স্টিলের একটি খাপে রাখা শত বছরের পুরোনো পিতলের তলোয়ার। তলোয়ারটির হাতলের দুই প্রান্তে দুটি প্রাণীর অবয়ব খোদাই করা। তলোয়ারের ঠিক কাছেই কলের গান (ফনোগ্রাফ)। এর পাশেই ছোট্ট একটি মুরগির খোঁয়াড়। আছে কৃষকের মাথান, টুকরি, মাছ ধরার কোকা, খলই, গাইল, ছিয়া, মই, পালকি, ঢেঁকিসহ নানা ঐতিহ্যবাহী জিনিসপত্র।

পুরোনো ও ঐতিহ্যবাহী এসব জিনিস দেখা যাচ্ছে সিলেট নগরের দাড়িয়াপাড়া এলাকায়। প্রকাশনা সংস্থা শ্রীহট্ট প্রকাশের উদ্যোগে সপ্তমবারের মতো মাসব্যাপী বইমেলা ও ঐতিহ্যবাহী জিনিসপত্রের প্রদর্শনী চলছে। প্রতিদিন বেলা ২টা থেকে রাত ১০টা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত। ১০ জানুয়ারি থেকে শুরু হওয়া এ প্রদর্শনী চলবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত।

পুরোনো পিতলের তলোয়ার.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

তুরস্কে বিরোধীদের ডাকে গণহারে পণ্য বর্জন

তুরস্কের মেয়র একরেম ইমামোগলুকে গ্রেপ্তারের প্রতিবাদে দেশটিতে সরকারের বিরোধীরা গণহারে পণ্য বর্জন পালন করে গতকাল বুধবার।

সরকারের বিরোধীদের এ বর্জন কর্মসূচির নিন্দা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

গতকাল সরকারের পক্ষ থেকে বিরোধীদের এ কর্মসূচিকে অর্থনৈতিক ‘নাশকতার প্রচেষ্টা’ হিসেবে বর্ণনা করা হয়।

দুই সপ্তাহ আগে মেয়র ইমামোগলুকে গ্রেপ্তারের পর দেশটির প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি (সিএইচপি) এরদোগানের সরকারের সঙ্গে সম্পর্কযুক্ত প্রতিষ্ঠানগুলোর সব পণ্য ও পরিষেবা বর্জনের আহ্বান জানায়।

বিরোধী দলের এ আহ্বান গতকাল আরও ব্যাপক আকার নেয়। এদিন বিরোধী দলের পক্ষ থেকে এক দিনের কেনাকাটা বন্ধ রাখার আহ্বান জানানো হয়েছে। এ আহ্বানে সমর্থন দিয়ে গতকাল বেশ কিছু দোকানপাট বন্ধ রাখা হয়।

সিএইচপি দেশটির পার্লামেন্টের দ্বিতীয় বৃহত্তম দল। ইমামোগলুকে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের মূল প্রতিদ্বন্দ্বী মনে করা হয়।

দুর্নীতি ও সন্ত্রাসী সংগঠনকে সহযোগিতার অভিযোগে গত ১৯ মার্চ ইমামোগলুকে আটক করা হয়। তাঁর মুক্তির দাবিতে ওই রাত থেকে রাজধানী আঙ্কারা, প্রধান শহর ইস্তাম্বুলসহ বিভিন্ন শহরে হাজারো মানুষ বিক্ষোভ করছেন।

ইমামোগলুর বিরুদ্ধে অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলা হচ্ছে। ইমামোগলুকে গ্রেপ্তারের ঘটনাকে বিরোধী দল ‘রাজনৈতিক ক্যু’ আখ্যায়িত করেছে।

গণহারে পণ্য বর্জনে দোকানপাট ও যানবাহন চলাচল বন্ধ। গতকাল ইস্তাম্বুলে

সম্পর্কিত নিবন্ধ