খুলনা থেকে কৌশলে কক্সবাজারে এনে হত্যা করা হয়েছে খুলনা সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর গোলাম রব্বানী ওরফে টিপুকে (৫৪)। রাতের অন্ধকারে নির্জন সৈকতে মাথায় নিশানা করে প্রশিক্ষিত কোনো বন্দুকবাজ (শুটার) তাঁকে গুলি করেন। হত্যায় ব্যবহৃত অস্ত্রটি মিয়ানমারে তৈরি।

খুলনা সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের সদ্য অপসারিত কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি গোলাম রব্বানী হত্যার অনুসন্ধানে নেমে র‍্যাব, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এমন তথ্য পেয়েছে। হত্যার রহস্য উদ্‌ঘাটিত না হলেও তিনি টার্গেট কিলিংয়ের শিকার বলে মনে করছেন তদন্তের সঙ্গে যুক্ত কর্মকর্তারা।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাতে সমুদ্রসৈকতের সিগাল হোটেলের সামনে ঝাউবাগানের ভেতরে তৈরি কাঠের সেতুতে মাথায় গুলি করে হত্যা করা হয় রব্বানীকে। খুলনা সিটির দৌলতপুরে তাঁর বাড়ি। ওই দিন রাতে হত্যার সঙ্গে জড়িত সন্দেহে র‌্যাব খুলনা সিটি করপোরেশনের ১৬ নম্বর ওয়ার্ডের সদ্য অপসারিত কাউন্সিলর শেখ হাসান ইফতেখার এবং কক্সবাজার শহরের টেকপাড়ার বাসিন্দা মেজবাউল হক ওরফে ভুট্টুকে গ্রেপ্তার করে। ভুট্টুর সঙ্গে নিহত গোলাম রব্বানীর ঘনিষ্ঠতা রয়েছে।

শুক্রবার বিকেলে অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় হত্যা মামলা করেন নিহত গোলাম রব্বানীর ভগ্নিপতি মো.

ইউনুস আলী শেখ। তিনি খুলনার রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের আনন্দ নগরের বাসিন্দা। মামলার এজাহারে গোলাম রব্বানীকে পরিকল্পিতভাবে মাথায় গুলি করে হত্যা করার কথা উল্লেখ করা হয়।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস খান প্রথম আলোকে বলেন, গোলাম রব্বানী হত্যা মামলার আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে শেখ হাসান ইফতেফার ও মেজবাউল হককে আজ শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। হত্যার রহস্য উদ্‌ঘাটনে দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করে পুলিশ। আবেদনের শুনানি হয়নি।

পুলিশ ও র‌্যাব সূত্র জানায়, শেখ হাসান ইফতেখার ও গোলাম রব্বানী দুজন বৃহস্পতিবার সকালে কক্সবাজার শহরের কলাতলী এলাকার গোল্ডেন হিল হোটেলে ওঠেন। হোটেলের রেজিস্ট্রার খাতার গোলাম রব্বানীর সঙ্গে এক তরুণীর নাম উল্লেখ রয়েছে। ঘটনার পর থেকে ওই তরুণী আত্মগোপন করেন। হোটেল থেকে উদ্ধার করা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে র‌্যাবের একজন কর্মকর্তা বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৩১ মিনিটে ওই তরুণীর সঙ্গে গোলাম রব্বানী হোটেল থেকে বেরিয়ে যান। এরপর রাত সাড়ে আটটার দিকে সমুদ্রসৈকতের সিগাল হোটেলের সামনে কাঠের সেতুতে দুর্বৃত্তের গুলিতে খুন হন তিনি।

এ প্রসঙ্গে র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন প্রথম আলোকে বলেন, পরিকল্পিতভাবে মাথায় গুলি করে গোলাম রব্বানীকে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার শেখ হাসান ইফতেখার ও মেজবাউল হক ভুট্টু সন্দেহজনক আচরণ করেছেন এবং ভিন্ন ভিন্ন তথ্য দিয়েছেন। গোলাম রব্বানীকে লক্ষ্য করে যে গুলি ছোড়া হয়েছিল, তা নিখুঁতভাবে মাথায় বিদ্ধ হয়। অস্ত্র চালনায় প্রশিক্ষণপ্রাপ্ত কেউ এই গুলি ছুড়েছেন। গুলিটি ছিল ৯ এমএম পিস্তলের। এটি মিয়ানমারের তৈরি। গোলাম রব্বানী হত্যায় ভাড়াটে খুনি হিসেবে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠীর কাউকে যুক্ত করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখছে র‌্যাব। আত্মগোপনে থাকা তরুণীকে গ্রেপ্তার করা গেলে হত্যার রহস্য পরিষ্কার হতো।

