রাজশাহী ভ্রমণে পাবেন পুরোনোর সঙ্গে নতুনের মিশেল
Published: 12th, January 2025 GMT
রাজশাহী মানেই ঐতিহ্যের মোড়কে নৈসর্গিক সৌন্দর্যের অপরূপ হাতছানি। পুঠিয়া রাজবাড়ির স্থাপত্যশৈলী যেমন নজর কাড়ে, ‘স্বাধীনতার সুখ’ কবিতার কবি রজনীকান্ত সেনের বাড়ি তাদের স্মৃতিকাতর করে। শহর থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরের তানোর উপজেলায় ছড়িয়ে রয়েছে মোগল আমলের বেশ কিছু স্থাপত্যনিদর্শন। বিলকুমারীর বিল মুগ্ধতা ছড়ায়। পুরোনোর সঙ্গে নতুনের মিশেল পাওয়া যাবে সাজানো–গোছানো সুন্দর শহর রাজশাহীতে। ফেরার সময় সঙ্গে ক্যামেরা থাকলে নেমে পড়তে পারেন পদ্মা নদীতে। এই শীতে দেখা মিলতে পারে চখাচখিসহ অনেক পরিযায়ী পাখির।
পুঠিয়া রাজবাড়ীরাজশাহী থেকে সড়কপথে ২৮ কিলোমিটার দূরে পুঠিয়া রাজবাড়ি। রাজশাহী-নাটোর মহাসড়ক থেকে হেঁটে অথবা পাঁচ টাকা রিকশাভাড়া দিয়ে রাজবাড়িতে যাওয়া যায়। রাজবাড়ির চারদিকে নিরাপত্তার জন্য পরিখা খনন করা ছিল। এখনো তার অংশবিশেষ দেখা যাবে। ঢুকতেই হাতের বাঁ পাশে চোখে পড়বে শিবমন্দির। রানি ভুবনময়ী দেবী ১৮২৩ সালে এর নির্মাণকাজ শুরু করেছিলেন। ১৮৩০ সালের এর নির্মাণ শেষ হয়। চার মিটার উঁচু চূড়ার পরে মন্দির। মন্দিরের ওপর চার কোনায় চারটি ও কেন্দ্রস্থলে চারটি চূড়া আছে। কেন্দ্রীয় চূড়াটি প্রায় ২০ মিটার উঁচু। উত্তর পাশে পরিখার পানিতে তাকালে একসঙ্গে দেখা যাবে। বড় শিবমন্দির ও তার পূর্ব পাশের রথমন্দির বা জগন্নাথ। পানিতে এই স্থাপনার প্রতিবিম্ব দেখেই মুগ্ধ হতে হয়।
রাজশাহীর পুঠিয়া রাজবাড়ি.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বিমসটেক সম্মেলনে যোগ দিতে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা
বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন (বিমসটেক) সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ড গেলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকাল ৮টা ৫৫ মিনিটে ব্যাংককের উদ্দেশ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়ে।
বিস্তারিত আসছে…
ঢাকা/হাসান/ইভা