সিরিয়াকে সহায়তার পথ খুঁজতে রিয়াদে আলোচনায় আরব ও ইইউর কূটনীতিকেরা
Published: 12th, January 2025 GMT
বাশার আল–আসাদের পতনের পর সিরিয়ায় কীভাবে স্থিতিশীলতা ফেরানো যায়, তা নিয়ে আলোচনার জন্য আজ রোববার সৌদি আরবে বৈঠকে বসতে চলেছেন মধ্যপ্রাচ্য ও ইউরোপের শীর্ষ কূটনীতিকেরা।
এ দিন দুই অধিবেশনে আলোচনা হবে। প্রথম অধিবেশনে আরব দেশগুলোর কর্মকর্তারা আলোচনা করবেন। দ্বিতীয় অধিবেশন হবে আরও বিস্তৃত। সেখানে অংশগ্রহণকারীদের মধ্যে তুরস্ক, ফ্রান্স, ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘের প্রতিনিধিরাও থাকবেন বলে গতকাল শনিবার জানিয়েছেন সৌদি আরবের একজন কর্মকর্তা।
আহমেদ আল-শারার নেতৃত্বে সিরিয়ার বিদ্রোহীরা গত মাসে দেশটির দীর্ঘদিনের শাসক আসাদকে উৎখাত করে। আহমেদ আল-শারা এখন আন্তর্জাতিক বিশ্বকে তাঁর দেশের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে বলছেন।
এ নিয়ে আলোচনার জন্যই সৌদি আরবের রাজধানী রিয়াদে একত্রিত হয়েছেন কূটনীতিকরা।
২০১১ সালে সিরিয়ায় সরকার বিরোধী বিক্ষোভ নিষ্ঠুরভাবে দমন করেছিল আসাদ সরকার। আসাদ সরকারের ওই দমন–পীড়নের জেরে জাতিসংঘ এবং ইউরোপীয় ইউনিয়নসহ পশ্চিমা শক্তিগুলো সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করে। সরকারবিরোধী ওই বিক্ষোভ থেকে সিরিয়ায় গৃহযুদ্ধ ছড়িয়ে পড়েছিল।
১৩ বছরের বেশি সময় ধরে ওই গৃহযুদ্ধ চলেছে। যুদ্ধে পাঁচ লাখের বেশি মানুষ নিহত হয়েছেন। দেশটির অর্থনীতি ধ্বংস হয়ে গেছে এবং লাখ লাখ মানুষ বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। তাঁদের অনেকে ইউরোপে আশ্রয় নিয়েছেন।
ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিক কায়া কালাস গত শুক্রবার বলেছেন, যদি (সিরিয়ার) বর্তমান নেতারা একটি অন্তর্বর্তী সরকার গঠন করে যেখানে সংখ্যালঘুদের সুরক্ষা দেওয়া হবে, তবে ২৭ সদস্য রাষ্ট্রের জোট নিষেধাজ্ঞা তুলে নেওয়া শুরু করবে।
২০১২ সালে সিরিয়ার আসাদ সরকারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব। দেশটি দীর্ঘদিন ধরে আসাদ সরকারের উৎখাতের পক্ষে প্রচারণাও চালিয়েছে। কিন্তু ২০২৩ সালে রিয়াদ সরকার সে দেশে আয়োজিত আরব লীগের একটি বৈঠকে আসাদকে আমন্ত্রণ জানিয়েছিল।
আরও পড়ুনসিরিয়ায় বাশার-ঘনিষ্ঠ কর্মকর্তার প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর১০ জানুয়ারি ২০২৫মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় অর্থনীতির দেশ সৌদি আরব। এ মাসে দেশটি সড়ক ও আকাশ পথে সিরিয়ায় খাবার, থাকার ব্যবস্থা এবং ওষুধ পাঠিয়েছে।
তবে শুধু ত্রাণ পাঠিয়ে নয় বরং কীভাবে যুদ্ধবিধ্বস্ত দেশটির পুনর্গঠনে সহায়তা করা যায়, তা নিয়ে রিয়াদ এখন আলোচনা করছে।
আরও পড়ুনসিরিয়া নিয়ে কথা বলার অধিকার নেই ইউরোপের০৯ জানুয়ারি ২০২৫.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ভিডিও করার সময় পা ফসকে ছাদ থেকে পড়ে তরুণের মৃত্যু
সিলেটের দক্ষিণ সুরমায় ভিডিও তৈরি করতে বাড়ির ছাদ থেকে পড়ে সাকিব আহমদ নামে এক তরুণ মারা গেছেন। বুধবার বিকেল পাঁচটার দিকে দক্ষিণ সুরমার ধরাধরপুর এলাকায় একটি বাড়িতে এ ঘটনা ঘটে।
সাকিব দক্ষিণ সুরমার কামালবাজার ইউনিয়নের কুড়িগ্রামের নিজাম উদ্দিনের ছেলে। তিনি ধরাধরপুর এলাকায় ছাদেক মিয়ার কলোনিতে পরিবারের সঙ্গে বসবাস করতেন তিনি। একটি দোকানে কাজ করতেন সাকিব।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে সাকিব ও তার তিন বন্ধু মিলে টিকটক ভিডিও করতে একটি বাড়ির দু’তলার ছাদে উঠেন। ভিডিও করার সময় পা ফসকে নিচে পড়ে যান। ওই বাড়ির লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দক্ষিণ সুরমা থানার পরিদর্শক মো. মারফত আলী সমকালকে জানিয়েছেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালে রাখা হয়েছে।