গোলাম রব্বানী হত্যার নেপথ্যে আরও কয়েকটি কারণ থাকতে পারে বলে ধারণা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর মধ্যে চরমপন্থী নেতার সঙ্গে দ্বন্দ্ব, রাজনৈতিক ও ব্যবসায়িক বিরোধ, আধিপত্য বিস্তারের ঘটনায় ব্যক্তিগত আক্রোশ এবং খুনের বদলার বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

গোলাম রব্বানীর বড় ভাই গোলাম রসুল বাদশার অভিযোগ, খুলনার দৌলতপুর ও পাবলাকেন্দ্রিক সন্ত্রাসীরাই গোলাম রব্বানীকে সুকৌশলে কক্সবাজার নিয়ে হত্যা করেছে। দৌলতপুর থানায় গোলাম রব্বানীর বিরুদ্ধে আগে হত্যাসহ দুটি মামলা ছিল। বর্তমানে কোনো মামলা নেই। তবে ৫ আগস্টের পর খালিশপুর থানায় গোলাম রব্বানীর বিরুদ্ধে মামলা হয়েছে বলে তিনি জেনেছেন।

অভিযোগ রয়েছে, গোলাম রব্বানী আওয়ামী লীগের রাজনীতিতে যোগ দেওয়ার আগে চরমপন্থী দলের সদস্য ছিলেন। ৫ আগস্টের পর তিনি খুলনা থেকে আত্মগোপন করেন। এ সময় তাঁর বাড়িতে একাধিকবার হামলার ঘটনা ঘটে।

গোলাম রাব্বানীর স্ত্রী সাবিহা আক্তার সাংবাদিকদের বলেন, চরমপন্থী দলের নেতা গাজী কামরুল বিভিন্ন সময় গোলাম রাব্বানীকে হত্যার হুমকি দিতেন। গাজী কামরুলের ইশারায় গোলাম রব্বানীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে তিনি দাবি করেন।

কক্সবাজার সদর মডেল থানার ওসি মো. ইলিয়াস খান বলেন, গোলাম রব্বানীকে হত্যার নেপথ্যে নানা ঘটনা সামনে আসছে। গ্রেপ্তার দুজনকে রিমান্ডে এনে হত্যার আসল রহস্য উদ্‌ঘাটনের চেষ্টা চলছে।

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

কুষ্টিয়া অঞ্চলে আবার মাথা তুলছে চরমপন্থিরা

অপারেশন ডেভিল হান্ট চলার মধ্যে চরমপন্থিরা তৎপরতা বাড়িয়েছে। বিশেষ করে কুষ্টিয়াসহ আশপাশের অন্তত ছয়টি জেলায় নতুন করে নেটওয়ার্ক সম্প্রসারণ করছে। এসব জেলায় হত্যাকাণ্ডের পাশাপাশি গুলি ও বোমা ফাটিয়ে অবস্থান জানান দিচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা ও চরমপন্থি বাহিনীর কয়েকজন সদস্যের সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে।

কুষ্টিয়াসহ আশপাশের তিন জেলার পলাতক আওয়ামী লীগ ছাড়াও বিএনপি-জামায়াত নেতাদের কারও কারও সঙ্গে যোগযোগ আছে চরমপন্থিদের। ঠিকাদারি কাজ, হাট-ঘাট, বাঁওড়-বিল দখলে নিতে এখন মরিয়া তারা। একই সঙ্গে বালুমহালগুলোতে ভাগ বসাতে চায়। চরমপন্থিদের সঙ্গে দেনদরবার না করে দরপত্র, হাট-ঘাট ও বড় জলাশয় ইজারা নেওয়া কঠিন বলে মনে করছেন ঠিকাদাররা। চরমপন্থিদের চোখ এখন সরকারি কাজে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিগত আওয়ামী লীগ সরকারের সময় কথিত বন্দুকযুদ্ধে টিকতে না পেরে বেশির ভাগ চরমপন্থি পালিয়ে যান। যারা দেশে ছিলেন, ঘাপটি মেরে ছিলেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থানে চরমপন্থি সংগঠনগুলোর কাঠামো ভেঙে গিয়েছিল। গত ৫ আগস্টের পর পুলিশের পরিচালন দুর্বলতাসহ নানা কারণে চরমপন্থিরা সুযোগ নিচ্ছে। নতুন সদস্য সংগ্রহ করার পাশাপাশি সাজাপ্রাপ্ত পালিয়ে থাকা অনেক চরমপন্থি এখন নিরাপদে থেকে কার্যক্রম চালানোর চেষ্টা করছেন। গত ৫ আগস্ট থানা থেকে খোয়া যাওয়া অস্ত্র চরমপন্থিদের হাতে। বিশেষ করে শটগানের মতো অস্ত্র নিয়েছে তারা।

