ট্রুডোর উত্তরসূরি নির্বাচন ৯ মার্চ
Published: 11th, January 2025 GMT
কানাডার বিদায়ী প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর লিবারেল পার্টি আগামী ৯ মার্চ নতুন নেতা নির্বাচন করবে। স্থানীয় সময় গত বৃহস্পতিবার দলের পক্ষ থেকে এক বিবৃতিতে এ ঘোষণা দেওয়া হয়েছে।
ট্রুডো পদত্যাগের ঘোষণা দেওয়ায় আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে নতুন নেতা বেছে নেবে লিবারেল পার্টি। অবশ্য জনমত জরিপে দলটি এ নির্বাচনে দুর্বল অবস্থানে রয়েছে।
৯ বছর ক্ষমতায় থাকার পর গত সোমবার পদত্যাগের ঘোষণা দেন ট্রুডো। জনমত জরিপে দলের বাজে অবস্থা উঠে আসার পর দায়িত্ব ছাড়তে চাপে ছিলেন তিনি।
ট্রুডো বলেছেন, দলের নতুন প্রধান নির্বাচিত হওয়ার আগপর্যন্ত প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করে যাবেন তিনি। নতুন নেতৃত্ব নির্বাচন নিয়ে আলোচনা ও প্রাথমিক নিয়মকানুন নিয়ে কাজ শুরু করতে বৃহস্পতিবার সন্ধ্যায় বৈঠকে বসে দলের জাতীয় পরিচালনা পর্ষদ।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
নতুন রাজনৈতিক দল আনছেন ইলিয়াস কাঞ্চন, ঘোষণা কবে?
এবার রাজনীতিতে নামছেন দেশের জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। নতুন একটি রাজনৈতিক দলের ঘোষণা দিতে যাচ্ছেন তিনি। খবরটি নিজেই নিশ্চিত করেছেন অভিনেতা।
ইলিয়াস কাঞ্চন জানান, ‘জনতার পার্টি বাংলাদেশ’ নামে রাজনৈতিক দল আনা হচ্ছে তার নেতৃত্বে। আগামী ২৫ এপ্রিল রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হবে দলটির। সেখানে ইলিয়াস কাঞ্চন তার নতুন দলের নাম ঘোষণা করবেন।
অভিনয়ের পাশাপাশি দীর্ঘদিন ধরে দেশের সড়ক নিরাপত্তা নিয়ে জনমত গঠনে কাজ করে যাচ্ছেন অভিনেতা। গড়ে তুলেছেন ‘নিরাপদ সড়ক চাই (নিসচা)’ আন্দোলন।
দেশের সড়ক নিরাপত্তা নিয়ে জনমত গঠনের পাশাপাশি সামাজিক বিভিন্ন অবক্ষয় নিয়েও কথা বলতে দেখা গেছে ইলিয়াস কাঞ্চনকে। কিছুদিন আগে ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ করতে নেমেছিলেন রাস্তায়।
এদিকে ৫ আগস্ট পট পরিবর্তনের পর থেকে এ পর্যন্ত এক ডজনের বেশি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে। এবার এ তালিকায় যুক্ত হতে যাচ্ছে ইলিয়াস কাঞ্চনের নাম।