অস্কারে ইতিহাস গড়া কোরীয় নির্মাতা নতুন কোন সিনেমা আসছেন
Published: 11th, January 2025 GMT
নতুন সিনেমা নিয়ে ফিরছেন আলোচিত কোরীয় নির্মাতা বং জুন-হো। সিনেমার নাম ‘মিকি ১৭’। মিকি নামের ১৭ বছরের এক কিশোরের গ্রহ অভিযানের গল্প নিয়েই বৈজ্ঞানিক কল্পকাহিনির এই সিনেমা। এটি ৭৫তম বার্লিন চলচ্চিত্র উৎসবের আউট অব কমপিটিশন শাখায় প্রিমিয়ার হবে।
‘মিকি ১৭’ সিনেমাটি প্রযোজনা করেছে হলিউডের প্রভাবশালী প্রযোজনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্স। এ ছাড়া আরও রয়েছে বং জুন-হোর প্রযোজনা প্রতিষ্ঠান অফস্ত্রিনও। সিনেমাটির বাজেট ১৫ কোটি ডলার। ২০২২ সালের সায়েন্স ফিকশন ‘মিকি-৭’ অবলম্বনে সিনেমাটি নির্মিত হয়েছে। উপন্যাসটি লিখেছিলেন অ্যাডওয়ার্ড অ্যাশটন।
জানা যায়, মিকিকে পাঠানো হয় ভয়ংকর মিশনে। বরফ রয়েছে এমন একটি উপগ্রহের খোঁজে গিয়ে মারা যায় এই মিকি। পরে মিকির মতোই নকল আরেকজনকে তৈরি করা হয়। মিকির স্মৃতিগুলোও এই তরুণের মধ্যে দিয়ে দেওয়া হয়। এতে অভিনয় করেছেন টনি কোলেট, রবার্ট প্যাটিনসন, স্টিভ ইয়ুন।
কান চলচ্চিত্র উৎসবে স্বর্ণপাম পুরস্কার জয়ের পর ২০১৯ সালে অস্কারে রেকর্ড গড়ে কোরীয় সিনেমা ‘প্যারাসাইট’। আন্তর্জাতিক ভাষার সিনেমা হিসেবে প্রথম অস্কারের সেরা ছবির পুরস্কার পায়। একই সঙ্গে আন্তর্জাতিক ভাষাসহ চারটি শাখায় অস্কার পায়। সেই সিনেমার পর আর দেখা যায়নি কোরীয় নির্মাতা বং জুন-হোকে।
আরও পড়ুনঅস্কারজয়ী ‘প্যারাসাইট’ অভিনেতার রহস্যজনক মৃত্যু২৭ ডিসেম্বর ২০২৩বিরতি শেষে আবার ফিরছেন তিনি। সিনেমাটি গত বছরের মার্চে মুক্তির পরিকল্পনা থাকলেও পরে সরে আসে প্রযোজনা প্রতিষ্ঠান। ভ্যারাইটির তথ্যমতে, সিনেমাটি ২৮ ফেব্রুয়ারি কোরিয়ায় মুক্তি পাবে। তার আগে ১৩ থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলা বার্লিন উৎসবে ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ঈদের দিনটা কেটে যায় কাজে, নিজের জন্য আর কিছুই থাকে না
জীবনের পড়ন্তবেলায় এসে ঈদের উৎসবকে যখন রোমন্থন করি, তখন স্মৃতির গভীরে হারিয়ে যাই। ছোটবেলায় ঈদ ছিল এক অন্য রকম আনন্দের উৎসব। নতুন জামা বানাতে দরজির দোকানে মাপ দিতে যাওয়া, তারপর নতুন জামা হাতে পাওয়ার পর সেটি লুকিয়ে রাখা, যেন কেউ আগে দেখে না ফেলে! ঈদের দিন সইদের সঙ্গে গ্রামে ঘুরে বেড়ানো, ভাই–বোনদের সঙ্গে স্টুডিওতে ছবি তুলতে যাওয়া—এসব আনন্দের মুহূর্ত আজও হৃদয়ে জাগরূক। মনে হয়, সময় যেন আটকে গেছে, আমি এখনো সেই শৈশব–কৈশোরের রঙিন দিনগুলোর মধ্যেই আছি। কিন্তু যখন বাস্তবতায় ফিরি, তখন সবকিছু বিমূর্ত হয়ে যায়, ধূসর ও বিবর্ণ মনে হয়। মনের অজান্তেই চোখের কোণে জল এসে জমে।
