‘আমার স্বামী পুলিশের লোক হইয়াও যদি সঠিক বিচার না পায়, কী হইব আমরার’
Published: 11th, January 2025 GMT
‘২৪ ঘণ্টার ভিতরে আমি আমার স্বামীর খুনিরারে গ্রেপ্তার দেখতে চাইছিলাম, কিন্তু এখন পর্যন্ত হেরা (পুলিশ) খুনিরারে ধরতে পারতাছে না। আমার স্বামী পুলিশ প্রশাসনের লোক হইয়াও যদি সঠিক বিচার না পায়, কী হইব আমরার? কিছু বলার নাই।’
আজ শনিবার দুপুরে এভাবে আহাজারি করে কথাগুলো বলছিলেন নেত্রকোনার দুর্গাপুরে দুর্বৃত্তের এলোপাতাড়ি কোপে খুন হওয়া পুলিশের উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলামের স্ত্রী রাবিয়া খাতুন।
চণ্ডীগড় ইউনিয়নের নয়াগাঁও এলাকায় শফিকুলের গ্রামের বাড়িতে গেলে রাবিয়া খাতুন চোখের পানি মুছতে মুছতে সাংবাদিকদের বলেন, ‘আমার স্বামী এমন কোনো খারাপ কাজই করেন নাই, এমন কোনো অপরাধই করে নাই যে একজন দাঁড় করাইয়া কইব, “ভাই, আপনি এই অপরাধটা কের লাইগা করলাইন?” ক্যান এমন হইল? কারা আমার স্বামীরে নির্মমভাবে হত্যা করল? আমি কিছুই বুঝতে পারতাছি না।’
রাবিয়া খাতুন বলেন, ‘দুই দিন গেছে গা, পুলিশ অহনও খুনিরারে ধরতে পারতাছে না। এহন হেরা (পুলিশ) আইসা উল্টা আমারে জিগায় আপনি কাউরে সন্দেহ করেন, আমি সন্দেহ করতাম কী? সিসিটিভি ফুটেজে সরাসরি দেখা যাইতেছে তিন–চারডা মানুষ তারে কোবাইতাছে। লোকটা দৌড় দিয়াও রক্ষা পাইছে না, মারছে। একটা পথচারী ঘটনার সময় দৌড় দিছে। দৌড় মারা লোকটারেও তো ধইরা জিগান যায়, তারা এটাও পারছে না। আমার স্বামী পুলিশ প্রশাসনের লোক হইয়াও যদি সঠিক বিচার না পায়, কী করব, আমার কিছু বলার নাই। তিন ছেলেসন্তান লইয়া আমার অহন কী হইব। আল্লাহ, আমারেও তুমি লইয়া যাও।’
শফিকুল ইসলামের বৃদ্ধ বাবা রফিকুল ইসলাম সন্তানহারানোর শোক এখনো কাটিয়ে উঠতে পারছেন না। তিনি বলেন, ‘আমার ছেলেডা খুবই ভালো আছিল। কোনো দিন কারও সাথে ঝগড়া-বিবাদ করত না। নিরীহ ছেলেডারে এইভাবে কোপাইয়া মারব, এইডা কোনো দিনও ভাবতে পারছি না। বাপ হইয়া ছেলের এমন মৃত্যু দেখতে হেইব, তা কল্পনাও করছি না কোনো দিন। আমার ছেলেরে তো কোনো দিন ফিরইরা পাইতাম না। কিন্তু আমি চাই, আমার ছেলের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আইন্না ফাঁসি দেওয়া হোক।’
আরও পড়ুননেত্রকোনায় ছুটিতে বাড়িতে আসা এসআইকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা০৯ জানুয়ারি ২০২৫স্থানীয় লোকজন ও পারিবারিক সূত্রে জানা গেছে, শফিকুল ইসলাম জামালপুর পুলিশ লাইনসের বেতারে কর্মরত ছিলেন। গত বুধবার তিনি ছুটি নিয়ে দুর্গাপুরের বাগিচাপাড়া বাসায় যান। এই ছুটিই যে তাঁর জীবনের শেষ ছুটি, তা কখনো কেউ ভাবেননি। শফিকুল গত বৃহস্পতিবার সন্ধ্যায় বাসা থেকে বের হয়ে বাজারে যান। ফেরার পথে সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে দুর্গাপুর পৌর শহরের উকিলপাড়া এলাকায় পান মহলসংলগ্ন একটি গলিতে পৌঁছালে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাঁর শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে ডান পায়ের গোড়ালির অংশ প্রায় আলাদা হয়ে যায়। পরে সর্বশেষ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রাত সাড়ে নয়টায় তিনি মারা যান। এ ঘটনায় গত শুক্রবার অজ্ঞাতনামা ছয়জনকে আসামি করে তাঁর বাবা হত্যা মামলা করেন। তবে পুলিশ এখন পর্যন্ত ঘটনার রহস্য উদ্ঘাটনসহ জড়িত কাউকে গ্রেপ্তার করতে সক্ষম হয়নি।
