Prothomalo:
2025-03-03@17:01:13 GMT

২০২৫ সালের ১০ ফেলোশিপের খোঁজ

Published: 12th, January 2025 GMT

১. হামফ্রে ফেলোশিপ, যুক্তরাষ্ট্র

উচ্চশিক্ষার জন্য হিউবার্ট এইচ হামফ্রে ফেলোশিপ যুক্তরাষ্ট্র সরকারের অন্যতম ফুলব্রাইট কর্মসূচি। এটি ৯ মাসের কার্যক্রম। সরকারি, বেসরকারি নানা খাতের তরুণ পেশাজীবীরা এই ফেলোশিপের সুযোগ নিতে পারবেন।

আবেদনের সময়: এপ্রিল- জুন।

সুযোগ-সুবিধা: দেওয়া হয় নির্ধারিত বিশ্ববিদ্যালয়ের সম্পূর্ণ টিউশন ফি। প্রয়োজনে প্রদান করা হয় প্রাক্‌-একাডেমিক ইংরেজি ভাষা প্রশিক্ষণ। মেলে জীবনযাপনের ব্যয় ভাতা।

যোগ্যতা: আবেদনকারীকে বাংলাদেশি নাগরিক হতে হবে। আবেদনের সময় ও বাছাইপ্রক্রিয়া চলাকালে বাংলাদেশে অবস্থান করতে হবে। আবেদনের সময় পাসপোর্ট থাকতে হবে। আবেদনকারীকে অবশ্যই তরুণ ও মধ্যপর্যায়ের নেতৃত্বশীল পদে থাকা পেশাজীবী হতে হবে। জনসেবায় দৃষ্টান্তমূলক কাজ ও পেশাগত জীবনে অগ্রগতির সম্ভাবনা থাকতে হবে। পূর্ণকালীন শিক্ষার্থী হিসেবে বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে চার বছরের শিক্ষা কার্যক্রম শেষ করার সনদ থাকতে হবে।

বিস্তারিত এখানে।

২.

প্রোফেশনাল এক্সচেঞ্জ ফেলোশিপ, যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র সরকারের ডিপার্টমেন্ট অব স্টেটের অর্থায়নে তরুণ উদ্যোক্তা ও উদ্যোক্তা উন্নয়নে সম্পৃক্ত ব্যক্তিদের জন্য ফেলোশিপ। এই ফেলোশিপের মাধ্যমে বৈশ্বিক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ আছে। যাঁরা বিভিন্ন বিশেষায়িত বিষয়কে গুরুত্ব দিয়ে উদ্যোক্তা হচ্ছেন, তাঁদের জন্য এই ফেলোশিপ ভীষণ কার্যকর হতে পারে।

আবেদনের সময়: এপ্রিল-মে।

সুযোগ-সুবিধা: যুক্তরাষ্ট্রের ওকলাহোমা অঙ্গরাজ্যের ইউনিভার্সিটি অব ওকলাহোমায় চার সপ্তাহের জন্য পেশাগত প্রশিক্ষণ দেওয়া হবে। পরে ওয়াশিংটন ডিসিতে একটি আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণের সুযোগ মিলবে।

যোগ্যতা: ২৫ থেকে ৪০ বছর বয়সী ক্ষুদ্র বা মাঝারি ব্যবসার প্রতিষ্ঠাতা, উদ্যোক্তা ও স্টার্টআপের প্রতিষ্ঠাতারা আবেদন করতে পারবেন। দেশে স্টার্টআপ, অর্থনৈতিক উন্নয়ন ও উদ্যোগ-সংশ্লিষ্ট কাজে যুক্ত থাকতে হবে। দেশের নানা প্রান্তে যাঁরা বিভিন্ন ক্ষুদ্র ব্যবসা বা উদ্যোগ প্রতিষ্ঠা করেছেন এবং কাজের অভিজ্ঞতা আছে, তাঁরাও আবেদন করতে পারবেন। ইংরেজি ভাষার দক্ষতা ও কম্পিউটার জ্ঞান থাকা প্রয়োজন।

