মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস কাজ থেকে অবসর নেওয়ার পর বিশ্বব্যাপী বিভিন্ন প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছেন। কিন্তু বর্তমানে সবাই যখন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠানে বিনিয়োগ করছেন, তখন পরিবহন ও লজিস্টিক খাতে বিনিয়োগ করে সবাইকে চমকে দিয়েছেন বিল গেটস। তাঁর এই বিনিয়োগ বিশ্বব্যাপী বেশ আলোচনার জন্ম দিয়েছে। বাজার বিশ্লেষকদের মতে, প্রযুক্তিপ্রতিষ্ঠানের বাইরে পরিবহন ও লজিস্টিক খাতে বিল গেটসের উপস্থিতি নতুন সুযোগ তৈরি করেছে।

২০২৫ সালে অর্থনৈতিক প্রবৃদ্ধি, ই-কমার্সের চাহিদা ও প্রযুক্তিগত অগ্রগতির কারণে পরিবহন ও লজিস্টিক খাতে শক্তিশালী প্রবৃদ্ধির পূর্বাভাস রয়েছে। সেই বিষয়টিকে গুরুত্ব দিয়ে সম্প্রতি বিল গেটস বাণিজ্যিক যানবাহনের নকশা ও উদ্ভাবনের সঙ্গে যুক্ত ‘প্যাকার’ ও গ্লোবাল লজিস্টিক পরিবহন সংস্থা ‘ফেডেক্স’-এ বিনিয়োগ করেছেন। দুটি প্রতিষ্ঠানে মোট ৩৭ কোটি ৩০ লাখ মার্কিন ডলারের বা ৪ হাজার ৪৭৬ কোটি টাকার (প্রতি ডলারের বিনিময় হার ১২০ টাকা ধরে) শেয়ার কিনেছেন বিল গেটস।

আরও পড়ুনবিল গেটসের শৈশব কেমন ছিল২২ ডিসেম্বর ২০২৪

হালকা, মাঝারি ও ভারী ট্রাকের নকশা করে থাকে প্যাকার। এই প্রতিষ্ঠান কেনওয়ার্থ ও পিটারবিল্ট নামে দুটি বড় ব্র্যান্ডের ট্রাক তৈরি করে। সম্প্রতি প্রতিষ্ঠানটি বৈদ্যুতিক ও স্বায়ত্তশাসিত যানবাহন প্রযুক্তি নিয়ে কাজ করছে। বৈশ্বিকভাবে লজিস্টিক খাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে প্যাকার। অন্যদিকে সারা বিশ্বে ই-কমার্স খাতের বিকাশ ও বিশ্বব্যাপী সাপ্লাই চেইন খাতের বিকাশে কাজ করছে ফেডেক্স। ফেডেক্সের মতো প্রতিষ্ঠানে বিনিয়োগ অনলাইন কেনাকাটার ক্ষেত্রে টেকসই প্রসার ঘটাবে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন২০২৫ সালের প্রযুক্তি–দুনিয়া কেমন হবে, জানালেন বিল গেটস ও স্যাম অল্টম্যান০৮ জানুয়ারি ২০২৫

২০২৫ সালে যুক্তরাষ্ট্রসহ সারা বিশ্বে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়বে বলে ধারণা করা হচ্ছে। এর ফলে পরিবহন ও লজিস্টিক খাতেও বেশ অগ্রগতি হবে। এসব বিষয় বিবেচনা করে বিল গেটস বিনিয়োগ করছেন। মার্কিন প্রতিষ্ঠান প্যাকার ১৯০৫ সালে প্রতিষ্ঠিত হয়। অন্যদিকে সারা বিশ্বে পণ্য পরিবহন করা ফেডেক্স প্রতিষ্ঠিত হয়েছে ১৯৭১ সালে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

 সোনারগাঁয়ে যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে হত্যা চেষ্টা, স্বামী গ্রেপ্তার

সোনারগাঁয়ে যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে হত্যা চেষ্টায় স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে ভূক্তভোগী সাদিয়া আক্তার বাদী হয়ে স্বামী ও শাশুড়িকে আসামি করে সোনারগাঁ থানায় মামলা দায়েরের পর তাকে গ্রেপ্তার করা হয়। 

পুলিশ মাদকাসক্ত স্বামী উজ্জ্বল মিয়াকে গ্রেপ্তার করলেও তার মা মনোয়ারা বেগম (৬০) পলাতক রয়েছে। শুক্রবার সকালে গ্রেপ্তারকৃত উজ্জলকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে।

ভূক্তভোগী সাদিয়ার মা জানান, মোগরাপাড়া ইউনিয়নের দমদমা এলাকার মৃত শাহজাহান মিয়ার ছেলে উজ্জলের সঙ্গে তার মেয়ে সাদিয়াকে দুই বছর আগে বিয়ে দেওয়া হয়। বিয়ের পর থেকেই ৩ লাখ টাকা যৌতুকের জন্য সাদিয়াকে শারিরিক ও মানসিক নির্যাতন করে আসছে।

গত বুধবার বিকেলে তার শাশুড়ি ও জামাই মিলে হত্যার উদ্দেশ্যে রড ও কাঠের টুকরো দিয়ে বেধড়ক মারধর করে৷

তিনি আরও জানান, উজ্জল মাদকাসক্ত। তাকে বেশ কয়েকবার রিহ্যাবে রেখে চিকিৎসা করার পরও সে মাদক সেবন করছে। মাদকাসক্ত অবস্থায় তার মেয়েকে পেটানোর সময় স্থানীয়রা তার চিৎকারে এগিয়ে আসলে আবার অত্যাচার শুরু করে শাশুড়ি।

পরবর্তী এলাকাবাসী তার মোবাইলে বিষয়টি জানালে শশুর বাড়ি গিয়ে মেয়েকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি। বর্তমানে তার মেয়ে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। মেয়েকে হত্যা চেষ্টার দৃষ্টান্তমূলক বিচার দাবি করি।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান খান বলেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গে ভূক্তভোগীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেছি। অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দিয়ে আদালতে পাঠিয়েছি।
 

সম্পর্কিত নিবন্ধ