প্ল্যান ইন্টারন্যাশনালে ঢাকায় চাকরি, সর্বোচ্চ বেতন ১ লাখ ৮৩ হাজার
Published: 12th, January 2025 GMT
আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল তাদের বাংলাদেশ অফিসে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি ঢাকায় ম্যানেজার-রিস্ক অ্যান্ড অ্যাসুরেন্স পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম: ম্যানেজার-রিস্ক অ্যান্ড অ্যাসুরেন্সপদসংখ্যা: ১
যোগ্যতা: অ্যাকাউন্টিং/ম্যানেজমেন্ট/বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন/অডিট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। আন্তর্জাতিক কোনো উন্নয়ন সংস্থায় ফিন্যান্স বা ইন্টারনাল অডিটে ৮ থেকে ১০ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে ম্যানেজমেন্ট ও স্টাফ সুপারভিশনে দুই বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা থাকতে হবে। কম্পিউটার, মাল্টিমিডিয়া, ইন্টারনেট ও বিভিন্ন সফটওয়্যারের কাজ জানতে হবে। ফিল্ড ভিজিটের মানসিকতা থাকতে হবে।
চাকরির ধরন: দুই চুক্তিভিত্তিক
কর্মস্থল: কান্ট্রি অফিস, ঢাকা
বেতন ও সুযোগ-সুবিধা: মাসিক বেতন ২,৪৭,১০৬ থেকে ১,৮৩,৮৮৩ টাকা (আলোচনা সাপেক্ষে অভিজ্ঞতার ওপর ভিত্তি করে)। এ ছাড়া জীবন বিমা ও চিকিৎসাসুবিধা আছে।
আরও পড়ুনডাক বিভাগে বড় নিয়োগ, পদ ৫২৪০৯ জানুয়ারি ২০২৫যেভাবে আবেদনআগ্রহী প্রার্থীদের প্ল্যান ইন্টারন্যাশনালের চাকরিসংক্রান্ত ওয়েবসাইটের এই লিংকে গিয়ে নিয়োগ ও আবেদনের বিস্তারিত প্রক্রিয়া জেনে নিতে হবে। এরপর একই লিংকের Apply Now বাটনে ক্লিক করে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ১৬ জানুয়ারি ২০২৫।
আরও পড়ুনপল্লী বিদ্যুতায়ন বোর্ডে বড় নিয়োগ, পদ ৭৬৪০৯ জানুয়ারি ২০২৫.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
রংপুর-রাজশাহীতে ওয়ালটন ব্যাটারির ‘জোন কানেক্ট ২০২৫’ প্রোগ্রাম
উত্তরবঙ্গের রংপুর এবং শিক্ষানগরী রাজশাহীতে ব্যাটারি ব্যবসায়ী ও টেকনিশিয়ানদের অংশগ্রহণে বিভাগীয় পর্যায়ে ওয়ালটন ব্যাটারির ‘জোন কানেক্ট ২০২৫’ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। এটি ওয়ালটন ব্যাটারি আয়োজিত দ্বিতীয় ও তৃতীয় বিভাগীয় প্রোগ্রাম। প্রথম আয়োজন হয় চট্টগ্রামে।
গত রবিবার দুপুরে রংপুর শহরের ওয়েস্টার্ন কুইজিন রেস্টুরেন্ট এবং মঙ্গলবার দুপুরে রাজশাহীর নানকিং দরবার হলে হয় ‘জোন কানেক্ট ২০২৫’ প্রোগ্রাম। প্রত্যেক প্রোগ্রামে প্রায় দেড় শতাধিক ব্যাটারি ডিলার ও টেকনিশিয়ানের অংশগ্রহণে ওয়ালটন ব্যাটারির পরিচিতি, সচেতনতা ও প্রশিক্ষণমূলক কার্যক্রম সাফল্যের সঙ্গে সম্পন্ন করা হয়।
অনুষ্ঠানগুলোতে ওয়ালটনের ব্যাটারি সম্পর্কে ব্যাটারি টেকনিশিয়ানদের উদ্দেশ্যে বিস্তারিত তুলে ধরেন ওয়ালটন ব্যাটারির হেড অব সেলস মো. বাবর আলী, ফ্যাক্টরি চিফ কো-অর্ডিনেটর মো. হাসিবুল ইসলাম, ব্র্যান্ড ম্যানেজার তৌসিফ আহমেদ প্রীতম ও প্রোডাক্ট ম্যানেজার ওয়াজেদুল ইসলাম।
বাজারে এখন ওয়ালটন ব্যাটারি তিনটি ক্যাটাগরিতে পাঁচটি ব্র্যান্ড নিয়ে সফলতার সঙ্গে ব্যবসা করছে। স্মল অ্যাপ্লায়েন্সে পাওয়ার মাস্টার ও স্কাই ভোল্টজ ব্যাটারি, মোটরসাইকেলে রোড রাইডার ও হাইপার ভোল্টজ ব্যাটারি এবং অনলাইন ইউপিএসে পাওয়ার মাস্টার ব্যাটারি। বাজারে খুব শিগগিরই গ্র্যাভিটন নামে গাড়ির ব্যাটারি নিয়ে আসছে ওয়ালটন।
জোন কানেক্ট ২০২৫ প্রোগ্রামে রংপুর ও রাজশাহী ছাড়াও নওগাঁ, দিনাজপুর, পাবনা, বগুড়া ও কুষ্টিয়া জেলা থেকে তিন শতাধিক ব্যাটারি ডিলার ও টেকনিশিয়ান অংশ নেন। অনুষ্ঠানে ওয়ালটন ব্যাটারির বিভিন্ন টেকনিক্যাল দিক, কার্যকারিতা, দীর্ঘস্থায়িত্ব এবং আফটার সেলস সার্ভিস সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়।
ঢাকা/একরাম/রফিক