বিস্তারিত দেখুন এখানে।

৩. সিইই প্রোগ্রাম, যুক্তরাষ্ট্র

পরিবর্তন আনতে চাওয়া তরুণ অধিকারকর্মী, উদ্ভাবক ও নেতাদের বৈশ্বিক নেটওয়ার্কে যুক্ত করতে এই কমিউনিটি এনগেজমেন্ট এক্সচেঞ্জ (সিইই)। এ প্রোগ্রামে অর্থায়ন করে ইউএস ডিপার্টমেন্ট অব স্টেট। নেতৃত্ব বিকাশের এ কার্যক্রমটি এক বছর মেয়াদি। নেটওয়ার্ক, সম্পর্ক এবং জনকল্যাণে তথ্য ব্যবহারের শক্তিকে কাজে লাগিয়ে একুশ শতকের বিভিন্ন জরুরি সমস্যা নিরসনে সুশীল সমাজ যেন সক্ষম হয়, সে হিসাবে পরিকল্পনা করা হয়।

আবেদনের সময়: মে-জুলাই।

সুযোগ-সুবিধা: পূর্ণ অর্থায়নে সুশীল সমাজ নিয়ে কাজ করে এমন একটি মার্কিন প্রতিষ্ঠানে তিন মাস হাতে-কলমে শেখার সুযোগ রয়েছে।

যোগ্যতা: ২০ থেকে ২৭ বছর বয়সী তরুণ নেতারা আবেদন করতে পারেন। বয়স হতে হবে ২০ থেকে ২৭ বছর। নিজ দেশে জনসমাজের অংশগ্রহণে পরিচালিত কোনো কমিউনিটি এনগেজমেন্ট প্রজেক্ট (সিইপি) সম্পন্ন করতে দেশে ফেরার অঙ্গীকার থাকতে হবে। ইংরেজি বলা ও লেখার উচ্চসক্ষমতা প্রয়োজন।

বিস্তারিত দেখুন এখানে।

৪. কমনওয়েলথ প্রফেশনাল ফেলোশিপ, যুক্তরাজ্য

কমনওয়েলথ স্কলারশিপ কমিশন প্রতিবছর কমনওয়েলথভুক্ত নিম্নমধ্যম আয়ের দেশগুলোর জন্য এই ফেলোশিপ প্রদান করে। নির্বাচিত ফেলোদের যুক্তরাজ্যের বিভিন্ন প্রতিষ্ঠানে পেশাগত উন্নয়নে কাজ করতে হবে।

আবেদনের সময়: জুন-জুলাই।

সুযোগ-সুবিধা: দেওয়া হয় যুক্তরাজ্যে যাওয়া–আসার বিমান টিকিট এবং ভিসা প্রসেসিং ফি। জীবনযাপন খরচের জন্য মাসে মিলবে ২ হাজার ৫৭ ব্রিটিশ পাউন্ড। লন্ডন মেট্রোপলিটন এলাকায় থাকলে ২ হাজার ৫৫৩ ব্রিটিশ পাউন্ড।

যোগ্যতা: প্রার্থীকে কমনওয়েলথভুক্ত দেশের স্থায়ী নাগরিক অথবা শরণার্থী হতে হবে। আবেদনের সময় চাকরিরত অবস্থায় থাকতে হবে, যেন ফেলোশিপ শেষে আগের প্রতিষ্ঠানে যুক্ত হতে পারেন। থাকতে হবে স্নাতক ডিগ্রি।

বিস্তারিত দেখুন এখানে।

৫. চিভনিং ফেলোশিপ, যুক্তরাজ্য

তরুণ পেশাজীবী ও শিক্ষার্থীদের প্রতিবছর দেওয়া হয় চিভনিং সাউথ এশিয়া জার্নালিজম ফেলোশিপ। অর্থায়ন করে ইউকে ফরেন অফিস, কমনওয়েলথ ও ডেভেলপমেন্ট অফিস।

আবেদনের সময়: সেপ্টেম্বর-অক্টোবর।

সুযোগ-সুবিধা: ফেলোশিপ চলাকালে দেওয়া হয় জীবনযাপন ব্যয়, যুক্তরাজ্যের যাতায়াতের জন্য ইকোনমিক ক্লাসের বিমান টিকিট।

