, শেখ হাসিনার নির্দেশে যেভাবে মুগ্ধ ফাইয়াজদের গুলি করে হত্যা করা হয়েছে সে বিষয়ে তার কোনও বক্তব্যে অনুতপ্ততা নেই। অস্থিরতা তৈরি করতে দেশকে ঘোলাটে করার চেষ্টা করছেন বিদেশে পালিয়ে থাকা আওয়ামী লীগের নেতারা। প্রশাসনের চারদিকে আওয়ামী লীগের দোসররা বসে আছে।
তিনি আরও বলেন, কিছু উপদেষ্টা বিএনপির বিরুদ্ধে বিষােদগার করছেন। ষড়যন্ত্রমূলকভাবে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করছেন। একজন উপদেষ্টা ২০০৭ সালেও বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিলেন। তিনি এবারও তা করছেন। মেহেরপুরে পেঁয়াজের দাম না পেয়ে একজন কৃষক আত্মহত্যা করেছেন। উপদেষ্টারা সেগুলো নিয়ে কথা বলছেন না। তারা সিন্ডিকেট ভেঙে দিলে কৃষক তার পণ্যের ন্যায্য মজুরি পেত।
গত দুদিনে সড়কে ২০-২৫ জন প্রাণ হারিয়েছে উল্লেখ করে রিজভী বলেন, প্রশাসন শক্তভাবে কাজ করলে এতো লোক সড়কে প্রাণ হারাতো না।
নির্বাচন নিয়ে গড়িমসি সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য নয় উল্লেখ করে রিজভী বলেন, নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ স্পষ্ট না করলে ধোঁয়াশা তৈরি হবে। ড. ইউনূসকে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।