রাজধানীর পান্থকুঞ্জ পার্ক দিয়ে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের র‍্যাম্প নামানো প্রকৃতিবিধ্বংসী কাজ বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ আনু মুহাম্মদ। পান্থকুঞ্জ পার্ক দিয়ে র‍্যাম্প নামানোর পরিকল্পনা বাদ না দেওয়ায় সরকারের সমালোচনা করেছেন তিনি। আনু মুহাম্মদ বলেছেন, গত কয়েক মাসে সরকারের একমাত্র সংগঠিত উদ্যোগ ছিল বিভিন্ন ক্ষেত্রে ভ্যাট–শুল্ক বাড়ানো। মানুষের জীবন যেসব কারণে তছনছ হচ্ছে, সেসব বিষয়ে সরকারের কোনো উদ্যোগ নেই।

রাজধানীর পান্থকুঞ্জ পার্কে শনিবার বিকেলে আয়োজিত এক নাগরিক সমাবেশে আনু মুহাম্মদ এসব কথা বলেন। কারওয়ান বাজার থেকে পলাশী পর্যন্ত চলমান ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের সংযোগ সড়ক বাতিলের দাবিতে ৩০ দিন ধরে অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশের পরিবেশ সচেতন নাগরিক ও বিভিন্ন সংগঠনের যৌথ প্ল্যাটফর্ম ‘বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলন’। আন্দোলনের ৩০তম দিনে শনিবার নাগরিক সমাবেশের আয়োজন করা হয়।

আনু মুহাম্মদ বলেন, অন্তর্বর্তী সরকার যে শেখ হাসিনা সরকারের চেয়ে ভিন্ন, সেটি তাদের (অন্তর্বর্তী সরকার) প্রমাণ করতে হবে। পান্থকুঞ্জ পার্ক দিয়ে র‍্যাম্প নামানোর মতো প্রকৃতিবিধ্বংসী কাজ বাদ দিয়ে এই পার্ক পুনরুদ্ধারের উদ্যোগ নিতে হবে সরকারকে।

এক মাস ধরে অবস্থান কর্মসূচি পালন করার পরও পান্থকুঞ্জ পার্কটি রক্ষার উদ্যোগ না নেওয়ায় অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেন আনু মুহাম্মদ। তিনি বলেন, স্বৈর শাসকের পতনের পর বৈষম্যহীন নতুন বাংলাদেশ হবে, পরিবর্তন হবে, এসব কথাবার্তা শোনা যাচ্ছে। কিন্তু সরকারের কাজে কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না। উপদেষ্টারা বলেছেন, এটা (পান্থকুঞ্জ পার্ক দিয়ে এলিভেটেড এক্সপেসওয়ের র‍্যাম্প নামানো) পরিবর্তন করা যাবে না। এমনকি রামপালের (কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প) মতো ভয়ংকর প্রকল্পও নাকি পরিবর্তন করা যাবে না। তিনি আরও বলেন, এসব চুক্তি আগের সরকারের আমলে হয়েছে। শেখ হাসিনার শাসন আমলের ভয়ংকর চুক্তি ও প্রকল্পগুলোর যদি পরিবর্তন করা না যায়, তাহলে পরিবর্তন কোথায় এসেছে?

অন্তর্বর্তী সরকার শেখ হাসিনা সরকারের ধারাবাহিকতা রক্ষা করছে উল্লেখ করে আনু মুহাম্মদ বলেন, ‘আগের সাইবার সিকিউরিটি অ্যাক্ট বাতিল করে এখন যেটা হয়েছে, সেটা আগেরটার কিছু কিছু ধারাবাহিকতা দেখতে পাচ্ছি। দায়মুক্তি আইন স্থগিত করা হলো। কিন্তু পেছনে একটা লেজ লাগানো হলো, আগের প্রকল্প ও চুক্তি অব্যাহত থাকবে। এগুলো গণ–অভ্যুত্থানের যে মানুষের ত্যাগ কিংবা তাঁদের যে পরিশ্রম, তাঁদের জীবন—সবকিছুর সঙ্গে প্রতারণা করা।’

পান্থকুঞ্জ পার্ককে রক্ষা করার দাবি জানিয়ে আনু মুহাম্মদ বলেন, এই পার্কে গাছপালা লাগাতে হবে। এখান দিয়ে র‍্যাম্প নামানোর মূল শর্ত হচ্ছে আশপাশের মানুষের সুস্থ জীবনের নিশ্চয়তা দিতে হবে, পার্কটিকে রক্ষা করতে হবে। এগুলো ঠিক রেখে র‍্যাম্প বানাতে পারলে কোনো সমস্যা নেই। কিন্তু এসব শর্ত ঠিক রেখে র‍্যাম্প নামানো সম্ভব নয়।

সমাবেশে নারীনেত্রী শিরিন হক পান্থকুঞ্জ রক্ষার দাবি জানিয়ে বলেন, ঢাকা শহরে এমনিতেই সব সবুজ আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। যেখানে প্রতিটি এলাকায় ছোট ছোট পার্ক করা দরকার, সেখানে পান্থকুঞ্জ পার্কটিকে ধ্বংস করা হচ্ছে। এটি পুনরুদ্ধার করতে হবে।