মাঠ পর্যায় থেকে চরমপন্থিদের বিষয়ে তথ্য সংগ্রহ করেন এমন একজন গোয়েন্দার সঙ্গে কথা বলেছেন এ প্রতিবেদক। তিনি সমকালকে বলেন, ‘কুষ্টিয়া, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, রাজবাড়ী, পাবনা ও মেহেরপুরে চরমপন্থিদের তৎপরতা যে কোনো সময়ের তুলনায় বেড়েছে। বিশেষ করে চর ও নদী এলাকায় তাদের অবস্থান শক্ত। খুব সহজে তারা ট্রলার ও নৌযান ব্যবহার করে অভিযান পরিচালনা করছে। এর মধ্যে কুষ্টিয়ায় গত কয়েক মাসে অন্তত ৪-৫টি ঘটনা ঘটিয়েছে। বেশির ভাগ ঘটনাই নদীপথে।’

ওই কর্মকর্তা জানান, পদ্মায় বালুমহালের দখল নিতে কুমারখালীর কয়া, হরিপুর ও ভেড়ামারায় বেশ কয়েকটি হামলা হয়েছে। সেখানে গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করা হয়েছে। কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের কার্যালয় লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। সর্বশেষ কয়া এলাকার একটি বালুঘাটে রাতে সশস্ত্র সদস্যরা গুলি ছুড়তে ছুড়তে এসে হামলা করে টাকা ছিনিয়ে নিয়ে গেছে। এসব ঘটনার পেছনে চরমপন্থি সংগঠনের সদস্যরা জড়িত।

গোয়েন্দা কর্মকর্তা বলেন, আগে কুষ্টিয়া এলাকায় জাসদ গণবাহিনীর (লাল) প্রভাব ছিল। লাল নিহত হওয়ার পর সংগঠনের বাকি নেতাদের কয়েকজন পলাতক অবস্থায় ভারতে মারা যান। তবে বেশ কয়েকজন শীর্ষ নেতা এখনও বেঁচে আছেন। এর মধ্যে কালু, ফারুকসহ আরও কয়েকজন শীর্ষ নেতা আত্মগোপনে থেকে এখন দল পরিচালনা করছেন। কালুর দলে ৭০-৮০ জন সদস্য। তাদের হাতে আধুনিক অস্ত্র। সম্প্রতি কয়েকটি সিসিটিভি ফুটেজ থেকে এমন তথ্য মিলেছে। কালুর অবস্থান নিয়ে ধোঁয়াশা আছে। তিনি দেশে, না দেশের বাইরে সেটি জানা যাচ্ছে না। তবে সোর্স জানিয়েছেন, কালু দেশে আছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, পাবনা, নাটোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে কালুর লোকজন রয়েছে। জাসদ গণবাহিনীর নামে তারা সংগঠন পরিচালনা করছে। কয়েক দিন আগে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার রামচন্দ্রপুরে একটি শ্মশান ঘাটে তিনজনকে হত্যা করা হয়। একই জায়গায় দেড় যুগে হত্যা করা হয় আটজনকে। কুষ্টিয়ার সীমানায় অবস্থিত জায়গাটি। সর্বশেষ নিহত তিনজনের মধ্যে বিপ্লবী কমিউনিস্ট পার্টির শীর্ষ চরমপন্থি হানিফ ছিল। সে এক সময় ডাকাতি, হাট-ঘাট, দরপত্র নিয়ন্ত্রণসহ নানা অপকর্ম করত। সম্প্রতি আবার দল গোছানোর কাজ করছিল গোপনে।

এ হত্যাকাণ্ডের আধা ঘণ্টার মধ্যে দায় স্বীকার করে কালুর নামে ঝিনাইদহের সাংবাদিকদের মোবাইল ফোনে বার্তা পাঠানো হয়। হানিফের সহযোগীদের হুঁশিয়ারি দেওয়া হয় ওই বার্তায়।

