চট্টগ্রামে চোখে-মুখে ট্যাপ ও হাত-পা বাঁধা লাশ উদ্ধার
Published: 12th, January 2025 GMT
চট্টগ্রাম নগরের খুলশী থানার সেগুনবাগান এলাকা থেকে হাত-পা ও চোখ-মুখ বাঁধা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে সেগুনবাগান সড়কের রেলওয়ে ওয়ার্কশপ গেট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে তাঁর নাম-পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ বলছে, তাঁর বয়স আনুমানিক ৫০ বছর হতে পারে। উদ্ধারের সময় তাঁর হাত-পা প্লাস্টিকের দড়ি দিয়ে বাঁধা ছিল। চোখে ও মুখে সাদা ট্যাপ মোড়ানো ছিল। এ ছাড়া গলায় ছিল কাপড় প্যাঁচানো। উদ্ধারের পর লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
খুলশী থানার উপপরিদর্শক মো.
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে অটোরিকশার ধাক্কা, নিহত ১
গাজীপুরের শ্রীপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে অটোরিকশা ধাক্কায় এক জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিন জন।
বুধবার (২৩ এপ্রিল) ভোররাতে উপজেলার মাওনা-বরমী আঞ্চলিক সড়কের উজিলাব এলাকার ন্যাশনাল ফিড মিলের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আনসারুল (৬০)। তার বাড়ি রংপুরের বদরগঞ্জ উপজেলার সরদারপাড়া গ্রামে। তিনি ধান কাটার কাজে গাজীপুরে এসেছিলেন।
আরো পড়ুন:
যশোরে ২ মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত
মায়ের কোল থেকে সড়কে ছিটকে পড়ে শিশুর মৃত্যু
প্রত্যক্ষদর্শীরা জানান, গভীর রাত থেকে ন্যাশনাল ফিড মিলের সামনে একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। ভোররাতে পাঁচজন শ্রমিক নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা মাওনা চৌরাস্তা থেকে বরমী বাজারের দিকে যাওয়ার সময় ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই আনসারুল মারা যান।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মনোয়ার হোসেন বলেন, “দুর্ঘটনার পরপরই অটোরিকশাচালক পালিয়ে গেছেন। নিহত ও আহতরা সবাই ধান কাটার শ্রমিক ছিলেন। ট্রাকটি কার এবং কী কারণে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল, সেটি খতিয়ে দেখা হচ্ছে।”
ঢাকা/রফিক/রাজীব