নারায়ণগঞ্জে ট্রাফিক পুলিশের বিরুদ্ধে হয়রানি ও চাঁদাবাজি বন্ধের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ব্যাটারিচালিত ভ্যানচালকেরা। রোববার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নগরের চাষাঢ়া গোল চত্বর এলাকায় সড়ক অবরোধ করে তাঁরা বিক্ষোভ করেন।

ভ্যানচালকদের অবরোধের কারণে সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেলে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে তাঁরা সড়ক ছেড়ে দেন। পরে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সকাল সাড়ে ১০টার দিকে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে অর্ধশতাধিক ভ্যানচালক জড়ো হন। তাঁরা ভ্যানচালকদের প্রতি পুলিশের হয়রানি ও চাঁদাবাজি বন্ধের দাবিতে ‘নারায়ণগঞ্জ ব্যাটারিচালিত ভ্যান মালিক সমিতি সংহতি’ ব্যানারে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে বেলা ১১টার দিকে নগরের চাষাঢ়া গোল চত্বর এলাকায় ভ্যানগাড়ি নিয়ে সড়ক অবরোধ করেন। এতে নগরের যান চলাচল বন্ধ হয়ে যায় এবং তীব্র যানজট দেখা দেয়।

ভ্যানচালকদের কর্মসূচিতে সংহতি জানিয়ে অংশ নেন গণসংহতি আন্দোলনের সমন্বয়ক তরিকুল সুজন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক ফারহানা মানিক (মুনা)। খবর পেয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির আহমেদ ঘটনাস্থলে গিয়ে হয়রানি ও চাঁদাবাজির অভিযোগের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে ভ্যানচালকেরা অবরোধ প্রত্যাহার করে নেন।

ব্যাটারিচালিত ভ্যানচালক কামাল হোসেন বলেন, পুলিশ ভ্যানচালকদের ওপর অত্যাচার ও জুলুম করছে। তারা রেকার বিলের নামে ১ হাজার ২০০ টাকা থেকে ২ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করছে। তাঁরা পুলিশের এই চাঁদাবাজি থেকে মুক্তি চান।

ভ্যানচালক শাহ্ আলম বলেন, ‘আমরা ভ্যান গাড়িতে মালামাল টেনে ৫০০ থেকে ৬০০ টাকা আয় করে সংসার চালাই। পুলিশের লোক ভাড়ার কথা বলে ডেকে নিয়ে আমাদের কাছ থেকে চাঁদা আদায় করছে। আমরা গরিব মানুষ। চাঁদা দিলে সংসার চালাব কেমনে?’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক ফারহানা মানিক বলেন, পুলিশ কৌশলে ভ্যানচালকের সঙ্গে প্রতারণা করে চাঁদাবাজি করছে। ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের পর এ ধরনের অভিযোগ অনাকাঙ্ক্ষিত। ভ্যানচালকদের অভিযোগ আমলে নিয়ে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

এ বিষয়ে সদর মডেল থানার ওসি নাছির আহমেদ সাংবাদিকদের বলেন, আইনশৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে পুলিশ। যদি কারও বিরুদ্ধে হয়রানি ও চাঁদাবাজির অভিযোগ পাওয়া যায় ব্যবস্থা নেওয়া হবে। নগরের যানজট ও ফুটপাত হকারমুক্ত রাখতে সবার সহযোগিতা চান তিনি।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ঈদের সুবাদে সকল ভেদাভেদ ভুলে, মানবতার কল্যাণে কাজ করতে হবে : সাখাওয়াত

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এড. সাখাওয়াত হোসেন খান ঈদুল ফিতরের শুভেচ্ছা বার্তায় নারায়ণগঞ্জের সর্বস্তরের মানুষ দেশবাসী ও মুসলিম উম্মাহকে আন্তরিক মোবারক জানিয়ে সকলের মঙ্গল কামনা করেছেন।

তিনি বলেন, দীর্ঘ এক মাস পবিত্র সিয়াম সাধনার মধ্য দিয়ে রহমত, মাগফিরাত ও নাজাতের পয়গাম নিয়ে মাহে রমজান এসেছিল। তার পর আনন্দের বার্তা নিয়ে পবিত্র ঈদুল ফিতর এসেছে। 

পবিত্র রমজান সকলকে হিংসা-বিদ্বেষ, মারামারি, পরনিন্দা ছেড়ে দিয়ে আত্মসংযম অর্জন করতে শিখায় এবং আল্লাহর ভয় অর্জনের শিক্ষা দেয়। ঈদ ধনী-গরীব নির্বিশেষে সকলের জীবনে আনন্দের বার্তা বয়ে আনে। ঈদুল ফিতরে সবার জীবনে বয়ে আসুক অনাবিল আনন্দ ও সুখ-শান্তি। 

সাখাওয়াত হোসেন খান আরও বলেন, ঈদের অনাবিল আনন্দে প্রতিটি মানুষের জীবন হাসি-খুশি ও পূর্ণতায় ভরে উঠুক। এই সুবাদে সকল ভেদাভেদ ভুলে, সকলকে মানবতার কল্যাণে কাজ করতে হবে।
এছাড়াও সাখাওয়াত  ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জ সহ দেশে ও বিদেশে অবস্থানরত রাজনৈতিক সহযোদ্ধাসহ সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন। 
 

সম্পর্কিত নিবন্ধ

  • সিদ্ধিরগঞ্জে চাঁদাবাজিসহ সংগঠন বিরোধী কর্মকান্ডের প্রতিবাদে সভা
  • সিদ্ধিরগঞ্জে  চাঁদাবাজিসহ সংগঠন বিরোধী কর্মকান্ডের প্রতিবাদে সভা
  • সিদ্ধিরগঞ্জে  চাঁদাবাজীসহ সংগঠন বিরোধী কর্মকান্ডের প্রতিবাদে সভা
  • নারায়ণগঞ্জে থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার
  • নারায়ণগঞ্জে পূর্ব বিরোধের জেরে যুবককে গুলি করে হত্যা
  • ঈদের স্পিরিট ধারণ করে বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করবো : ডিসি জাহিদুল
  • ৩নং ওয়ার্ড বিএনপি নেতা তাজুল ইসলাম আর নেই, মামুন মাহমুদ’র শোক
  • ঈদের সুবাদে সকল ভেদাভেদ ভুলে, মানবতার কল্যাণে কাজ করতে হবে : সাখাওয়াত
  • ঐতিহ্যবাহী সনমান্দী বড় ঈদগাহ এর সভাপতি হলেন সাংবাদিক মনির
  • ঈদের মোনাজাতে খালেদা জিয়ার নাম না বলায় ইমামকে যুবদল নেতার হুমকি