যোগ্যতা: স্নাতকোত্তর উত্তীর্ণরাই আবেদন করতে পারবেন। থাকতে হবে কম করেও সাত বছরের কাজের অভিজ্ঞতা। ফেলোশিপ শেষে দেশে ফিরে আসতে হবে।

বিস্তারিত দেখুন এখানে।

৬. হার্ভার্ড রেডক্লিফ ফেলোশিপ, যুক্তরাষ্ট্র

৯ মাসের ফেলোশিপ।

আবেদনের সময়: সেপ্টেম্বর-অক্টোবর।

সুযোগ-সুবিধা: দেওয়া হবে ৭৮ হাজার ৫০০ মার্কিন ডলার। সঙ্গে থাকছে মাসিক স্টাইপেন্ড, থাকা ও খাওয়ার ব্যবস্থা এবং নিজের গবেষণার খরচসহ অন্য সব সুবিধা।

যোগ্যতা: বিজ্ঞানী, লেখক, সাংবাদিক ও সমাজের বিভিন্ন বিষয় নিয়ে যাঁরা নিয়মিত কাজ করছেন, তাঁরা আবেদন করতে পারবেন।

বিস্তারিত দেখুন এখানে।

৭. ইউনাইটেড স্টেটস ইনস্টিটিউট স্কলারস প্রোগ্রাম, যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের সমাজ, সংস্কৃতি ও মূল্যবোধ সম্পর্কে বোঝাপড়াকে আরও গভীর ও প্রতিষ্ঠানের পাঠক্রমকে জোরদার করতে ছয় সপ্তাহের কার্যক্রম।

আবেদনের সময়: অক্টোবর-নভেম্বর। ঢাকার মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে দেওয়া লিংকে নির্ধারিত ফরম পূরণ করে আবেদন করতে হবে।

সুযোগ-সুবিধা: চার সপ্তাহ কোনো বিশ্ববিদ্যালয় থেকে পাঠ। বাকি দুই সপ্তাহ যুক্তরাষ্ট্রের নানা অঞ্চলে শিক্ষাসফর।

যোগ্যতা: বাংলাদেশের নাগরিক হতে হবে। বিভিন্ন সামাজিক বিষয়, যেমন জলবায়ু-সংক্রান্ত বিষয়ে আগ্রহ থাকতে হবে। ইংরেজিতে সাবলীল হতে হবে। বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছর। আবেদনের সময় স্নাতক অধ্যয়নের প্রথম, দ্বিতীয় বা তৃতীয় বর্ষে থাকতে হবে।

বিস্তারিত দেখুন এখানে।

৮. ওবামা ফাউন্ডেশন ফেলোশিপ, যুক্তরাষ্ট্র

বিভিন্ন সামাজিক সমস্যা ও সংকটে নিয়ে কাজ করছেন, এ ধরনের তরুণদের ৯ মাসের এই ফেলোশিপ দিয়ে থাকে যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ওবামা ফাউন্ডেশন।

আবেদনের সময়: অক্টোবর-নভেম্বর।

যোগ্যতা: নিজ নিজ ক্ষেত্রে অর্থপূর্ণ অবদান রেখেছেন, এমন তরুণ নেতারা আবেদন করতে পারেন। প্রোগ্রামটি শেষ করার পর নিজ দেশে ফিরে আসতে হবে। আবেদনের বয়সসীমা ২৬ থেকে ৪৫ বছর পর্যন্ত।

বিস্তারিত দেখুন এখানে।

৯. ইয়েস প্রোগ্রাম, যুক্তরাষ্ট্র

৮-১১ গ্রেডে ভালো ফল করা হাইস্কুল শিক্ষার্থীদের কেনেডি-লুগার ইয়ুথ এক্সচেঞ্জ অ্যান্ড স্টাডি (ইয়েস) প্রোগ্রামে আবেদন করার সুযোগ আছে।

