আন্তর্জাতিক ক্রিকেটে তামিম ইকবাল এখন ‘সাবেক ক্রিকেটার’। শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম বার্তায় বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক জানিয়ে দিয়েছেন, জাতীয় দলের হয়ে আর মাঠে ফিরছেন না। আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি ঘটে গেছে। তামিমের অবসরে তাঁকে বিভিন্নভাবে শুভেচ্ছা, অভিনন্দন ও বিদায় জানিয়েছেন তাঁর সতীর্থরা।

তামিমের অবসরে এবার আবেগঘন পোস্ট লিখেছেন নাফিস ইকবাল। দুজনের বড় পরিচয় ছোট ভাই-বড় ভাই। তবে তামিমকে শুধু পরিবারের একজন হিসেবেই নয়, ক্রিকেটাঙ্গনেও বিভিন্ন রূপে দেখেছেন নাফিস। কখনো ঘরোয়া ক্রিকেটে একই দলের খেলোয়াড় হিসেবে, কখনো প্রতিপক্ষ দলের খেলোয়াড় হিসেবে আর কখনোবা জাতীয় দলে অধিনায়ক-ম্যানেজার হিসেবে।

মোটের ওপর মাঠে ও মাঠের বাইরের তামিমকে এবং তাঁর ভালো-মন্দ প্রতিটি মুহূর্তকেই খুব কাছ থেকে দেখেছেন নাফিস। তামিমের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর নাফিসের বিদায়ী-বার্তায় তাই উঠে এলো সব প্রসঙ্গই।

২০২৫ সালের জানুয়ারিতে এসে অবসরের কথা জানালেও তামিম বাংলাদেশ দলের হয়ে শেষ ম্যাচ খেলে ফেলেছেন ২০২৩ সালের সেপ্টেম্বরে। সে বছর ওয়ানডে বিশ্বকাপের দল থেকে তামিমের বাদ পড়াকে কেন্দ্র করে দেশের ক্রিকেটে তোলপাড় উঠেছিল।

২০২৩ সালের ফেব্রুয়ারিতে তোলা ছবি, যে দিন বাংলাদেশ দলের কোচ হিসেবে চন্ডিকা হাথুরুসিংহে দ্বিতীয় দফায় কাজ শুরু করেছিলেন। দুই ভাই তামিম, নাফিস ও হাথুরুসিংহের সঙ্গে ছিলেন খালেদ মাহমুদ।.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

আর্জেন্টিনার বিপক্ষে সুপার ক্লাসিকোতে কি নেইমার খেলবেন

লম্বা সময়ের বিরতির পর এই মাসে ফের মাঠে গড়াবে ফুটবলের আন্তর্জাতিক লড়াই। সেই লড়াইয়ের অংশ হিসেবে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে মাঠে নামবে দক্ষিণ আমেরিকার দলগুলো। যেখানে সবচেয়ে বেশি চোখ থাকবে ২৬ মার্চ বুধবার ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচের দিকে। সুপার ক্লাসিকোর এই ম্যাচ ঘিরে উত্তাপ এরই মধ্যে দানা বাঁধতে শুরু করেছে।

এর আগে ২০২৩ সালের নভেম্বরে প্রথম লেগের ম্যাচে মারাকানায় আর্জেন্টিনার কাছে ১-০ গোলে হেরেছিল ব্রাজিল। সেই হারের কারণে এই ম্যাচ নিয়ে নিশ্চিতভাবেই চাপে থাকবে ব্রাজিল। এটি তাদের জন্য প্রতিশোধের ম্যাচও বটে। এই ম্যাচের আগে আরও একটি বিষয় জোরেশোরে আলোচিত হচ্ছে। এই ম্যাচে ব্রাজিলের সেরা তারকা নেইমারকে দেখা যাবে তো?

২০২৩ সালের ১৮ অক্টোবর উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে চোটে পড়েন নেইমার। এরপর জাতীয় দলে আর ফেরা হয়নি তাঁর। এবার বিশ্বকাপ বাছাইয়ের দলে ডাক পেলে সেটি হবে প্রায় দেড় বছর পর তাঁর দলে ফেরা। শেষ পর্যন্ত তিনি ফিরলে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচে সবচেয়ে বড় আকর্ষণ হয়ে উঠবেন নেইমারই।

আরও পড়ুনমেসিকে পেনাল্টি নেওয়া শিখিয়েছিলেন নেইমার২৮ ফেব্রুয়ারি ২০২৫

চোট কিংবা অন্য কোনো নাটকীয়তা না হলে নেইমারের ফেরা অনেকটাই নিশ্চিত। এর মধ্যে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) দেওয়া ৫২ জনের প্রাথমিক তালিকায় রাখা হয়েছে তাঁকে। তবে চূড়ান্ত ঘোষণার সময় এই দল নামিয়ে আনা হবে ২৩ জনে, আর এই দলটি ঘোষণা করা হবে ৮ মার্চ।

লিওনেল মেসি ও নেইমার

সম্পর্কিত নিবন্ধ

  • মুশফিক–মাহমুদউল্লাহ কি আরও খেলবেন—জানতে চাইবে বিসিবি
  • ৪০ বিদ্যালয় ভবনের কাজ ফেলে পালিয়েছেন ঠিকাদার
  • স্বামী-স্ত্রী মিলে করেন জাল টাকার ব্যবসা
  • কাঠ আমদানির ওপর নতুন শুল্কের উদ্যোগ ট্রাম্পের
  • সাবেক মন্ত্রীর বান্ধবীসহ পুলিশ সদস্যের নামে মামলা 
  • আবাহনীতে ব্রাজিলিয়ান, কিংসে আর্জেন্টাইন
  • গ্রিসে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার দুই বছর পূর্তিতে বিক্ষোভ, ধরপাকড়
  • আর্জেন্টিনার বিপক্ষে সুপার ক্লাসিকোতে কি নেইমার খেলবেন
  • যুক্তরাষ্ট্রের সামরিক স্বাস্থ্য সংস্থার প্রধানকে অবসরে পাঠাল ট্রাম্প প্রশাসন
  • বাংলাদেশের বিপক্ষে নামছেন সাকিব!