‘তোমার মানসিকতা বদলাও, তাহলে বদলে যাবে তোমার জীবন...’
Published: 11th, January 2025 GMT
২ / ৪চিত্রনায়ক আরিফিন শুভর তিনটি ছবি মুক্তির অপেক্ষায়। এরই মধ্যে শোনা গেল, ভারতে নতুন ছবির শুটিং শুরু করেছেন। কবে, কীভাবে সেই কাজটি প্রকাশ পাবে, সে ব্যাপারে এখনো কিছুই জানাননি এই ঢালিউড তারকা। তবে কিছুদিন ধরে ফেসবুকে নিত্যনতুন ফটোশুটের স্থিরচিত্র পোস্ট করছেন। আজ এই স্থিরচিত্র পোস্ট করে প্রশ্নবোধক ও আশ্চর্যবোধক চিহ্ন দিয়ে লিখেছেন, ‘কী?’ এমন ক্যাপশন কী কারণে দিয়েছেন, তা হয়তো পরে খোলাসা করবেন এই তারকা।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
রাজনীতিতে শেষ বলে কোনো কথা নেই: উপদেষ্টা রিজওয়ানা
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, রাজনীতিতে শেষ বলে কোনো কথা নেই। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা রাজনীতিতে প্রবেশ করবে কি না তা সময় বলে দিবে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের ৭৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
পরিবেশ উপদেষ্টা বলেন, নতুন রাজনৈতিক দলের মাধ্যমে রাজনীতিতে একটি ইতিবাচক ধারার সৃষ্টি হচ্ছে। শুধু নতুনদের নিয়ে গঠিত বলেই যে সব সমস্যার সমাধান হবে ব্যাপারটা এমন নয়। রাজনৈতিক দলের সমালোচনা থাকাটাই স্বাভাবিক। এ সময় দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন দরকার বলেও মন্তব্য করেন তিনি।
লোডশেডিং প্রসঙ্গে তিনি বলেন, বিদ্যুৎ মন্ত্রণালয়ের কাছে শুধু চাইলেই হবে না। এক্ষেত্রে আর্থিক সামর্থের বিষয়টিও মাথায় রাখতে হবে। এরইমধ্যে মন্ত্রণালয় থেকে এসির তাপমাত্রা পঁচিশে রাখতে বলা হয়েছে।
এম জি