শুধু ব্যাটসম্যান বলেই চ্যাম্পিয়নস ট্রফিতে নেই সাকিব
Published: 12th, January 2025 GMT
সাকিব আল হাসান এখন অর্ধেক ক্রিকেটার। সেটা তাঁর নিজের মানদণ্ডেই। ক্রিকেটবিশ্ব এই বাঁহাতিকে চেনে অলরাউন্ডার হিসেবে। কিন্তু অননুমোদিত অ্যাকশনের কারণে সাকিবের এখন বোলিং করার সুযোগ নেই। শুধুই ব্যাটসম্যান। আর শুধু ব্যাটসম্যান হিসেবে চ্যাম্পিয়নস ট্রফির দলে সাকিবের জায়গা দেখেননি নির্বাচকেরা।
প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে স্পষ্ট করেই বলেছেন, শুধু ব্যাটসম্যান বলে সাকিবকে দলে রাখা হয়নি। তবে অন্য দুটি প্রশ্নের জবাবে প্রধান নির্বাচক যা বলেছেন, তাতে সাকিবের চ্যাম্পিয়নস ট্রফির দলে না থাকা শুধুই ‘অর্ধেক ক্রিকেটার’ বলে নয়।
সাকিব যে চ্যাম্পিয়নস ট্রফির দলে থাকছেন না, সেটি প্রায় নিশ্চিত হয়ে যায় গতকাল সাকিবের দ্বিতীয় দফার অ্যাকশন পরীক্ষায় ফেল করার খবরে। আজ দল ঘোষণার সময় সেই প্রসঙ্গ টেনে প্রধান নির্বাচক বলেছেন, ‘বোলিং অ্যাকশন নিয়ে সমস্যায় পরীক্ষায় নেগেটিভ, তাই শুধু ব্যাটসম্যান হিসেবে খেলতে পারবেন। আমরা তাকে দল গঠনে ব্যাটসম্যান হিসেবে বিবেচনা করেছি। কিন্তু কম্বিনেশনে শুধু ব্যাটসম্যান হিসেবে তাকে জায়গা দেওয়া যায়নি।’
সাকিব শুধু ব্যাটসম্যান হিসেবে খেলতে পারবেন.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
সুনামগঞ্জ সীমান্তে ৪০ লাখ টাকার ভারতীয় ফুসকা জব্দ
সুনামগঞ্জে ৪০ লাখ টাকার বেশি দামের ভারতীয় অবৈধ ফুসকা জব্দ করেছে বিজিবি। বুধবার দিনব্যাপী লাউরেগড় সীমান্ত এলাকায় এই অভিযান পরিচালনা করে এসব অবৈধ মালামাল জব্দ করা হয়েছে।
রাত ১০টার দিকে সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক একেএম জাকারিয়া কাদির বললেন, ৪০ লাখ টাকার বেশি দামের ভারতীয় অবৈধ ফুসকা জব্দ করা হয়েছে। গত এক সপ্তাহে কোটি টাকার বেশি ভারতীয় ফুসকাসহ কসমেটিকস জব্দ করা হয়েছে।
একেএম জাকারিয়া কাদির আরও বলেন, ঈদকে সামনে রেখে চোরাকারবারিরা ভারতীয় ফুসকাসহ অন্যান্য মালামাল আনার চেষ্টা করছে। এ জন্য আমরা টহল ও গোয়েন্দা কার্যক্রম বৃদ্ধি করেছি। এ রকম অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে সুনামগঞ্জ ২৮ বিজিবির সহকারী পরিচালক রফিকুল ইসলাম, তাহিরপুর উপজেলার নির্বাহী অফিসার মো. আবুল হাশেমসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।