আবেদনের সময়: অক্টোবর-নভেম্বর।

সুযোগ-সুবিধা: এক বছর যুক্তরাষ্ট্রে অবস্থানের জন্য বৃত্তি প্রদান করা হয়। ব্যয়ভার যুক্তরাষ্ট্র সরকারের স্বরাষ্ট্র বিভাগ বহন করে। এর মধ্যে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে যাওয়া এবং আসার বিমানভাড়া, মার্কিন ভিসা ফি, যুক্তরাষ্ট্রে থাকা-খাওয়া, শিক্ষাপ্রতিষ্ঠানের বেতন এবং মাসিক ১২৫ ডলারের হাতখরচ অন্তর্ভুক্ত।

যোগ্যতা: বয়স হতে হবে ১৫ থেকে ১৭ বছর। বর্তমানে বাংলাদেশি উচ্চবিদ্যালয়ের অষ্টম, নবম, দশম বা একাদশ শ্রেণিতে ভর্তি থাকতে হবে।

বিস্তারিত দেখুন এখানে।

১০. গ্লোবাল ইউগ্রেড প্রোগ্রাম, যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ফুল ফ্রি বৃত্তি। যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থার সঙ্গে পরিচয় ঘটানো, মার্কিন মূল্যবোধ ও সংস্কৃতি বিনিময় এবং কমিউনিটিভিত্তিক কাজের অভিজ্ঞতা দেওয়াই গ্লোবাল ইউগ্রেড প্রোগ্রামের লক্ষ্য।

আবেদনের সময়: নভেম্বর-ডিসেম্বর।

সুযোগ-সুবিধা: শিক্ষার্থীরা আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে যুক্তরাষ্ট্রের কোনো বিশ্ববিদ্যালয় বা কলেজে এক সেমিস্টারের জন্য পূর্ণ সময় পড়াশোনা করবেন। যুক্তরাষ্ট্রের স্থানীয় কমিউনিটিতে সেবামূলক কাজে অংশ নিয়ে নেতৃত্বের দক্ষতা বাড়াতে পারবেন। পেশাগত দক্ষতা বাড়াতে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠানে শিক্ষানবিশি করার সুযোগ পাবেন।

যোগ্যতা: আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ২৫-এর মধ্যে। নিজ দেশে উচ্চমাধ্যমিক শেষে স্নাতক পর্যায়ে অন্তত এক সেমিস্টার শেষ করতে হবে। প্রোগ্রাম শেষে বাংলাদেশে ফিরে আসার জন্য অঙ্গীকারবদ্ধ হওয়াও প্রয়োজন।

বিস্তারিত দেখুন এখানে।

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ঐতিহ্য ও আভিজাত্যে মোড়া ‘লা রিভ’র ঈদ কালেকশন 

মুভমেন্ট শিরোনামে ঈদের দারুণ একটি কালেকশন লঞ্চ করেছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় ফ্যাশন ও লাইফস্টাইল ব্রান্ড ‘লা রিভ’। ব্রান্ডটির এক্সক্লুসিভ লেবেল নার্গিসাসেও যুক্ত হয়েছে অভিজাত পার্টি পোশাকের নজরকাড়া সব ডিজাইন। পুরো পরিবারের সবার জন্য ম্যাচিং ফ্যামিলি কম্বো, বাবা-মা, মা-মেয়ের ম্যাচিং মিনি-মি ডিজাইন থেকে শুরু করে সব বয়সের নারী, পুরুষের জন্যই ঈদের সবচেয়ে ট্রেন্ডি স্টাইল যোগ হয়েছে ঈদ কালেকশনে।

লা রিভের প্রধান নির্বাহী পরিচালক মন্নুজান নার্গিস বলেন, ঈদের আনন্দ দ্বিগুণ হয়ে ওঠে যখন তা পরিবার ও প্রিয়জনের সাথে শেয়ার করা হয়। এই ঈদে পরিবার ও প্রিয় সম্পর্কের সাথে যুক্ত থাকতে আপনার সকল ‘মুভমেন্ট’ বা পদক্ষেপে ইতিবাচকতা যোগ করবে লা রিভের ঈদ কালেকশন ২০২৫।

