আইফোনের ত্রুটি দূর করতে আইওএস হালনাগাদ করল অ্যাপল
Published: 12th, January 2025 GMT
গত ডিসেম্বর মাসে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বেশ কিছু নতুন সুবিধা যুক্ত করে আইওএস ১৮.২ সংস্করণ উন্মুক্ত করে অ্যাপল। সংস্করণটিতে কাস্টম জেনমোজি, ভিজ্যুয়াল ইন্টেলিজেন্স এবং সিরিতে চ্যাটজিপিটি ব্যবহারের সুযোগ মিললেও বেশ কিছু ত্রুটি থাকায় আইফোন ব্যবহারকারীদের অনেকেই নিজেদের অসন্তোষ প্রকাশ করে আসছিলেন। আর তাই এক মাসের মধ্যে ‘আইওএস ১৮.
নতুন সংস্করণটিতে বেশ কিছু নিরাপত্তাত্রুটি সমাধানের কথা বলা হলেও সেগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ করেনি অ্যাপল। তবে আইওএস ১৮.২ সংস্করণে থাকা গ্রুপ চ্যাটের নোটিফিকেশন সমস্যার পাশাপাশি ফটো অ্যাপের অস্বাভাবিক ধূসর অনুভূমিক লাইন এবং অ্যাপল কার প্লের সংযোগ সমস্যার সমাধান করা হয়েছে নতুন সংস্করণে। পাশাপাশি আইফোনের ধীরগতি, অ্যাপ ক্র্যাশ ও কি–বোর্ড ঠিকমতো কাজ না করা সমস্যারও সমাধান করা হয়েছে।
আরও পড়ুননতুন আইফোন কিনে বিপাকে ব্যবহারকারীরা২২ অক্টোবর ২০২৪অ্যাপলের তথ্যমতে, আইফোনে স্বয়ংক্রিয় ডাউনলোড সুবিধা চালু থাকলে আইওএসের হালনাগাদ সংস্করণটি নিজ থেকেই ইনস্টল হয়ে যাবে। তবে ডাউনলোড না হলে, সেটিংস অ্যাপে প্রবেশ করে ‘সফটওয়্যার আপডেট’ বিভাগে যেতে হবে। সেখানে ‘সফটওয়্যাড আপডেট এভেইলেবল’ নামে একটি বার্তা দেখা যাবে। এই বার্তায় ট্যাপ করলে আপডেট ইনস্টল করার অপশন দেখাবে। সেখানে ‘ডাউনলোড এবং ইনস্টল’ নির্বাচন করতে হবে। এরপর পাসকোড প্রবেশ করে ইনস্টলেশনের প্রক্রিয়া শুরু করতে হবে। ইনস্টলেশনের সময় ডিভাইসটি অবশ্যই চার্জে দিয়ে রাখতে হবে। হালনাগাদ ইনস্টলের কোনো বার্তা না দেখালে সেটিংস থেকে ‘জেনারেল’ মেনুতে গিয়ে ‘সফটওয়্যার আপডেট’ অপশনে ক্লিক করতে হবে। পরবর্তী সময়ে হালনাগাদ স্বয়ংক্রিয়ভাবে ইনস্টল করার জন্য ‘অটোমেটিক আপডেটস’ চালু রাখতে হবে।
সূত্র: ডেইলি মেইল
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ইডকলে একাধিক পদে চাকরি, বেতন আকর্ষণীয়
নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ইনভেস্টমেন্ট ডিপার্টমেন্টে দুই ক্যাটাগরির পদে দুজনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
১. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এভিপি), ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড এনার্জি ইফিশিয়েন্সি ফিন্যান্স (আইইইএফ)।পদসংখ্যা: ১
যোগ্যতা: ফিন্যান্সে বিবিএ/এমবিএ অথবা এমএসসি ডিগ্রি থাকতে হবে। সিজিপিএ ৩.০০ বা সমমান থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত সাত বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট ও প্রেজেন্টেশন সফটওয়্যারের কাজ জানতে হবে।
বেতন ও সুযোগ-সুবিধা: আকর্ষণীয় বেতন দেওয়া হবে।
২. পদের নাম: ম্যানেজার, ইনভেস্টমেন্ট ডিপার্টমেন্টপদসংখ্যা: ১
যোগ্যতা: ফিন্যান্সে বিবিএ/এমবিএ অথবা এমএসসি ডিগ্রি থাকতে হবে। সিজিপিএ ৩.০০ বা সমমান থাকতে হবে। ব্যাংক বা কোনো আর্থিক প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। প্রেজেন্টেশন সফটওয়্যার ও স্প্রেডশিট সফটওয়্যারের কাজ জানতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।
বেতন ও সুযোগ-সুবিধা: আকর্ষণীয় বেতন দেওয়া হবে।
আরও পড়ুনইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে চাকরি, বয়স ৪৮ হলেও আবেদন১৭ ঘণ্টা আগেআবেদন যেভাবেআগ্রহী প্রার্থীদের ইডকলের ওয়েবসাইটের এই লিংকে গিয়ে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Now বাটনে ক্লিক করে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ৬ এপ্রিল ২০২৫।