আমাদের ছোটবেলার ঈদ আজকের মতো জৌলুশময় ছিল না। মধ্যবিত্ত যৌথ পরিবারে ছিল আর্থিক টানাপোড়েন, ছিল পরিমিত জীবনের শিক্ষা। দাদা–দাদার ভাইদের বিশাল পরিবারের সদস্যদের জন্য রান্না হতো বড় বড় পাতিলে। ঈদের এক সপ্তাহ আগেই শুরু হতো প্রস্তুতি। পুরোনো শাড়ির পাড় জোড়া লাগিয়ে দরজা–জানালার পর্দা বানানো হতো, সোডা দিয়ে কাপড় ধোয়ার আয়োজন চলত। মুড়ি, চিড়া ও খই সংগ্রহ করে রাখা হতো ঈদের সকালে মলিদা তৈরির জন্য। ময়দার সঙ্গে রং মিশিয়ে কাঁঠালপাতায় গোলা লেপে শুকিয়ে বানানো হতো পিঠা। এত কাজ, এত পরিশ্রমের মধ্যেও ক্লান্তি ছিল না; বরং ঈদের প্রস্তুতিই ছিল এক অন্য রকম আনন্দ।
ঈদের দিন ভোরে সাবান দিয়ে গোসল করে নতুন ছাপা থান কাপড়ের ফ্রক পরার আনন্দ আজও মনে পড়ে। তারপর পরিবারের মুরব্বিদের সালাম করে বয়সভেদে চার আনা থেকে এক টাকা পর্যন্ত ঈদের সালামি পাওয়া ছিল আমাদের কাছে বিরাট প্রাপ্তি! ঈদের সকালের শুরু হতো মলিদা দিয়ে, এরপর গুড়ের পায়েস কিংবা গুড়ের সেমাই। দুপুরের খাবারে থাকত মুরগির মাংস আর আলুর ঝোল, যার স্বাদ আজও স্মৃতির পাতায় অমলিন।
তারুণ্যে পা রাখার পর ঈদের উৎসব বদলে গেল। বরিশালে পড়াশোনার সময় ঈদ পায় নতুন রূপ—সেমাই, ফিরনি, জর্দা, পোলাও–কোরমার ভিড়ে ঈদ যেন ভোজন উৎসবে পরিণত হলো। এরপর কর্মজীবন, বিয়ে ও সংসারের দায়িত্ব এসে ঈদের রং পাল্টে দিল। নারীদের জন্য ঈদ মানে তখন শুধুই স্বামী–সন্তান ও সংসারের তাগিদ।
আজকের ঈদ আর আমাদের শৈশবের ঈদের মধ্যে বিস্তর ব্যবধান। একসময় ঈদ মানে ছিল সীমিত সম্পদের মধ্যেও অপরিসীম আনন্দ। এখন ঈদের বাহারি আয়োজন, নতুন কাপড়–গয়না, খাবারের জৌলুশ বেড়েছে; কিন্তু সেই আনন্দ কোথায় যেন হারিয়ে গেছে! আগে একটা সাধারণ ফ্রকেই যে আনন্দ লুকিয়ে ছিল, এখন অসংখ্য পোশাকের মধ্যেও তা খুঁজে পাওয়া যায় না। কারণ, নারীদের ঈদ শুরু হয় গভীর রাতে—ফিরনি, সেমাই, হালিম, জর্দা, চটপটিসহ বাহারি রান্নার আয়োজন করে। সকালে রান্নার কাজ শেষ হতেই দুপুরের ও রাতের খাবারের প্রস্তুতি নিতে হয়। ফলে ঈদের দিনটাই কেটে যায় কাজে, নিজের জন্য কিছুই আর থাকে না।
অধ্যাপক শাহ্ সাজেদা