Prothomalo:
2025-04-09@08:46:15 GMT

বিয়ে করেছেন পড়শী, পাত্র নিলয়

Published: 12th, January 2025 GMT

চ্যানেল আইয়ের রিয়েলিটি শো ‘ক্ষুদে গানরাজ’ দিয়ে পরিচিতি পান সাবরিনা পড়শী। এরপর গানে গানে পেরিয়ে গেছে ১৬ বছর। তাঁর ব্যস্ততা বেড়েছে গানে। স্টেজ শো করছেন। নিয়মিত প্রকাশ করছেন নতুন গান। এর মধ্যে জানা গেল, বিয়ের কাজটি সেরে নিয়েছেন পড়শী। যুক্তরাষ্ট্রপ্রবাসী নিলয়ের সঙ্গে তাঁর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। দুই পরিবারের ঘনিষ্ঠজনেরা পড়শী ও নিলয়ের বিয়ের খবর নিশ্চিত করেছেন।

সাবরিনা পড়শী.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

রিশাদকে বাংলায় অভ্যর্থনা, রাজা বললেন ‘তুমি আমার বন্ধু হবে?’

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে ইতোমধ্যেই পাকিস্তানে পৌঁছেছেন বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেন। আসন্ন আসরে লাহোর কালান্দার্সের হয়ে খেলবেন তিনি। আর পাকিস্তানে পা রাখতেই পেয়েছেন হৃদয়ছোঁয়া এক অভ্যর্থনা, তাও আবার বাংলায়!  

নিজের ফেসবুক পেজে শেয়ার করা এক ভিডিওতে দেখা গেছে, লাহোর কালান্দার্সের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি, দলের স্বত্বাধিকারী সামিন রানা ও অভিজ্ঞ অলরাউন্ডার সিকান্দার রাজা রিশাদকে স্বাগত জানাতে হাজির হন তার হোটেল রুমে। দরজা খুলতেই সিকান্দার রাজা ভাঙা বাংলায় হেসে বলেন, ‘তুমি আমার বন্ধু হবে? শাহিন ভাইয়ের?’  

দরজার বাইরে রিশাদের সঙ্গে পরিচিত হন সামিন রানাও। জিজ্ঞেস করেন, ‘উর্দু বলতে পারো তো?’ উত্তরে রিশাদ মাথা নেড়ে সম্মতি জানালে সামিন বলেন, ‘তাহলে তো অনেক মজা হবে।’  

এই মুহূর্তটি নিয়ে রিশাদ লেখেন, ‘চমৎকার এক অভ্যর্থনা! লাহোর কালান্দার্স পরিবারের অংশ হতে পেরে গর্বিত।’ মূল ভিডিওটি প্রকাশ করা হয় লাহোর কালান্দার্সের ফেসবুক পেজে, যেখানে রিশাদ ছাড়াও দলটির অন্যান্য বিদেশি তারকা ডেভিড ভিসা, স্যাম বিলিংস ও কুশল পেরেরাকেও বরণ করে নিতে দেখা গেছে।  

আগামী ১১ এপ্রিল শুরু হচ্ছে পিএসএল। প্রথম দিনেই মাঠে নামবে রিশাদের লাহোর কালান্দার্স, তাদের প্রতিপক্ষ ইসলামাবাদ ইউনাইটেড।

সম্পর্কিত নিবন্ধ