পৌষ মেলার ঘোড়দৌড়ে হর্ষধ্বনিতে মুখর চারপাশ
Published: 11th, January 2025 GMT
মাঠ থেকে আগেই কাটা হয়েছে ফসল। ধু ধু মাঠে হিম হিম শীত উপেক্ষা করে হাজারো দর্শকের ঢল নামে। সবার দৃষ্টি মাঠে। নির্দিষ্ট পথে খুরের আওয়াজ তুলে প্রাণপণে ছুটছে ১৬টি ঘোড়া। কে কাকে টেক্কা দিয়ে সামনে যেতে পারে, চলে সেই লড়াই। হর্ষধ্বনি আর উপস্থিত দর্শকদের করতালিতে মুখর পুরো মাঠ।
বগুড়ার সারিয়াকান্দি উপজেলার চর ডোমকান্দি মাঠে বসা চার দিনব্যাপী পৌষ মেলায় প্রধান আকর্ষণ ছিল গ্রামীণ ঐতিহ্যবাহী ঘোড়দৌড় উৎসব। শনিবার মেলার শেষ দিনে ঘোড়দৌড় প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ‘ক’ বিভাগে সিরাজগঞ্জের ‘অ্যারাবিয়ান হর্সের’ ঘোড়সওয়ার ইমরান হোসেন ও ‘খ’ বিভাগে বগুড়ার ধুনট উপজেলার খাটিয়ামারির ‘আল্লাহর দানের’ ঘোড়সওয়ার ফরহাদ হোসেন চ্যাম্পিয়ন হয়।
পৌষ মেলা উপলক্ষে আশপাশের অর্ধশত গ্রামে উৎসব আমেজ বিরাজ করে। মেলা উপলক্ষে মেয়ে জামাই ও আত্মীয়স্বজনকে নিমন্ত্রণ জানানো হয়। আজকের ঘোড়দৌড় দেখতে মাঠে হাজারো মানুষের ঢল নামে। ঘোড়সওয়ারদের রণকৌশল আর ঘোড়ার খুরের টগবগ শব্দ উপভোগ করেন হাজারো দর্শক। চর ডোমকান্দি গ্রামের তরুণসমাজ আয়োজিত এ ঘোড়দৌড় প্রতিযোগিতায় অংশ নেয় ‘অ্যারাবিয়ান হর্স’, ‘আল্লাহর দান’, ‘সালমান রাজ’, ‘কাটিং মাস্টার’, ‘আল্লাহ ভরসা’, ‘রাহিম টুয়েন্টি ফোর’, ‘অমিদ্র সুজন’, ‘মহাজন’, ‘সুজন অগ্নি’, ‘হঠাৎ আক্রমণ’, ‘শাহ জালাল’, ‘বিজলী রানী’, ‘কিং কোবরা’, ‘নাগরাজ’সহ ১৬টি ঘোড়া।
স্থানীয় বাসিন্দারা জানান, বেলা তিনটায় ঘোড়দৌড় প্রতিযোগিতা শুরু হয়। এর আগে উপজেলার বিভিন্ন এলাকা ও আশপাশের গ্রাম থেকে মাঠে আসতে শুরু করেন দর্শকেরা। খেলা শুরুর আগেই চর ডোমকান্দি ফসলি মাঠ ভরে যায়। ঘোড়দৌড় প্রতিযোগিতা শুরু হলে দর্শকের করতালিতে মুখর হয় চারপাশ। প্রতিযোগিতা শেষ হয় সন্ধ্যা ছয়টায়।
প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঘোড়সওয়ার ইমরান হোসেনকে রেফ্রিজারেটর এবং ফরহাদ হোসেনকে ৩২ ইঞ্চি এলইডি টেলিভিশন পুরস্কার দেওয়া হয়। ইমরান হোসেন বলেন, ‘এক যুগ ধরে ঘোড়দৌড়ে অংশ নিচ্ছি। কোথাও ঘোড়দৌড়ের খবর পেলেই সেখানে ছুটে যাই।’
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন জেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সারিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী এরফানুর রহমান। স্থানীয় সমাজসেবক আবদুল ওয়াদুদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহাজাত হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফারাজুল ইসলাম, এম রুবেল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
মেলা কমিটির সভাপতি আবদুল ওয়াদুদ বলেন, পৌষ মেলা উপলক্ষে আশপাশের প্রতিটি গ্রামে বাড়িতে বাড়িতে আত্মীয়স্বজন নিমন্ত্রণ খেতে আসে। ঘোড়দৌড় প্রতিযোগিতা মেলার প্রধান আকর্ষণ। এ উপলক্ষে গ্রামজুড়ে আনন্দের বন্যা বইছে। প্রতিটি বাড়িতে মেয়ে-জামাতা ও অতিথিদের মাছ মাংস, মিঠাই-মিষ্টান্ন, শীতের পিঠা-পুলি ও পায়েস দিয়ে আপ্যায়ন করা হয়।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
পলান সরকারের মৃত্যুবার্ষিকীতে তাঁর জীবন ও কর্ম নিয়ে আলোচনা
আলোর ফেরিওয়ালাখ্যাত পলান সরকারের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। শনিবার এ উপলক্ষে প্রথম আলোর রাজশাহী কার্যালয়ে বন্ধুসভার উদ্যোগে তাঁর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রথম আলোর রাজশাহী বন্ধুসভার মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় প্রথম আলোর রাজশাহীর নিজস্ব প্রতিবেদক আবুল কালাম মুহম্মদ আজাদ, বন্ধুসভার বন্ধু দেবযানি বিশ্বাস, মো. আসিফ ইমতিয়াজ, নাহিদ হাসান, সুশীল পাল প্রমুখ বক্তব্য দেন।
বক্তারা বলেন, আলোকিত মানুষ পলান সরকারের পদাঙ্ক অনুসরণ করে একটি মানবিক সমাজ গঠন করতে হবে। এ জন্য বই পড়ার কর্মসূচি চালিয়ে যেতে হবে। নিজে বই পড়ার সঙ্গে সঙ্গে অন্যদের বই পড়ার জন্য উদ্বুদ্ধ করার অঙ্গীকার ব্যক্ত করেন তাঁরা।
পলান সরকারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে রোববার রাজশাহীর বাঘা উপজেলার বাউসা গ্রামে পলান সরকার পাঠাগারে দোয়া অনুষ্ঠান ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
২০১৯ সালের ১ মার্চ ৯৮ বছর বয়সে পলান সরকারের মৃত্যু হয়। ১৯২১ সালের ১ আগস্ট পলান সরকার জন্মগ্রহণ করেন। নিজের টাকায় বই কিনে মানুষের বাড়ি বাড়ি গিয়ে সেই বই দিয়ে আসতেন। পড়া শেষ হলে নতুন বই দিয়ে পুরোনো বইটি ফেরত নিয়ে আসতেন। এভাবে তিনি এলাকায় বই পড়ার আন্দোলন গড়ে তুলেছিলেন। এই অবদানের জন্য ২০১১ সালে পলান সরকার একুশে পদকে ভূষিত হন। পলান সরকারকে নিয়ে ২০০৭ সালের ১৭ ফেব্রুয়ারি প্রথম আলো সাপ্তাহিক ক্রোড়পত্র ছুটির দিনে ‘বিনিপয়সায় বই বিলাই’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়।