আন্তর্জাতিক ফ্যাশনে এখন সবচেয়ে জনপ্রিয় কিছু থিমের একটি হলো মুভমেন্ট। যার অর্থ গতি বা এগিয়ে চলা। আমাদের যেকোনো মুভমেন্টের কোর ইন্সপিরেশনে আছে সংযোগ বা কানেকশনের আকাঙ্ক্ষা। সেটা মনের কানেকশন হতে পারে, আত্মিক, সামাজিক বা বডির কানেকশনও হতে পারে। ঈদ কালেকশনের জন্য আমরা মুভমেন্টকে থিম হিসেবে বেছে নিয়েছি। ঈদ এমন একটি আয়োজন যেখানে সবগুলো কানেকশনের কম্বিনেশন তৈরি হয়। এই ভাবনাকে ফ্যাশনে ফুটিয়ে তুলতে হয় কালার প্যালেট ও প্যাটার্নে। তাই এই কালেকশনে আমরা মনের শান্তি আসে এমন সব আর্দি, জুয়েল ও প্যাস্টেল টোন যেমন পার্পল টনিক, ওয়াশড্ ব্ল্যাক, কুল ব্লু, কর্নফ্লাওয়ার ব্লু, ড্যাজলিং রেইনবো, ডেলিকেট সাইরাস ও নিউট্রাল টোনে ফোকাস করেছে লা রিভ। এনার্জি দেয় এমন রঙ যেমন অর্কিড পিঙ্ক, সোলার ফ্লাশ, হাইপার ব্লাশ, মভ পিঙ্ক, ডাস্টি ব্লু-সহ ভাইব্রেন্ট মনোক্রোমাটিক কালার চোখে পড়বে এই কালেকশনে। ফেস্টিভ মোড আনার জন্য রেড, ব্লুক, ব্ল্যাক, অরেঞ্জ, টেরাকোটা, গোল্ডেন রঙের প্রাধান্য দেখা যাবে।

ফেব্রিক বাছাইয়ে ফ্লোয়ি মুভমেন্ট দেয় এমন কাপড় বেছে নেওয়া হয়েছে এইবার। এজন্য প্রিন্ট বা কালার টোনে মেলে এমন ভিন্ন ধাঁচের কাপড়ের কম্বিনেশন হয়েছে। যেমন, এবার একই পোশাকে জুম ও ক্রেপের সাথে মসলিন যোগ হয়েছে। সিল্কের সাথে মসলিনের চমৎকার কম্বিনেশন দেখা যাবে পার্টি কালেকশনে। ডিজাইনে রিল্যাক্সড প্যাটার্নে রাখা হয়েছে যেন পোশাকের মুভমেন্টে জয়ফুল এক্সপ্রেশন আসে। কারচুপি, এমব্রয়ডারি, স্ক্যালোপ, কাটওয়ার্ক, লেজার কাট, প্যাচওয়ার্ক, ফয়েল প্রিন্টের রুচিশীল ব্যবহার পোশাকগুলোতে উৎসবের আমেজ নিয়ে এসেছে।

তিনি বলেন, প্রিন্টস্টোরিতে প্রাধান্য পেয়েছে অভিজাত ঝরোখা প্রিন্ট যার ইন্সপিরেশন মোঘল-ধাঁচের কারুকাজ। একই সাথে আমরা এথনিক মান্দালা প্রিন্ট ব্যবহার করেছি। নেচারের বিভিন্ন এলিমেন্ট যেমন পদ্ম, শাপলা, সিউইডের মোটিফ চোখে পড়বে এবার। লিনিয়েজ, ডিটসি ডিউড্রপ, ফগড্ ফোকাস, ক্যান্ডি রিপল, জয়ফুল এক্সপ্রেশন বা জোই’র মত ট্রেন্ডি প্রিন্টগুলোও এ বছরের ঈদ কালেকশনে দেখা যাবে।

মন্নুজান নার্গিস যোগ করেন, পোশাকের সৃজনশীলতায় এই ইতিবাচকতা ফুটিয়ে তোলার পাশাপাশি আমরা গ্রাহক সেবাতেও নিয়ে এসেছি ইতিবাচক বৈপ্লবিক পরিবর্তন। এআই এই মুহূর্তে আধুনিক প্রযুক্তি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টপিক। আমরা আমাদের গ্রাহক দের অনলাইন অভিজ্ঞতাকে আরও আনন্দদায়ক করতে লা রিভের ওয়েব সাইটে যুক্ত করেছি ভার্চুয়াল ট্রায়াল রুম। এখন থেকে লা রিভের কাস্টমাররা আমাদের এই এআই  টুল মাধ্যমে দেখে নিতে পারবেন পছন্দের পোশাকে তাকে কেমন দেখাচ্ছে। ঈদের আনন্দঘন মুহূর্তে আমাদের গ্রাহকদের বহুল প্রতীক্ষিত এই সেবাটি দিতে পেরে আমরা ভীষণ আনন্দিত।

