কিউআর কোড ব্যবহার করে অ্যান্ড্রয়েডে দ্রুত ফাইল শেয়ার করা যাবে
Published: 11th, January 2025 GMT
গুগলের কুইক শেয়ার অ্যাপ ব্যবহার করে তারের সংযোগ ছাড়াই আশপাশে থাকা নির্দিষ্ট স্মার্টফোন ও কম্পিউটারে দ্রুত ফাইল আদান-প্রদান করা যায়। অনেকেই নিয়মিত অ্যাপটির মাধ্যমে পরিচিতদের ফোনে বা কম্পিউটারে তথ্য পাঠিয়ে থাকেন। আর তাই বর্তমানের তুলনায় আরও সহজে দুটি ফোনের মধ্যে তথ্য আদান-প্রদানের সুযোগ দিতে কুইক শেয়ার অ্যাপে কিউআর কোড–সুবিধা যুক্ত করেছে গুগল। এই সুবিধার ফলে কিউআর কোড ব্যবহার করে কুইক শেয়ারের মাধ্যমে সহজেই ফাইল স্থানান্তর করা যাবে। সুবিধাটি গুগল প্লে সার্ভিসের সর্বশেষ সংস্করণ ২৪.
নতুন সুবিধাটি ব্যবহার প্রক্রিয়াও অত্যন্ত সহজ। শেয়ারিং মেনুতে কুইক শেয়ার অপশন নির্বাচন করলে ‘সেন্ড টু নিয়ারবাই ডিভাইসেস’ বিভাগের নিচে ‘ইউজ কিউআর কোড’ নামে একটি নতুন অপশন দেখা যাবে। এই অপশনটি নির্বাচন করলে কুইক শেয়ারের লোগোসহ একটি কিউআর কোড পর্দায় প্রদর্শিত হবে। কিউআর কোডটি প্রদর্শনের সময় যন্ত্রের পর্দায় স্বয়ংক্রিয়ভাবে উজ্জ্বল হয়ে উঠবে। ফলে নিকটবর্তী অ্যান্ড্রয়েড যন্ত্র এটি সহজেই স্ক্যান করতে পারবে। প্রাপকের কাজের প্রক্রিয়াও সহজ। প্রাপককে যন্ত্রের ক্যামেরাটি প্রদর্শিত কিউআর কোডটির দিকে ধরতে হবে। এরপর স্ক্যান শুরু হবে। স্ক্যান করার পর কুইক শেয়ারের একটি লিংক স্বয়ংক্রিয়ভাবে চালু হবে এবং ফাইল শেয়ারিং প্রক্রিয়া শুরু হবে। সুবিধাটিতে একটি কিউআর কোড একই সঙ্গে একাধিক ডিভাইস স্ক্যান করা যাবে। ফলে একই ফাইল অনেক ব্যবহারকারীকে একই সঙ্গে শেয়ার করা যাবে।
অবশ্য স্যামসাং ব্যবহারকারীরা আগে থেকেই ‘কুইক শেয়ার’ সুবিধায় কিউআর কোডভিত্তিক শেয়ারিংয়ের সুবিধা ব্যবহার করে আসছেন। তবে স্যামসাংয়ের সংস্করণে স্যামসাং ক্লাউডের মাধ্যমে ফাইল শেয়ার করার মতো কিছু অতিরিক্ত সুবিধা রয়েছে।
সূত্র: নিউজ১৮ ডটকম
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে গান যোগ করবেন যেভাবে
সম্প্রতি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে গান যোগ করার নতুন সুবিধা চালু করেছে মেটা। নতুন এ সুবিধা কাজে লাগিয়ে ব্যবহারকারীরা চাইলেই নিজেদের বার্তা ও ছবিযুক্ত স্ট্যাটাসে সর্বোচ্চ ১৫ সেকেন্ড এবং ভিডিও স্ট্যাটাসে সর্বোচ্চ ৬০ সেকেন্ড পর্যন্ত পছন্দের গানের অংশ যোগ করতে পারবেন। হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে গান যোগ করার পদ্ধতি দেখে নেওয়া যাক।
স্ট্যাটাসে গান যোগ করার জন্য প্রথমে হোয়াটসঅ্যাপের ‘আপডেটস’ অপশনে প্রবেশ করতে হবে। এরপর ‘অ্যাড স্ট্যাটাস’ অপশন নির্বাচন করে পছন্দের ফরম্যাটে স্ট্যাটাস তৈরি করতে হবে। চাইলে নতুন ছবি বা ভিডিও ধারণের জন্য ক্যামেরাও ব্যবহার করা যাবে। এবার মিডিয়া নির্বাচনের পর পর্দার ওপরে থাকা ‘মিউজিক’ আইকনে ক্লিক করে তালিকা থেকে বা সার্চ করে পছন্দের গান নির্বাচন করতে হবে। গান নির্বাচনের পর ডান বাটনে ক্লিক করে নিচে থাকা সবুজ আইকনে ট্যাপ করলেই গানসহ স্ট্যাটাস তৈরি হয়ে যাবে।
আরও পড়ুনহোয়াটসঅ্যাপে যে ৮ কাজ কখনো করবেন না ১০ জুন ২০২৪