এদিকে আজ শনিবারও নেত্রকোনা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ ঘটনাস্থল পরিদর্শনসহ নিহতের পরিবারের সঙ্গে কথা বলেন। এর আগের দিন গতকাল শুক্রবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আবুল কালাম আযাদ, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ময়মনসিংহের পুলিশ সুপার মো.
পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ প্রথম আলোকে বলেন, ‘ঘটনা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে। আশা করা যাচ্ছে হত্যার রহস্য উদ্ঘাটনসহ জড়িত ব্যক্তিদের আমরা দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করতে সক্ষম হব। এসআই হত্যায় চারজন অংশ নিয়েছে বলে আমরা নিশ্চিত হয়েছি। সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে তাঁদের পরিচয় শনাক্ত করা হয়েছে। গোপনীয়তার স্বার্থে আমরা এখনই তাঁদের নাম বলছি না।’
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বনানীতে ছুরিকাঘাতে নিহত পারভেজের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে: ছাত্রদল সভাপতি
রাজধানীর বনানীতে ছুরিকাঘাতে নিহত প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে বলে দাবি করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম। তিনি বলেন, অজ্ঞাত ফোন নম্বর থেকে প্রতিনিয়ত হুমকি দেওয়া হচ্ছে, পারভেজের ছোটবোন মাইলস্টোন কলেজে পড়াশোনা করেন, তিনিও নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা আমাদের কাছে নিরাপত্তা চেয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে পারভেজের কবর জিয়ারত ও পরিবারের খোঁজখবর নিতে ময়মনসিংহের ভালুকা উপজেলার বিরুনিয়া পাঠকবাড়ী গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ছাত্রদল সভাপতি।
এ সময় তিনি বলেন, নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে বনানী ও ভালুকা মডেল থানা পুলিশকে অবগত করা হয়েছে। পারভেজের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয়তাবাদী ছাত্রদলের সকল নেতৃবৃন্দ পাশে থাকবে।
কেন্দ্রীয় সভাপতি আরও বলেন, বিগত সাড়ে ৮ মাসে এই দেশে আইনশৃঙ্খলার ব্যাপক অবনতি ঘটেছে এবং নির্দলীয় সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর কন্ট্রোল রয়েছে কিনা আমরা সন্দিহান। এর আগে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের ভালুকায় আগমন উপলক্ষে উপজেলার কালারমাস্টার এলাকায় ছাত্রদল নেতা শরিফ আহমেদের নেতৃত্বে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে স্বাগত জানান। পরে ভালুকা উপজেলা ছাত্রদলের ব্যানারে পারভেজের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি বিক্ষোভ মিছিল অংশ নেন রাকিবুল ইসলাম। এ সময় জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত ১৯ এপ্রিল রাজধানীর বনানীতে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল বিভাগের ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে প্রকাশ্যে ছুরিকাঘাত করে হত্যা করা হয়।