চট্টগ্রাম নগরের খুলশী থানার সেগুনবাগান এলাকা থেকে হাত-পা ও চোখ-মুখ বাঁধা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে সেগুনবাগান সড়কের রেলওয়ে ওয়ার্কশপ গেট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে তাঁর নাম-পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ বলছে, তাঁর বয়স আনুমানিক ৫০ বছর হতে পারে। উদ্ধারের সময় তাঁর হাত-পা প্লাস্টিকের দড়ি দিয়ে বাঁধা ছিল। চোখে ও মুখে সাদা ট্যাপ মোড়ানো ছিল। এ ছাড়া গলায় ছিল কাপড় প্যাঁচানো। উদ্ধারের পর লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

খুলশী থানার উপপরিদর্শক মো.

বেলাল হোসাইন প্রথম আলোকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিস্তারিত তদন্তের পর বলা যাবে।

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

বিমসটেক সমুদ্র পরিবহন সহযোগিতা চুক্তি সই, মন্ত্রী পর্যায়ের বৈঠক

ছবি: পররাষ্ট্র মন্ত্রণালয়

সম্পর্কিত নিবন্ধ