পদ হারাচ্ছেন আরও ব্যাংক পরিচালক
Published: 12th, January 2025 GMT
বেসরকারি খাতের একাধিক ব্যাংকের পরিচালনা পর্ষদে বড় পরিবর্তন আসছে। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অনেক ব্যাংক পরিচালক গা ঢাকা দিয়েছেন, কেউ কেউ আবার বিদেশে পাড়ি দিয়েছেন। তাঁদের মধ্যে অনেক ব্যাংকের চেয়ারম্যানও রয়েছেন। অনেকেই অবশ্য বিভিন্ন কৌশলে টিকে থাকার চেষ্টা করছেন। আওয়ামী লীগ–সংশ্লিষ্ট এসব পরিচালকের টানা অনুপস্থিতির কারণে বিভিন্ন ব্যাংক পর্ষদ সভা কমিয়ে এনেছে।
করোনার সময়ে বিদেশে বসে বা দেশে থেকে অনলাইনে ব্যাংকের সভায় অংশ নেওয়ার যে সুযোগ দেওয়া হয়েছিল, তা করোনা কেটে যাওয়ার পরও চালু রাখা হয়। ফলে পরিচালনা পর্ষদের পাশাপাশি নির্বাহী, নিরীক্ষা ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির সদস্যরা একইভাবে সভায় অংশ নিতে পারতেন। কিন্তু সরকার পরিবর্তনের পর সে সুযোগ তুলে নেওয়া হয়। তবে আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও মেঘনা ব্যাংকের চেয়ারম্যান এইচ এন আশিকুর রহমানকে একটি সভায় অনলাইনে যোগ দেওয়ার সুযোগ দেওয়া হয়।
ব্যাংক কোম্পানি আইন ও বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী, পরপর তিনটি সভায় বা তিন মাস কোনো পরিচালক সভায় অংশ না নিলে তাঁর পদ শূন্য হয়ে যায়। এর মধ্যে যেটি বেশি সময় হবে, সেটিই কার্যকর হয়। কিন্তু করোনার সময় এই বিধান স্থগিত করা হয়। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ১৮ সেপ্টেম্বর থেকে বিধানটি আবার কার্যকর করা হয়েছে। ফলে সভায় অংশ না নেওয়ার কারণে অনেক পরিচালক চলতি মাসেই পদ হারাবেন বলে বাংলাদেশ ব্যাংক ও বিভিন্ন ব্যাংকের কর্মকর্তারা জানান।
এ ধরনের পরিচালকদের মধ্য রয়েছেন ডিএসসিসির সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের স্ত্রী, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ভাইয়ের স্ত্রী ও চাচাতো ভাই, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ছেলে, সাবেক স্থানীয় সরকারমন্ত্রীর ছেলে, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্যাহর স্ত্রী।যেসব ব্যাংকে পরিবর্তন হয়েছেবাংলাদেশ ব্যাংক আওয়ামী লীগের মেয়াদে বড় ধরনের অনিয়ম হয়েছে এমন ১১টি ব্যাংকের পরিচালনা পর্ষদ পরিবর্তন করেছে। ব্যাংকগুলো হলো ইসলামী, সোশ্যাল ইসলামী, গ্লোবাল ইসলামী, ইউনিয়ন, ন্যাশনাল, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, বাংলাদেশ কমার্স, আল-আরাফাহ্ ইসলামী, আইএফআইসি, এক্সিম ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)। এর মধ্যে আটটিরই নিয়ন্ত্রণ ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এস আলম গ্রুপের কাছে। এ ছাড়া একটি সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, একটি সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর পরিবার ও আরেকটি ব্যাংক উদ্যোক্তাদের সংগঠন বিএবির চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের নিয়ন্ত্রণে ছিল। রাজনৈতিক পটপরিবর্তনের পরিস্থিতিতে মার্কেন্টাইল, সিটিজেন ও সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের চেয়ারম্যান পদ ছেড়ে দেন। দেশে বেসরকারি খাতে ৪৩টি ব্যাংক রয়েছে। এর মধ্যে তিনটি ব্যাংক হলো যথাক্রমে সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)। ব্যাংকগুলো প্রতি মাসে সর্বোচ্চ দুটি পর্ষদ সভা আয়োজন করতে পারে। সভায় অংশ নেওয়ার জন্য পরিচালকেরা সর্বোচ্চ ১০ হাজার টাকা সম্মানী নিতে পারেন।
পর্ষদে ভালো লোক ছিল না বলেই ব্যাংকগুলোতে এত বড় অনিয়ম করা সম্ভব হয়েছে। এখন তাঁদের অনুপস্থিতির কারণে যদি পদ খালি হয়, তাহলে তা নিয়ম মেনে দ্রুতই পূরণ করা উচিত হবে। মোস্তফা কে মুজেরী, সাবেক প্রধান অর্থনীতিবিদ, বাংলাদেশ ব্যাংকঝুঁকিতে যেসব ব্যাংক পরিচালকপদ হারানোর সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন আওয়ামী লীগের আমলে অনুমোদন পাওয়া ও দখল হওয়া ব্যাংকের পরিচালকেরা। কারণ, এসব পরিচালকের মধ্যে শেখ পরিবারের সদস্য, সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য, আওয়ামী লীগ–সমর্থিত ব্যবসায়ী ও পেশাজীবীরা এবং তাঁদের পরিবারের সদস্যরা রয়েছেন। ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি বাদ পড়বেন মেঘনা ব্যাংকের পরিচালকেরা। ওই ব্যাংকের বড় নিয়ন্ত্রণ সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর পরিবারের হাতে। এ ছাড়া মধুমতি, মিডল্যান্ড, প্রিমিয়ার, যমুনা, মিউচুয়াল ট্রাস্ট, শাহজালাল ইসলামীসহ আরও অনেক ব্যাংকের পরিচালকেরা পদ হারানোর ঝুঁকিতে রয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মেঘনা ব্যাংকের চেয়ারম্যান এইচ এন আশিকুর রহমানকে সম্প্রতি অনলাইনে পর্ষদের একটি সভায় যোগ দেওয়ার সুযোগ প্রদান করা হয়। এ ছাড়া ব্যাংকটির পরিচালক ইমরানা জামান চৌধুরী অনুপস্থিত, যিনি সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ভাই আনিসুজ্জামান চৌধুরীর স্ত্রী। অনুপস্থিত আছেন নুরান ফাতেমা, তিনি সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের স্ত্রী। এ ছাড়া পর্ষদ সভায় অনুপস্থিত থাকা জাহারা রাসূল জেনেক্স ইনফোসিস লিমিটেডের চেয়ারম্যান আদনান ইমামের বোন। অনুপস্থিত রয়েছেন সাবেক ভূমিমন্ত্রীর চাচাতো ভাই জোনায়েদ শফিক।
