ক্রোমিয়াম ইকোসিস্টেম উন্নয়নে তহবিল চালু করল গুগল
Published: 12th, January 2025 GMT
ক্রোমিয়াম ইকোসিস্টেমে উন্মুক্ত প্রোগ্রামিং সংকেত বা ওপেন সোর্সভিত্তিক প্রকল্পগুলোর উন্নয়নে তহবিল সরবরাহের জন্য নতুন একটি উদ্যোগ চালু করেছে গুগল। লিনাক্স ফাউন্ডেশনের সহযোগিতায় চালু হওয়া এই তহবিলের নাম ‘সাপোর্টার্স অব ক্রোমিয়াম বেজড ব্রাউজার্স’। গত বৃহস্পতিবার গুগলের এক ঘোষণায় জানানো হয়, ‘নিরপেক্ষ’ এই মাধ্যমটি ক্রোমিয়াম প্রকল্পগুলোকে আর্থিক সহায়তা ও অবকাঠামোগত সমর্থন দেবে।
গুগল ২০০৮ সালে ক্রোম ব্রাউজারের পাশাপাশি ক্রোমিয়াম উন্মোচন করে। ওপেন সোর্সভিত্তিক এই অবকাঠামো মাইক্রোসফট এজ, অপেরা ও ব্রেভসহ অনেক ব্রাউজারের ভিত্তি হিসেবে ব্যবহৃত হয়। গুগলের পাশাপাশি মেটা, মাইক্রোসফট ও অপেরা এরই মধ্যে এই উদ্যোগে যুক্ত হয়েছে। মাইক্রোসফট এক বিবৃতিতে জানিয়েছে, এই তহবিল কমিউনিটির প্রয়োজন অনুযায়ী তহবিল ব্যবস্থাপনা এবং বরাদ্দ নিশ্চিত করবে।
গুগল জানিয়েছে, ২০২৩ সালে তারা ক্রোমিয়ামে এক লাখের বেশি কমিট (কোডের আপডেট বা সংশোধনীকে বোঝায়) যুক্ত করেছে। প্রকল্পের টেকসই উন্নয়নে অবকাঠামোগত বিনিয়োগও অব্যাহত রয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, প্রতিদিন হাজারো সার্ভার ব্যবহার করে কোটি কোটি টেস্ট চালানো হয়। শতাধিক বাগ রিপোর্টের মধ্যে গুরুত্বপূর্ণ সমস্যাগুলো সমাধান করা হয়। পাশাপাশি কোডের স্থায়িত্ব নিশ্চিত করতে নিয়মিত মানোন্নয়নের কাজ চলছে।
এই তহবিল চালুর ঘোষণা এমন সময় এলো যখন মার্কিন বিচার বিভাগ গুগলকে একচেটিয়া বাজার আধিপত্য ভাঙতে ক্রোম ব্রাউজার বিক্রি করার নির্দেশ দিয়েছে। মার্কিন বিচার বিভাগের অভিযোগের জবাবে গুগল তিন বছরের জন্য মজিলা ও সাফারির মতো ব্রাউজারগুলোতে ডিফল্ট সার্চ ইঞ্জিন চুক্তি বাতিলের প্রস্তাব দিয়েছে।
সূত্র: দ্য ভার্জ
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
মার্কিন উপ-জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধির টেলিকনফারেন্স
যুক্তরাষ্ট্রের উপজাতীয় নিরাপত্তা উপদেষ্টা অ্যালেক্স এন ওং বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ (উচ্চ প্রতিনিধি) ড. খলিলুর রহমানের সঙ্গে টেলিকনফারেন্স করেছেন। দুই কর্মকর্তা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং যোগাযোগ অব্যাহত রাখতে সম্মত হয়েছেন।
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বাসসকে বলেন, নতুন মার্কিন প্রশাসন এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে এটি এখন পর্যন্ত সর্বোচ্চ পর্যায়ের যোগাযোগ।
মার্কিন সরকার সম্প্রতি রোহিঙ্গা শরণার্থীদের জন্য ৭৩ মিলিয়ন মার্কিন ডলারের নতুন আর্থিক সহায়তা নিশ্চিত করেছে। রোহিঙ্গা শরণার্থীদের সাহায্যের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সবচেয়ে বড় সরবরাহকারী। ২০১৭ সাল থেকে তারা প্রায় ২.৪ বিলিয়ন মার্কিন ডলার অবদান রেখেছে এবং জাতিসংঘকে জরুরি খাদ্য ও পুষ্টি সহায়তা প্রদান করে আসছে।
যুক্তরাষ্ট্র জুলাই বিদ্রোহের সময় বাংলাদেশের ছাত্রী প্রতিবাদী নেতাদের মর্যাদাপূর্ণ ম্যাডেলিন অ্যালব্রাইট অনারারি গ্রুপ অ্যাওয়ার্ড প্রদানের সিদ্ধান্ত নিয়েছে।