বার্তা আদান-প্রদান, অডিও-ভিডিও কল করার পাশাপাশি হোয়াটসঅ্যাপের পোল-সুবিধা কাজে লাগিয়ে নির্দিষ্ট বিষয়ে পরিচিত ব্যক্তিদের মতামত নেওয়া যায়। সহজে অন্যদের মতামত জানার সুযোগ থাকায় অনেকেই বিভিন্ন কাজ করার আগে পোল-সুবিধার মাধ্যমে পরিচিত ব্যক্তিদের পরামর্শ নিয়ে থাকেন। ব্যবসাপ্রতিষ্ঠানগুলো নতুন পণ্যের চাহিদা সম্পর্কে জানতে পোল-সুবিধা ব্যবহার করে। এবার পোল–সুবিধাকে আরও আকর্ষণীয় করতে প্রশ্নের উত্তরের ঘরে ছবি যুক্তের সুবিধা আনতে কাজ করছে হোয়াটসঅ্যাপ।

হোয়াটসঅ্যাপের বিভিন্ন সুবিধা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ডব্লিউএবেটা ইনফোর এক প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াটসঅ্যাপে পোল তৈরির সময় ব্যবহারকারীরা উত্তর দেওয়ার প্রতিটি অপশনের সঙ্গে আলাদা ছবি যুক্ত করতে পারবেন। ফলে অপশনগুলো ভোটারদের কাছে আরও স্পষ্ট ও দৃশ্যমান হবে। তবে একটি অপশনে ছবি যোগ করলে সামঞ্জস্যের জন্য সব অপশনেই ছবি দিতে হবে।

আরও পড়ুনহোয়াটসঅ্যাপের পোল–সুবিধা ব্যবহার করবেন যেভাবে২৬ ফেব্রুয়ারি ২০২৪

হোয়াটসঅ্যাপ পোলে ছবি যুক্তের সুবিধাটি বর্তমানে নির্দিষ্টসংখ্যক বেটা সংস্করণ ব্যবহারকারীরা পরখ করতে পারছেন। ধারণা করা হচ্ছে, সুবিধাটি প্রাথমিকভাবে শুধু হোয়াটসঅ্যাপ চ্যানেলে ব্যবহার করা যাবে। তবে পরবর্তী সময় গ্রুপ ও ব্যক্তিগত চ্যাটেও সুবিধাটি ব্যবহারের সুযোগ মিলতে পারে। তবে কবে নাগাদ সুবিধাটি চালু হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য জানা যায়নি।

সূত্র: টেকলুসিভ ডটকম

আরও পড়ুনহোয়াটসঅ্যাপে কল করার নতুন চার সুবিধা১৪ ডিসেম্বর ২০২৪.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

হোয়াটসঅ্যাপে নতুন নিরাপত্তা সেটিংস, যে সুবিধা পাওয়া যাবে

তাৎক্ষণিক বার্তা আদান-প্রদানের পাশাপাশি সহজে কথা বলা ও ভিডিও কল করার সুযোগ থাকায় নিয়মিত হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন অনেকেই। ব্যবহারকারীদের সংখ্যা বৃদ্ধি ও জনপ্রিয়তা পাওয়ায় হোয়াটসঅ্যাপে সাইবার হামলার পরিমাণও বাড়ছে। তাই ব্যবহারকারীদের তথ্যের নিরাপত্তায় ‘অ্যাডভান্সড চ্যাট প্রাইভেসি’ নামের একটি সেটিংস চালু করেছে হোয়াটসঅ্যাপ।

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, অ্যাডভান্সড চ্যাট প্রাইভেসি সুবিধা চালুর ফলে একক বা গ্রুপ চ্যাটের বার্তা হোয়াটসঅ্যাপের বাইরে শেয়ার, সংরক্ষণ বা অন্য কোনোভাবে ব্যবহারের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে যাবে। এর ফলে ব্যবহারকারীরা চ্যাট অপশনে আদান-প্রদান করা তথ্য বর্তমানের তুলনায় আরও ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন।

আরও পড়ুনহোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ হতে পারে যে ৫ কারণে০৩ এপ্রিল ২০২৫

হোয়াটসঅ্যাপের তথ্যমতে, অ্যাডভান্সড চ্যাট প্রাইভেসি সুবিধা চালু করলে চ্যাটের মেসেজ হিস্ট্রি এক্সপোর্ট করা যাবে না। শুধু তা–ই নয়, পাঠানো কোনো ছবি, ভিডিও বা অডিও স্বয়ংক্রিয়ভাবে প্রাপকের যন্ত্রে সংরক্ষণ হবে না। এর ফলে সংবেদনশীল বা ব্যক্তিগত বার্তার গোপনীয়তা নিশ্চিত করা যাবে।

আরও পড়ুনহোয়াটসঅ্যাপে ভিডিও প্রতারণার কথা জানেন তো?১৭ এপ্রিল ২০২৫

হোয়াটসঅ্যাপের সর্বশেষ সংস্করণ ব্যবহারকারীরা পর্যায়ক্রমে নতুন সেটিংসটি ব্যবহার করতে পারবেন। সেটিংসটি ব্যবহারের জন্য প্রথমে নির্দিষ্ট চ্যাটে প্রবেশ করতে হবে। এরপর চ্যাটে থাকা নামের ওপরে ক্লিক করে অ্যাডভান্সড চ্যাট প্রাইভেসি অপশনে প্রবেশ করে ম্যানুয়ালভাবে সেটিংসটি চালু করতে হবে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া

সম্পর্কিত নিবন্ধ

  • টিকটকে নতুন সুবিধা
  • হোয়াটসঅ্যাপে নতুন নিরাপত্তা সেটিংস, যে সুবিধা পাওয়া যাবে