হানিফের বাড়ি হরিণাকুণ্ডু উপজেলায়। ওই উপজেলায় অনেক বিল-বাঁওড় আছে। এসব দখলে নিতে বেশ কয়েকটি পক্ষ তৎপর। পাশাপাশি নতুন বছরে হাটগুলো ইজারা দেওয়া হবে। এসব হাট-বিল এবং বাঁওড়ের দখল নিতে কাজ করছে চরমপন্থিরা। বিএনপির অনেক নেতা এসব নিয়ন্ত্রণে নিতে এখন সংগঠনের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছেন।

জাসদ গণবাহিনীর পাশাপাশি, গণমুক্তিফৌজ ও বিপ্লবী কমিউনিস্ট পার্টির গোপন সদস্যরা তাদের তৎপরতা বাড়িয়েছে। যেসব অস্ত্র মাটির নিচে পুঁতে রাখা ও গোপন স্থানে রাখা ছিল, সেগুলোর ব্যবহার শুরু করেছেন সদস্যরা। তবে জাসদের পক্ষ থেকে সম্প্রতি সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়েছে, ‘জাসদ গণবাহিনী নামে কোনো সংগঠন নেই। গোপন কোনো সংগঠনের সঙ্গে জাসদের সম্পৃক্ততা নেই।’

কুষ্টিয়া অঞ্চলে চরমপন্থি সংগঠনগুলোর গতিবিধির খোঁজখবর রাখেন নাম প্রকাশে অনিচ্ছুক এমন একজন ব্যক্তি বলেন, ‘৫ আগস্টের পর চরমপন্থিদের তৎপরতা আগের যে কোনো সময়ের চেয়ে বেশি। এর মধ্যে জাসদ গণবাহিনীর (কালু) তৎপরতা সবচেয়ে বেশি। তাদের দলে এ মুহূর্তে সদস্য সংখ্যা অনেক। এ ছাড়া বিপ্লবী কমিউনিস্ট পার্টির বেশ কয়েকটি ছোট গ্রুপ সক্রিয় হওয়ার চেষ্টা করছে। তবে তারা সাবধানতা অবলম্বন করছে। জাসদ গণবাহিনীর চলাফেরা এখন অনেক বেশি। এ ছাড়া ব্যক্তিকেন্দ্রিক আরও কিছু ছোট গ্রুপ আছে, তারাও নতুন করে সংগঠিত হওয়ার চেষ্টা করছে।’

নতুন করে তৎপরতা বাড়ায় ভাবিয়ে তুলেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোকে। সরকারের নির্দেশে ইতোমধ্যে বেশ কয়েকটি সংস্থা সংগঠনগুলোর হালনাগাদ তথ্য সংগ্রহ করছে। তাদের কাছে খবর আছে, এসব সংগঠন এলাকায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে। গত ১৫ বছর কোণঠাসা এসব সংগঠন আর্থিকভাবে লাভবান হওয়ার চেষ্টা করছে। ঠিকাদারি কাজ, হাট-ঘাট ও বিল-বাঁওড়ের নিয়ন্ত্রণ নিয়ে ইতোমধ্যে গোলাগুলি হয়েছে। অনেকে ভয়ে দরপত্র কিনতে ভয় পাচ্ছেন।ঠিকাদারদের মধ্যেও আতঙ্ক বিরাজ করছে। নতুন করে হত্যাকাণ্ডের মধ্য দিয়ে বার্তা দেওয়ার চেষ্টা করছে। যেখানে সারাদেশে ডেভিল হান্ট অপারেশন চলছে তার মধ্যে অস্ত্র নিয়ে মহড়া ও তিনজনকে হত্যা করে দায় শিকার করার পর আইনশৃঙ্খলা বাহিনীর দুর্বলতা প্রকাশ পেয়েছে বলে মনে করছে সাধারণ মানুষ। সামনে এ ধরনের আরও ঘটনা ঘটবে বলে আশঙ্কা তাদের। হঠাৎ করে চরমপন্থিদের উত্থান হওয়ার পেছনে পুলিশ বাহিনীর দুর্বলতা, সোর্স না থাকা, থানাগুলোতে নতুন কর্মকর্তা পদায়নকে দায়ী করা হচ্ছে।

এ বিষয়ে কুষ্টিয়ার পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, ‘চরমপন্থি সংগঠনগুলোর বিষয়ে কাজ চলছে। হালনাগাদ তথ্য সংগ্রহ করা হচ্ছে। শিগগির আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে।’

সম্পর্কিত নিবন্ধ

  • কুষ্টিয়া অঞ্চলে আবার মাথা তুলছে চরমপন্থিরা