দেশের বাজারে নতুন স্মার্টফোন এনেছে অনার। এক্স৫বি প্লাস মডেলের এই স্মার্টফোনে দীর্ঘস্থায়ী ব্যাটারি, সুবিশাল স্টোরেজ, এআই ক্যামেরা ও উন্নত মানের পর্দা রয়েছে। আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে অনার বাংলাদেশ।

সাধারণ ব্যবহারের ক্ষেত্রে নতুন স্মার্টফোনটি একবার চার্জ দিয়ে দুই দিন পর্যন্ত ব্যবহার করা যাবে। স্মার্টফোনটির ৫২০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারির কারণে ফোনটির মিডিয়াটেক হেলিও জি৩৬ প্রসেসর চলবে স্বাচ্ছন্দ্যে। এর ৭৩১ডব্লিউএইচ/এল অ্যানার্জি-ডেন্সের ব্যাটারি ৮.

৭ মিলিমিটার পুরুত্বের ফোনটিতে সহজেই মানিয়ে যায়। ওয়েব ব্রাউজিং হোক কিংবা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের জন্যই হোক, অনার এক্স৫বি প্লাসে চার্জ থাকবে দীর্ঘক্ষণ, একবার চার্জ দিয়ে ফোনটিতে ওয়েব ব্রাউজিং করা যাবে ২২ ঘণ্টা এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করা যাবে ২৩ ঘণ্টা। এ ছাড়া অনারের সুপার পাওয়ার-সেভিং মোডের কারণে ১০ শতাংশ ব্যাটারি অবশিষ্ট থাকা অবস্থাতেও স্মার্টফোনটি ১৯ ঘণ্টার বেশি সময় ‘স্ট্যান্ডবাই’ হিসেবে ব্যবহার করা যাবে।

ফোনটিতে রয়েছে ১২৮ জিবি ইন্টারনাল মেমোরি, যেখানে ব্যবহারকারীরা ৬০ হাজারের বেশি ছবি ও ২৪ হাজারের বেশি গান কিংবা ২০০টির বেশি সিনেমা রাখতে পারবেন। ফোনটিতে রয়েছে র‍্যাম টার্বো প্রযুক্তি, যা ফ্ল্যাশ মেমোরি ব্যবহারে ৪ থেকে ৮ জিবি পর্যন্ত র‍্যামের কার্যকারিতা বৃদ্ধি করে।

শুধু ব্যাটারি ও স্টোরেজই নয়, অনার এক্স৫বি প্লাসের উন্নত মাল্টি-ক্যামেরা মোবাইল ফটোগ্রাফিকে নিয়ে যাবে নতুন উচ্চতায়। এর ৫০ মেগাপিক্সেলের এআই আলট্রা-ক্লিয়ার মূল ক্যামেরা ও ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরায় তোলা ছবি এখন আরও ঝকঝকে হবে। ফোনটির এআই অবজেক্ট রিকগনিশন সুবিধা স্বয়ংক্রিয়ভাবে ছবির প্রধান বিষয়বস্তু চিহ্নিত করে। পটভূমিতে থাকা অপ্রয়োজনীয় দৃশ্য দূর করবে, যাতে সহজেই ফোকাস ঠিক রেখে স্পষ্ট ছবি তোলা যায়।

অনার এক্স৫বি প্লাসের ৬.৫৬ ইঞ্চি পর্দা সরাসরি সূর্যের আলোয় স্পষ্ট ছবি দেখাতে পারে। স্মার্টফোনটিতে ই-বুক মোড ও চোখ সুরক্ষিত রাখার সুবিধা রয়েছে। অনার এক্স৫বি প্লাস পাওয়া যাচ্ছে কালো, নীল ও পার্পল রঙে। এর দাম ১২ হাজার ৯৯৯ টাকা।

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

সত্যিই কি দিনে পাঁচ লিটার দুধ খান ধোনি, নিজেই দিলেন উত্তর

তখন সবে লম্বা চুলের লোকটার আন্তর্জাতিক ক্রিকেটে আবির্ভাব। ব্যাট হাতে তাঁর সেই হেলিকপ্টার শট প্রতিপক্ষের বোলারদের দুঃস্বপ্ন হতে শুরু করেছে। ২০০৪-০৫ মৌসুমে হঠাৎ আলোচনায় চলে আসা সেই ভারতীয় ব্যাটসম্যানকে নিয়ে তখন থেকেই নানা গুঞ্জন!