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সাবেক সভাপতি মাহবুবুল আলম ইতিমধ্যে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের পরিচালক পদ হারিয়েছেন। আরেক পরিচালক ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালা আটক হয়ে জেলহাজতে আছেন।
মিডল্যান্ড ব্যাংকের চেয়ারম্যান নিলুফার জাফরুল্লাহও নিয়মিত সভায় যাচ্ছেন না। তিনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্যাহর স্ত্রী।
মধুমতি ব্যাংকের পরিচালকদের মধ্যে একজন আওয়ামী লীগের সংসদ সদস্য শেখ সালাহউদ্দিন জুয়েল, অন্যজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস। তাঁরাও পর্ষদের সভায় যাচ্ছেন না।
যমুনা ব্যাংকের সাবেক দুই চেয়ারম্যান গাজী গোলাম আশরিয়া ও সাইদুল ইসলাম আওয়ামী সরকারের পতনের পর থেকে ব্যাংকের পর্ষদ সভায় যোগ দিচ্ছেন না। তাঁরা দুজনে যথাক্রমে সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী এবং সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলামের ছেলে।
প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য এইচ বি এম ইকবাল, ভাইস চেয়ারম্যান মইন ইকবাল, পরিচালক শাহ মো.
তবে সাবেক সরকারের ঘনিষ্ঠ ব্যক্তিরা জড়িত থাকলেও সব ব্যাংকে ঢালাওভাবে অনিয়ম হয়েছে, তা বলা যাবে না। কারণ, কোনো কোনো ব্যাংক পেশাদারির সঙ্গে পরিচালিত হয়েছে।
জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ মোস্তফা কে মুজেরী প্রথম আলোকে বলেন, পর্ষদে ভালো লোক ছিল না বলেই ব্যাংকগুলোতে এত বড় অনিয়ম করা সম্ভব হয়েছে। এখন তাঁদের অনুপস্থিতির কারণে যদি পদ খালি হয়, তাহলে তা নিয়ম মেনে দ্রুতই পূরণ করা উচিত হবে। পাশাপাশি শূন্য পদগুলোতে পেশাদার ব্যক্তিদের স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ দিতে পারে বাংলাদেশ ব্যাংক। তাহলে এসব ব্যাংকে অনিয়মের সুযোগ থাকবে না। এখনই সময় ব্যাংক খাতকে নিয়মের মধ্যে ফেরানোর।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
৫ হাজার চিকিৎসক নিয়োগের পরিকল্পনা স্বাস্থ্য বিভাগের: ডিজি
স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবু জাফর জানিয়েছেন, দেশের সরকারি হাসপাতালগুলোর চিকিৎসা সংকট দূর করতে নতুন করে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়ার পরিকল্পনা নিয়েছে স্বাস্থ্য বিভাগ।
এছাড়া বিসিএসের মাধ্যমে দুই হাজার চিকিৎসক নিয়োগে জন্য ইতিমধ্যে পাবলিক সার্ভিস কমিশনে চিঠি দেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন বিভিন্ন বিসিএস থেকে আরও সাড়ে তিন হাজার চিকিৎসক নেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। সেই সাথে একাডেমিক পদায়নের জন্য সুপারনিউমারি পদ সৃষ্টি করছে স্বাস্থ্য বিভাগ।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুরে নাটোর ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল পরিদর্শন শেষে স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক এসব তথ্য জানান।
এসময় মহাপরিচালক সাংবাদিকদের বলেন, “জুলাই অভ্যুত্থানে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য আমরা স্বাস্থ্য বিভাগ থেকে স্বাস্থ্য কার্ড দিয়েছে। এছাড়া গুরুতর আহত ৪০ জনকে দেশের বাইরে চিকিৎসা প্রদান করা হচ্ছে। তবে সর্বিক ব্যবস্থাপনা স্বাস্থ্য বিভাগ, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়কে দায়িত্ব অর্পন করেছে।”
এরআগে স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক সদর হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন। রোগিদের সমস্যা এবং সঠিক চিকিৎসার খোঁজ খবর নেন তিনি। এছাড়া চিকিৎসক সংকট নিয়ে স্বাস্থ্য বিভাগের চিকিৎসকদের সাথে মতবিনিময় করেন তিনি।
এসময় স্বাস্থ্য বিভাগের রাজশাহী বিভাগীয় পরিচালক ডাক্তার হাবিবুর রহমান, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নাটোর জেলা শাখার সভাপতি ডাক্তার আমিনুল ইসলাম, নাটোর সদর হাসপাতালের কনসালটেন্ট ডাক্তার আনিছুজ্জামান পিয়াস, নাটোর সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।
ঢাকা/আরিফুল/এস