Prothomalo:
2025-03-04@11:13:51 GMT

রামচরণের সেই স্বপ্ন পূরণ

Published: 12th, January 2025 GMT

এস এস রাজামৌলি পরিচালিত ‘আরআরআর’ বক্স অফিসে ‘সুনামি’ এনেছিল। এই ছবির মূল দুই নায়ক রামচরণ ও জুনিয়র এনটিআর। বক্স অফিসে ঝড় তুলতে এবার একাই এসেছেন রামচরণ। গত শুক্রবার বড় পর্দায় মুক্তি পেয়েছে রামচরণ-কিয়ারা আদভানির জুটির ‘গেম চেঞ্জার’। ছবিটি তাঁর ক্যারিয়ারে কতটা ‘চেঞ্জ’ আনতে পারবে, সামনের সপ্তাহেই তা জানা যাবে। আপাতত ছবিটির মাধ্যমে রামচরণের একটা স্বপ্ন সত্যি হওয়ার কথাই জানব আজ।

মুম্বাইতে আয়োজিত ছবির প্রচার অনুষ্ঠানে রামচরণ জানান, এস শংকরের মতো পরিচালকের সঙ্গে কাজ করার স্বপ্ন দেখতেন তিনি। ‘গেম চেঞ্জার’ সেই স্বপ্ন পূরণ করেছে।

মুম্বাইতে আয়োজিত ছবির প্রচার অনুষ্ঠানে রামচরণ। এএফপি.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

এনসিসি ব্যাংক-কমার্স প্লেক্স চুক্তি

যুক্তরাজ্য ও ইউরোপে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের কর্ষ্টাজিত বৈদেশিক মুদ্রা নিরাপদ, স্বল্প সময় ও সহজতম উপায়ে দেশে বসবাসরত আত্মীয়স্বজনের নিকট পৌঁছানোর লক্ষ্যে সোমবার এনসিসি ব্যাংক পিএলসি কমার্স প্লেক্স লি. (সিমপাইসা), ইউকে এর সাথে রেমিট্যান্স চুক্তি স্বাক্ষর করেছে।

এই চুক্তির মাধ্যমে কমার্স প্লেক্স (সিমপাইসা), ইউকে এর মাধ্যমে যুক্তরাজ্য ও ইউরোপে থেকে পাঠানো রেমিট্যান্স এর অর্থ এর সুবিধাভোগীরা এনসিসি ব্যাংক ও এর সহযোগী এনজিও এবং সাব-এজেন্ট এর শাখা হতে উত্তোলন করতে সক্ষম হবে।

এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম শামসুল আরেফিন এবং সিম্পাইসা, ইউকে এর চিফ স্ট্রাটেজি অ্যান্ড অপারেশন্স্ অফিসার (সিএসও) বাছির নজিম স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এ সময় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. জাকির আনাম, মো. মনিরুল আলম ও মোহাম্মদ মিজানুর রহমান, এসভিপি ও হেড অব ট্রেজারী প্রধান মো. জহুরুল করীম চৌধুরী, এসএভিপি ও রেমিট্যান্স অ্যান্ড এনআরবি ব্যাংকিং প্রধান মো. ফরাদুজ্জামান এবং (সিমপাইসা), ইউকে এর কান্ট্রি ম্যানেজার সানজানা ফরিদ ও হেড অব ট্রেজারী সানি দাসসহ উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকা/সাজ্জাদ/সাইফ

সম্পর্কিত নিবন্ধ