বিগত সরকারের সময় নেওয়া সব প্রকল্প নিয়ে অন্তর্বর্তী সরকারের নতুন করা ভাবা উচিত বলে মন্তব্য করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। তিনি বলেন, সব প্রকল্পেই প্রাণ-প্রকৃতিকে অগ্রাধিকার দেওয়া উচিত। এ ক্ষেত্রে প্রকল্প বাতিল করার প্রয়োজন হলে বাতিল করতে হবে। সব প্রকল্প পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করতে হবে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষক আকতার মাহমুদ বলেন, ঢাকায় পার্ক ও খেলার মাঠ মানুষের চাহিদার ৯০ ভাগের ১ ভাগ মাত্র। এখানে হাজার হাজার কোটি টাকার প্রকল্প হয়, কিন্তু পার্ক বা খেলার মাঠের জন্য কোনো প্রকল্প নেওয়া হয় না।

আওয়ামী লীগ সরকারের সময় ঢাকা শহরে প্রাণ-প্রকৃতি ধ্বংস করা হয়েছে, এ নিয়ে একটি শ্বেতপত্র প্রকাশের দাবি জানান বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি) সাধারণ সম্পাদক ও নগর–পরিকল্পনাবিদ শেখ মুহম্মদ মেহেদি হাসান।

গাছ রক্ষা আন্দোলনের সমন্বয়কারী নাঈম উল হাসান বলেন, দেশের রাজনীতিতে প্রাণ-প্রকৃতির বিষয়টি একেবারেই নেই। রাজনীতির মধ্যে প্রাণ-প্রকৃতি ও পরিবেশ একটা কেন্দ্রীয় বিষয় হিসেবে রাখার দাবি জানান তিনি।

সমাবেশ সঞ্চালনা করেন গাছ রক্ষা আন্দোলনের সমন্বয়ক আমিরুল রাজিব।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ইউক্রেনে জেলেনস্কির বিকল্প নেতা খুঁজছে যুক্তরাষ্ট্র!

ইউক্রেনে শান্তিচুক্তির জন্য দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির পদত্যাগ করা লাগতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালৎস। তিনি বলেছেন, ‘ইউক্রেনের একজন নেতা প্রয়োজন, তিনি আমাদের সঙ্গে কাজ করতে পারবেন। তিনি শেষ পর্যন্ত রাশিয়ার সঙ্গে কাজ করতে পারবেন এবং এই যুদ্ধ থামাতে পারবেন।’ খবর- সিএনএন

গণমাধ্যমের সামনেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নজিরবিহীন বাগবিতণ্ডার পর এ কথা বললেন তিনি। বাগবিতণ্ডার এ ঘটনাটি নিয়ে নানা আলোচনা চলছে বিশ্বজুড়ে। ওই ঘটনার পর ইউক্রেনের খনিজ সম্পদ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে ঐতিহাসিক চুক্তি হওয়ার কথা ছিল, সেটিও বাতিল হয়ে যায়। আর এর পরই ইউক্রেনের ভবিষ্যৎ কোন পথে, তা নিয়ে শুরু হয় আলোচনা।

এই প্রকাশ্য দ্বন্দ্ব ন্যাটোর ইউরোপীয় সদস্যদের সঙ্গে যুক্তরাষ্ট্রের বড় সংকটের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করেন বিশ্লেষকরা। শুক্রবারের ওই ঘটনায় সাবেক ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেনের গড়া ওয়াশিংটন-কিয়েভ সম্পর্ক ভেঙে পড়েছে। এই প্রকাশ্য দ্বন্দ্ব ন্যাটোর ইউরোপীয় সদস্যদের সঙ্গে যুক্তরাষ্ট্রের বড় সংকটের ইঙ্গিত দিচ্ছে। 

যদিও ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে আবারও এক টেবিলে বসার ইঙ্গিত দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেছেন, ইউক্রেন ও রাশিয়া-দুই পক্ষই আলোচনায় না বসলে যুদ্ধ থামবে না। হোয়াইট হাউসে শুক্রবার ট্রাম্প-জেলেনস্কি বিতণ্ডার পর থেকে ইউক্রেনের সঙ্গে যুক্তরাষ্ট্রের আর কথা হয়নি। যুদ্ধ থামানোর জন্য রাশিয়াকে আলোচনার টেবিলে আনতে হবে। তবে তাদের প্রতি বৈরী মনোভাব রাখলে, মস্কোকে আলোচনায় যুক্ত করা সম্ভব হবে না। কোনো চুক্তি করার ক্ষেত্রে প্রেসিডেন্ট ট্রাম্প এই মনোভাবই দেখিয়ে আসছেন।

তিনি বলেন, ‘আমি আশা করি, সবকিছু আবার শুরু হতে পারে। আশা করি, তিনি (জেলেনস্কি) এটা বুঝতে পারবেন যে আমরা আসলে আরও হাজার হাজার মানুষের মৃত্যুর আগে, তাঁর দেশকে সাহায্যের চেষ্টা করছি।’
 

সম্পর্কিত নিবন্ধ