ব্যাটসম্যানের নাম মহেন্দ্র সিং ধোনি। মাঠের চারদিকে তাঁর ছক্কা আর চারের ফুলঝুরি দেখেই হয়তো সেই গুঞ্জনের শুরু। তাঁর অবিশ্বাস্য এনার্জি দেখে সবাই অবাক! এই ছেলে খায় কী? এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল ক্রিকেটপ্রেমীদের মনে। সেই উত্তরও খুঁজে বের করে ফেললেন অনেক ক্রিকেটপ্রেমী। ধোনির ব্যাটে এত পাওয়ার নাকি আসে প্রতিদিন ‘পাঁচ লিটার মিল্ক ডোজ’ থেকে! কে জানে, মাঠের চারপাশে তাঁকে বল ওড়াতে দেখেই হয়তো সমর্থকেরা ধরে নিয়েছিলেন এই লোকটা রক্তে নয়, দুধে চলে!

আরও পড়ুনআইপিএলে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ, যা বলল রাজস্থান১ ঘণ্টা আগে

আসলেই কি তা-ই? উত্তরটা এবার ধোনি নিজেই দিলেন। সম্প্রতি একটা প্রচারণা অনুষ্ঠানে গিয়ে। যে অনুষ্ঠানের ছোট ভিডিও ক্লিপ শেয়ার করা হয়েছে ধোনির দল চেন্নাই সুপার কিংসের এক্স হ্যান্ডলেই।
মঞ্চে বসে থাকা ধোনিকে হঠাৎ সঞ্চালক প্রশ্ন করলেন, ‘আপনার সম্পর্কে শোনা সবচেয়ে হাস্যকর গুজব কোনটা?’

একটু হেসে ধোনি উত্তর দিলেন, ‘আমি নাকি দিনে পাঁচ লিটার দুধ খাই!’
উত্তর শুনে সঞ্চালক নিজেই যেন অবাক—‘মানে এই কথাটা সত্যি না?’
ধোনি এক গাল হেসে বলেন, ‘আরে না। হয়তো এক লিটার খেতাম, তা–ও সারা দিন মিলিয়ে। বাকি চার লিটারের কথা বাড়াবাড়ি। এটা তো যে কারও জন্যই বেশি!’

আরও পড়ুনকোহলি–আনুশকা থেকে পন্ত–ইশা: ভারতীয় ক্রিকেটারদের ‘লাভ স্টোরি’২ ঘণ্টা আগে

গুজবের ফর্দ এখানেই থামেনি। সঞ্চালকের পরবর্তী প্রশ্ন, ‘ধোনি কি সত্যিই ওয়াশিং মেশিনে লাচ্ছি বানিয়ে খেতেন?’
মানে মিক্সার জারে বানানো অল্প লাচ্ছিতে তাঁর চলত না? এটাও সেই সময়ের গুজব। ধোনি উত্তর দিয়েছেন এই প্রশ্নেরও, ‘সত্যি কথা হচ্ছে, আমি লাচ্ছিই খাই না রে ভাই।’
কে জানে, ধোনির সেই শুরুর দিকের অবিশ্বাস্য পারফরম্যান্স আর তাঁর ডাকাবুকো চেহারা দেখেই হয়তো লোকে এমন সব আজগুবি গুজব ছড়িয়েছিল।

আবার চেন্নাই সুপার কিংসের অধিনায়কত্ব করছেন ধোনি

সম্পর্কিত নিবন্ধ