ধরুন, আপনি কোনো এক দিন সারা বেলা, মানে ২৪ ঘণ্টা একাকার করে খেলা দেখতে চান-একটার পর একটা খেলা, শুধু দেখেই যেতে চান। পুরোনো খেলা নয়। টেস্ট ক্রিকেটও নয়। এমনকি পৃথিবীর আনাচে-কানাচে চলা যে কোনো ধরনের ম্যাচও নয়। প্রতিষ্ঠিত লিগে প্রতিষ্ঠিত ক্রিকেটারদের ধুমধাড়াক্কার টি-টোয়েন্টি দেখতে চান।

তাহলে খাবার-দাবার আর প্রয়োজনীয় সব জিনিসপত্তর নিয়ে আজই বসে পড়ুন টেলিভিশনের সামনে। আজই তো আপনার সেই দিনটা। আজ ১২ জানুয়ারি, সারা দিন শুধু টি-টোয়েন্টি আর টি-টোয়েন্টি, সকাল থেকে মাঝরাত পর্যন্ত শুধু টেলিভিশনের রিমোটের বোতাম চেপে এ চ্যানেল থেকে ও চ্যানেল করুন, আপনার শখ পূরণ হয়ে যাবে।

পুরোনো নয়, যেনতেন জায়গারও নয়। ভিন্ন ভিন্ন দেশে, ভিন্ন ভিন্ন রঙে-ঢঙে সকাল থেকে রাতের প্রথম প্রহর পর্যন্ত শুধু টি-টোয়েন্টি আর টি-টোয়েন্টি। নিশ্চিত থাকতে পারেন, এমন টি-টোয়েন্টিময়র দিন-রাত্রি আগে কখনো আসেনি!

কেন আসেনি, সেটি বুঝবেন সূচির দিকে তাকালেই। আজকের দিনটায় খেলা আছে শীর্ষস্থানীয় পাঁচটি টি-টোয়েন্টি লিগে। বাংলাদেশের বিপিএল, অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ, দক্ষিণ আফ্রিকার এসএ-টোয়েন্টি, নিউজিল্যান্ডের সুপার স্ম্যাশ এবং সংযুক্ত আরব আমিরাতের আইএলটিটোয়েন্টি-ম্যাচ আছে পাঁচ লিগেই।

সংযুক্ত আরব আমিরাতে গতকাল শুরু হয়েছে আইএলটি২০।.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

বরবাদ ও জংলির টিকিট চাইলেন ইমরান, পেলেন না একটিরও

ঈদে মুক্তি পাওয়া ছবিগুলো তুমুলভাবে দর্শক টানছে। ফলে দর্শকদের চাপ সামলাতে শো বাড়িয়েছে হল কর্তৃপক্ষ। সাধারণ দর্শকদের পাশাপাশি শোবিজে অঙ্গনের অনেক তারকাই ছুটছেন ঈদের আলোচিত সিনেমা দেখতে। দর্শকদের ভিড়ে জমে উঠেছে হল, মিলছে না কাঙ্খিত টিকিট। টিকিট না পাওয়ার সেই তালিকায় যুক্ত হয়েছেন কণ্ঠশিল্পী ইমরানও।

বুধবার (২ এপ্রিল) এক ফেসবুক পোস্টে একথা জানিয়েছে ইমরান। ওই পোস্টে তিনি লিখেছেন, ‘কাতার থেকে একটু আগে দেশে আসলাম। এসেই আমার ড্রাইভারকে এসকেএস টাওয়ারে পাঠালাম ‘বরবাদ’ সিনেমার টিকিট কাটার জন্য । শো হাউজফুল । শুধু তাই না আগামীকালের জন্য বললাম, সেখানেও টিকেট নাই।

তিনি আরো লেখেন, “তারপর জংলি সিনেমা দেখবো বলে বললাম ‘জংলি’র টিকিট আছে কিনা , ড্রাইভার বললো ‘জংলি’ সিনেমার টিকিট আজকে নাই, কালকেও নাই । আগামী পরশু টিকিট পাওয়া যাবে। তারপর খোঁজ নিতে বললাম ‘জ্বীন ৩ ’ কিন্তু আনফরচুনেটলি এ ছবি এসকেএস টাওয়ারে নেই। আছে বসুন্ধরা ষ্টার সিনেপ্লেক্সে।”

সবশেষ গায়ক লিখেছেন, ‘একটু মন খারাপ হলো কিন্তু ভালো লাগার বিষয় এটা বাংলা সিনেমা মানুষ দেখছে। হলে গিয়ে সিনেমা দেখছে এটাই খুশির সংবাদ। বাংলা সিনেমা জয় হোক। 

ঈদে মুক্তি পাওয়া শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমার রোমান্টিক গান ‘মায়াবী’তে কণ্ঠ দিয়েছেন ইমরান। এছাড়াও ‘জংলি’ ও ‘জ্বী ৩’ ছবির গানেও কণ্ঠ দিয়েছেন এ সংগীতশিল্পী। 

সম্পর্কিত নিবন্ধ