শোলার ভেলা থেকে সাড়ে ১২ কোটি টাকার ইয়াবা বড়ি জব্দ
Published: 12th, January 2025 GMT
মিয়ানমার থেকে নাফ নদী দিয়ে শোলার ভেলায় করে পাচারের সময় কক্সবাজারের টেকনাফে ২ লাখ ৫০ হাজার ইয়াবার একটি চালান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। আজ রোববার ভোর সাড়ে পাঁচটার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়ার উত্তর-পূর্ব দিকে ডাবল জোড়া নামক এলাকা থেকে মাদকের এ চালানটি জব্দ করা হয়।
প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজার মূল্য সাড়ে ১২ কোটি টাকা।
বিজিবি সূত্র জানায়, দমদমিয়া সীমান্তচৌকির ডাবল জোড়া নামক এলাকা দিয়ে মাদকের একটি বড় চালান মিয়ানমার থেকে বাংলাদেশে পাচার হতে পারে এ তথ্যের ভিত্তিতে বিজিবির চোরাচালান প্রতিরোধ টহলদলের নজরদারি বৃদ্ধি করা হয়। আজ ভোর সাড়ে পাঁচটার দিকে শোলার ভেলায় নাফ নদী পারাপারের সময় দুজন চোরাকারবারি বিজিবির বিশেষ টহলের মুখোমুখি হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মাদকের বস্তাসহ ভেলাটি ফেলে নাফ নদী সাঁতরে শূন্যরেখা অতিক্রম করে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের অপর পাশে পালিয়ে যায়। তাদের ফেলে যাওয়া ভেলা থেকে দুটি মাদকভর্তি চটের বস্তা জব্দ করা হয়। বস্তার ভেতরে ২৫টি (বিশেষ উপায়ে মোড়কজাত) প্যাকেট ভর্তি ইয়াবা বড়ি পাওয়া যায়।
টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান প্রথম আলোকে বলেন, ওই এলাকায় সকাল সাতটা পর্যন্ত অভিযান চালানো হয়। তবে কোনো চোরাকারবারি কিংবা তাদের সহযোগীকে আটক করা সম্ভব হয়নি। চোরাকারবারিদের শনাক্ত করার জন্য বিজিবি ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
স্কুলের মাঠে বসানো হচ্ছে মরিচের হাট
নীলফামারীর ডোমারে পাঙ্গা মহেশ চন্দ্র লালা উচ্চ বিদ্যালয়ের মাঠে অস্থায়ী হাট বসানোর প্রস্তুতি নিচ্ছেন ব্যবসায়ীরা বলে অভিযোগ উঠেছে। এতে ওই এলাকার শিশুদের স্বাভাবিক খেলাধুলা ও দৈনন্দিন কার্যক্রম ব্যাহত হতে পারে বলে জানিয়েছেন এলাকাবাসী।
মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে দেখা যায়, বিদ্যালয়ের মাঠের এক পাশে মাসব্যাপী মরিচের হাট বসানোর জন্য বাঁশ দিয়ে দোকান তৈরি করছেন ব্যবসায়ীরা। এর ফলে মাঠের একটি অংশ দখল হয়ে যাচ্ছে।
মেলাপাঙ্গা হাট পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব নূর আলম বলেন, “স্কুল মাঠের পাশের জমিটি ব্যক্তি মালিকানাধীন। সেখানেই হাট বসানোর প্রস্তুতি চলছে। মাঠের এক পাশে কিছু দোকান বসানোর কাজ চলছে। এ বিষয়ে এখনো স্কুল কর্তৃপক্ষকে অবগত করা হয়নি।”
আরো পড়ুন:
টিসিবির ১ কোটি ফ্যামিলি কার্ডধারীর ৩৭ লাখই ভুয়া: বাণিজ্য উপদেষ্টা
আমদানির বদলে ‘ডিমের সিন্ডিকেট’ ভাঙতে হবে: বিপিএ
বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি আশরাফুল আলম বলেন, “এ বিষয়ে আমি জানি না। যদি এমনটি করা হয়, আমরা স্কুল কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নেব। বিদ্যালয়ের মাঠ শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত। যদি সেখানে অবৈধভাবে হাট বসানো হয়, তবে ব্যবস্থা নেওয়া হবে।”
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন এলাকাবাসী জানান, বিদ্যালয়ের মাঠ শিক্ষার্থীদের খেলাধুলা ও শরীরচর্চার জন্য নির্ধারিত জায়গা। সেখানে হাট বসানোর প্রস্তুতি নেওয়ার কারণে শিশুরা খেলতে পারছে না। নিষেধ করায় ব্যবসায়ীরা এলাকাবাসীকে হুমকি দিয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু জাফর সামসুদ্দিন বলেন, “আমাদের অবগত না করে হাট বসানোর কার্যক্রম শুরু করেছেন ব্যবসায়ীরা। বিদ্যালয়ের মাঠে হাট বসানো কোনোভাবেই উচিত নয়, কারণ এটি পরিবেশ নষ্ট করে।”
ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল আলম বলেন, “স্কুল ম্যানেজিং কমিটি মৌখিকভাবে বিষয়টি জানিয়েছেন। খাস জমি ছাড়া স্কুলের মাঠে হাট বসানোর অনুমতি কারো নেই। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
ঢাকা/সিথুন/মাসুদ