তেজগাঁওয়ের ট্রাক স্ট্যান্ডে আগুন, পুড়ল ৬ ট্রাক
Published: 12th, January 2025 GMT
রাজধানীর তেজগাঁওয়ের ট্রাক স্ট্যান্ডে আজ রোববার সকালে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের প্রায় আধা ঘণ্টার চেষ্টায় এ আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে অন্তত ছয়টি ট্রাক পুড়ে গেছে বলে ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে।
আজ সকাল সকাল আটটার দিকে আগুন লাগে তেজগাঁও ট্রাক স্ট্যান্ডের একটি গ্যারেজে। ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, আগুন লাগার ঘটনা জানার পাঁচ মিনিটের মধ্যেই সেখানে প্রথম দুটি পরে আরও একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। প্রায় আধা ঘণ্টার মধ্যে সকালে সাড়ে আটটার পর সেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
ফায়ার সার্ভিসের জনসংযোগ বিভাগের কর্মকর্তা তালহা বিন জসিম আজ সকালে প্রথম আলোকে বলেন, ট্রাক স্ট্যান্ডের কাছে একটি গ্যারেজে আগুন লাগে। এটি আসলে একটি দোকান। আগুন লাগার পর সেখানে থাকা আটটি ট্রাক পুড়ে গেছে। তবে আগুন নিয়ন্ত্রণে এসেছে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ব্যবসায়ী গ্রেপ্তার
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আন্দারমানিক পশ্চিমপাড়া এলাকায় ১০ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক ব্যবসায়িকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। জানা যায়, গ্রেপ্তার রফিকুল ইসলাম মুরগী ব্যবসায়ী।
এ ঘটনায় মঙ্গলবার সকালে শিশুর নানা বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করেছেন। গ্রেপ্তার মুরগী ব্যবসায়ী রফিকুল ইসলাম (৫২) কুড়িগ্রাম জেলার চিলমারি থানার সরকার পাড়া এলাকার মৃত আকবর আলীর ছেলে। তিনি কালিয়াকৈরের আন্দারমানিক পশ্চিমপাড়া এলাকার মোকলেসুর রহমানের বাড়িতে ভাড়া থেকে মুরগীর ব্যবসা করতেন।
শিশুর পরিবারের সদস্য ও মামলার অভিযোগে জানা যায়, কালিয়াকৈরের আন্দারমানিক পশ্চিমপাড়া এলাকার মুরগী ব্যবসায়ী রফিকুল ইসলামের দোকানে সোমবার দুপুরে মুরগী ক্রয় করতে যায় ১০ বছরের এক মেয়ে শিশু। এসময় মুরগী ব্যবসায়ী রফিকুল ইসলাম ওই শিশুকে চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে দোকানের ভেতর নিয়ে ধর্ষণের চেষ্টা করে।
এ সময় ওই শিশুর ডাকা-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে রফিকুল ইসলামকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে মৌচাক ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত রফিকুল ইসলামকে গ্রেপ্তার করে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, এ ঘটনায় মামলা হয়েছে গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।