দেশের বাজারে নতুন স্মার্টফোন এনেছে অনার। এক্স৫বি প্লাস মডেলের এই স্মার্টফোনে দীর্ঘস্থায়ী ব্যাটারি, সুবিশাল স্টোরেজ, এআই ক্যামেরা ও উন্নত মানের পর্দা রয়েছে। আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে অনার বাংলাদেশ।

সাধারণ ব্যবহারের ক্ষেত্রে নতুন স্মার্টফোনটি একবার চার্জ দিয়ে দুই দিন পর্যন্ত ব্যবহার করা যাবে। স্মার্টফোনটির ৫২০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারির কারণে ফোনটির মিডিয়াটেক হেলিও জি৩৬ প্রসেসর চলবে স্বাচ্ছন্দ্যে। এর ৭৩১ডব্লিউএইচ/এল অ্যানার্জি-ডেন্সের ব্যাটারি ৮.

৭ মিলিমিটার পুরুত্বের ফোনটিতে সহজেই মানিয়ে যায়। ওয়েব ব্রাউজিং হোক কিংবা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের জন্যই হোক, অনার এক্স৫বি প্লাসে চার্জ থাকবে দীর্ঘক্ষণ, একবার চার্জ দিয়ে ফোনটিতে ওয়েব ব্রাউজিং করা যাবে ২২ ঘণ্টা এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করা যাবে ২৩ ঘণ্টা। এ ছাড়া অনারের সুপার পাওয়ার-সেভিং মোডের কারণে ১০ শতাংশ ব্যাটারি অবশিষ্ট থাকা অবস্থাতেও স্মার্টফোনটি ১৯ ঘণ্টার বেশি সময় ‘স্ট্যান্ডবাই’ হিসেবে ব্যবহার করা যাবে।

ফোনটিতে রয়েছে ১২৮ জিবি ইন্টারনাল মেমোরি, যেখানে ব্যবহারকারীরা ৬০ হাজারের বেশি ছবি ও ২৪ হাজারের বেশি গান কিংবা ২০০টির বেশি সিনেমা রাখতে পারবেন। ফোনটিতে রয়েছে র‍্যাম টার্বো প্রযুক্তি, যা ফ্ল্যাশ মেমোরি ব্যবহারে ৪ থেকে ৮ জিবি পর্যন্ত র‍্যামের কার্যকারিতা বৃদ্ধি করে।

শুধু ব্যাটারি ও স্টোরেজই নয়, অনার এক্স৫বি প্লাসের উন্নত মাল্টি-ক্যামেরা মোবাইল ফটোগ্রাফিকে নিয়ে যাবে নতুন উচ্চতায়। এর ৫০ মেগাপিক্সেলের এআই আলট্রা-ক্লিয়ার মূল ক্যামেরা ও ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরায় তোলা ছবি এখন আরও ঝকঝকে হবে। ফোনটির এআই অবজেক্ট রিকগনিশন সুবিধা স্বয়ংক্রিয়ভাবে ছবির প্রধান বিষয়বস্তু চিহ্নিত করে। পটভূমিতে থাকা অপ্রয়োজনীয় দৃশ্য দূর করবে, যাতে সহজেই ফোকাস ঠিক রেখে স্পষ্ট ছবি তোলা যায়।

অনার এক্স৫বি প্লাসের ৬.৫৬ ইঞ্চি পর্দা সরাসরি সূর্যের আলোয় স্পষ্ট ছবি দেখাতে পারে। স্মার্টফোনটিতে ই-বুক মোড ও চোখ সুরক্ষিত রাখার সুবিধা রয়েছে। অনার এক্স৫বি প্লাস পাওয়া যাচ্ছে কালো, নীল ও পার্পল রঙে। এর দাম ১২ হাজার ৯৯৯ টাকা।

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে সরকার একা সিদ্ধান্ত নিতে পারে না: তথ্য উপদেষ্টা 

আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ ছাড়া, দেশি-বিদেশি যারা আমাদের সহযোগী ও স্টেকহোল্ডার রয়েছে, তাদের পরামর্শ ছাড়া এ বিষয়ে সরকার একা সিদ্ধান্ত নিতে পারে না। জনগণ বারবার বলছে, আওয়ামী লীগ নিষিদ্ধ করতে। আমরা মনে করি, সরকার সবার সঙ্গে পরামর্শ-পর্যালোচনা করেই এ সিদ্ধান্ত নেবে।

বুধবার লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামের পূর্ব নারায়ণপুর ইসলামিয়া জুনিয়র দাখিল মাদ্রাসা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন। এর আগে বাড়িতে পৌঁছে মা-বাবাসহ স্বজনদের সঙ্গে দেখা করার পর দাদা-দাদির কবর জিয়ারত করেন।

নির্বাচনের জন্য ডিসেম্বর এবং জুন দুটি টাইমলাইন আছে। এই টাইমলাইনের ভেতরেই  নির্বাচন হয়ে যাবে বলে জানান তথ্য উপদেষ্টা। তিনি বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন, চলতি বছরের ডিসেম্বর থেকে ২০২৬-এর জুনের মধ্যে নির্বাচন দেবেন। এটি হচ্ছে সংস্কার কতটুকু হবে, কীভাবে হবে, তার ওপর নির্ভর করে। এর ভেতরেই নির্বাচন আমরা সীমিত রাখি। এর বেশি উচ্চাশা সরকারের ভেতর থেকেও নেই। আর এটা নিয়ে ধোঁয়াশারও কিছু নেই যে, কবে নির্বাচন হবে। নির্বাচন দিবে কি, দিবে না। অবশ্যই নির্বাচন হবে। রাজনৈতিক দলগুলো প্রস্তুতি নিক।

এ সময় উপস্থিত ছিলেন মাহফুজ আলমের বাবা ও ইছাপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান বাচ্চু মোল্লা, জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) সংগঠক হামজা মাহবুব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লক্ষ্মীপুর জেলা কমিটির আহ্বায়ক আরমান হোসেন, মুখপাত্র বায়েজীদ হোসেন ও মুখ্য সংগঠক সাইফুল ইসলাম মুরাদ।
 

সম্পর্কিত নিবন্ধ