মহাকাশ বিশাল এক রহস্যের আধার। আর তাই শক্তিশালী টেলিস্কোপে চোখ রেখে সেই রহস্য উন্মোচনের জন্য প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছেন বিজ্ঞানীরা। এরই ধারাবাহিকতায় ড্রাগন আর্ক গ্যালাক্সি বা ছায়াপথে লুকিয়ে থাকা ৪৪টি নতুন তারার খোঁজ পেয়েছেন যুক্তরাজ্যের ডারহাম বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের তথ্য বিশ্লেষণ করে নতুন তারাগুলো শনাক্ত করা হয়েছে।

ডারহাম বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের তথ্যমতে, পৃথিবী থেকে প্রায় ৬৫০ কোটি আলোকবর্ষ দূরে অবস্থিত ড্রাগন আর্ক ছায়াপথে নতুন ৪৪টি তারার সন্ধান পাওয়া গেছে। এসব তারা ছায়াপথের একটি অংশে লুকিয়ে ছিল বলা যায়। ড্রাগন আর্ক অ্যাবেল ৩৭০ নামের ছায়াপথের পেছনে থাকায় এখনো অজানাই রয়ে গেছে।

আরও পড়ুনছায়াপথে রহস্যময় বস্তুর সন্ধান, চিন্তায় বিজ্ঞানীরা২০ জুন ২০২৪

নতুন তারাগুলো ‘মহাকর্ষীয় লেন্সিং’ নামে পরিচিত এক বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে শনাক্ত করা হয়েছে। এর আগে মহাকর্ষীয় লেন্সিং পদ্ধতি কাজে লাগিয়ে ড্রাগন আর্ক গ্যালাক্সিরও খোঁজ পেয়েছিলেন বিজ্ঞানীরা। নতুন আবিষ্কারের বিষয়ে বিজ্ঞানী ম্যাথিল্ড জাউজাক জানিয়েছেন, ড্রাগন আর্কে শনাক্ত হওয়া তারাগুলোকে লাল সুপারজায়েন্ট তারা বলা হয়। এ ধরনের তারা পর্যবেক্ষণ করা খুব কঠিন। তারাগুলো মহাবিশ্বের তথ্য জানতে সহায়তা করবে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

আরও পড়ুনবামন গ্রহের পর এবার বামন ছায়াপথের খোঁজ০৪ ফেব্রুয়ারি ২০২৪.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

হাতুড়ি দিয়ে পিটিয়ে ও কুড়ালের কোপে বন্ধুকে হত্যা, বাবা-ছেলে আটক

কুমিল্লার তিতাসে রুবেল মিয়া (২৭) নামে এক তরুণকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও কুড়ালের কোপে হত্যার অভিযোগ উঠেছে বন্ধুর বিরুদ্ধে। আজ শুক্রবার সন্ধ্যার দিকে উপজেলার বলরামপুর ইউনিয়নের গাজীপুর বাস্তহারা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মো. রুবেল মিয়া বাস্তহারার মৃত মো. আলী মিয়ার ছেলে। এ ঘটনায় স্থানীয়রা অভিযুক্ত মো. জয়নাল আবেদীন ও তার ছেলে মোহাম্মদ আলীকে আটক করে পুলিশে দিয়েছেন। 

স্থানীয় ও পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যার দিকে উপজেলার গাজীপুর বাস্তহারা এলাকায় ঘরে মোহাম্মদ আলী ও বন্ধু রুবেল আড্ডা দিচ্ছিলেন। কিছুক্ষণ পর এক শিশু ঘরে রক্ত দেখে স্থানীয়দের জানায়। পরে লোকজন এসে রুবেলের মরদেহ ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখেন। এ সময় মোহাম্মদ আলী ও তার বাবা জয়নাল আবেদীনকে ঘটনাস্থল থেকে স্থানীয়র আটক করে পুলিশে খবর দেন। এ সময় একটি কুড়াল ও হাতুড়ি উদ্ধার করা হয়। 

গাজীপুর গ্রামের শাহ আলী জানান, ‘রুবেল ও মোহাম্মদ আলী নেশা করে। ঘটনার পর মোহাম্মদ আলী বাড়ির পাশে নলকূপে গোসল করে বসে ছিল। তখন আমরা এসে তাকে আটক করে পুলিশকে খবর দেই। পুলিশ তাকেসহ তার বাবাকে ধরে নিয়ে গেছে।’ 

তিতাস থানার ওসি মোহাম্মদ মামুনুর রশীদ জানান, ‘খরব পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। লাশ থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।’

সম্পর্কিত নিবন্ধ