নারীদের জন্য পার্টি, এথনিক ও ক্যাজুয়াল; সব ধরনের অনুষ্ঠান উপযোগী থাকছে ঈদ ২০২৫ কালেকশনে। ট্রেন্ডি সালোয়ার কামিজ, কো-অর্ড সেট, শ্রাগ-স্টাইল টিউনিক, মিডি টিউনিক, টপস, শার্ট, কেপ, কামিজ, গাউন, মসলিন, হাফ-সিল্ক ও সুতির শাড়ির দারুণ সব স্টাইল নিয়ে আসা হয়েছে। লা রিভের এক্সক্লুসিভ লেবেল নার্গিসাসে পাওয়া যাবে মসলিনের শ্রাগ ও গাউন কম্বো, স্কার্ট-কামিজ সেট, কেপ-স্টাইল টপ, লেয়ার্ড-লঙ টিউনিক, ফ্লেয়ার্ড ও কাফতান-কাট টিউনিক, সালোয়ার কামিজসহ অভিজাত সব পার্টি-স্টাইল।

পুরুষদের জন্য রয়েছে প্ল্যাকেটে মিনিমাল ও ভারি কাজ করা পাঞ্জাবি, শার্ট, পোলো ও টিশার্ট এবং ডেনিম ও প্যান্ট পাজামার নতুন ডিজাইন। ফ্যাশন-ফরোয়ার্ড টিন’দের জন্য রয়েছে বয়স-উপযোগী উৎসবের পোশাক। কিডস কালেকশনে পাওয়া যাবে সালোয়ার কামিজ, ঘাগরা-চোলি, ফ্রক, টিউনিক, টপ-বটম সেট, পাঞ্জাবি, পোলো ও টি-শার্টসহ ম্যাচিং বটমসের কালেকশন। ঈদের আনন্দ আরো বাড়িয়ে দিতে থাকছে বাবা-ছেলে ও মা-মেয়ের ম্যাচিং মিনি-মি কালেকশন। পরিবারের নতুন সদস্যদের জন্য নিউ-বর্ন কালেকশনেও থাকছে ঈদ-উপযোগী পোশাক।

লা রিভ ঈদ কালেকশন ইতোমধ্যে পৌঁছে গেছে ঢাকাসহ, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল, খুলনা ও সিলেটের সব স্টোরে।

ঢাকা/এনএইচ

সম্পর্কিত নিবন্ধ

  • আবরার ফাহাদের স্বাধীনতা পদকের ক্যাটাগরি হওয়া উচিত মুক্তিযুদ্ধ: উপদেষ্টা ফারুকী
  • মরণোত্তর স্বাধীনতা পদক পাচ্ছেন আবরার ফাহাদ
  • মরণোত্তর স্বাধীনতা পদক ২০২৫ পাচ্ছেন আবরার ফাহাদ
  • মরণোত্তর স্বাধীনতা পদকে ভূষিত হচ্ছেন আবরার ফাহাদ
  • কারিতাসে নিয়োগ, ২৩ বছর হলেই আবেদন
  • আজ টিভিতে যা দেখবেন (৩ মার্চ ২০২৫)
  • আজ টিভিতে যা দেখবেন (২ মার্চ ২০২৫)
  • ট্রিপ অ্যাডভাইজারের দৃষ্টিতে, ২০২৫ সালে বিশ্বের সেরা যে ১০ সমুদ্রসৈকত
  • জুলাই অভ্যুত্থানে ভূমিকা রেখেছেন ক্যালিওগ্রাফি শিল্পীরাও
  • ঐতিহ্য ও আভিজাত্যে মোড়া ‘লা রিভ’র ঈদ কালেকশন