ভিনিসিয়ুস জুনিয়রের বয়স মাত্র ২৪ বছর। ক্যারিয়ারের প্রায় পুরোটাই এখন তাঁর সামনে পড়ে আছে। কিন্তু রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা এ বয়সেই সম্ভবত ভবিষ্যতের পথরেখা ঠিক করে ফেলেছেন। ক্লাবের মালিক হতে চান। ইএসপিএনকে একটি সূত্র জানিয়েছে, পর্তুগালে দ্বিতীয় বিভাগ ফুটবলের একটি ক্লাব কেনার কথা ভাবছেন ভিনিসিয়ুস।

আরও পড়ুনসৌদি আরবে উত্ত্যক্তের শিকার মায়োর্কার ফুটবলারদের স্ত্রী ও সমর্থকেরা৬ ঘণ্টা আগে

পর্তুগালের দ্বিতীয় বিভাগে ১৮টি ক্লাব প্রতিদ্বন্দ্বিতা করে। ব্রাজিলের সংবাদমাধ্যম ‘গ্লোবো’ জানিয়েছে, এর মধ্যে একটি ক্লাব কিনতে আলোচনা শুরু করেছেন ভিনিসিয়ুস। তাঁর এই প্রচেষ্টায় একটি বিনিয়োগ প্রতিষ্ঠান পাশে আছে। স্পেনের রেডিও স্টেশন কাদেনা কোপের সাংবাদিক রবার্তো আন্তোলিন ভিনিসিয়ুসের ক্লাব কিনতে আলোচনা শুরুর খবর প্রথম প্রকাশ করেন।

স্প্যানিশ সুপার কাপের ফাইনাল খেলতে ভিনিসিয়ুস এখন রিয়ালের সঙ্গে সৌদি আরবে। সেমিফাইনালে মায়োর্কাকে ৩-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে রিয়াল। জেদ্দায় আগামীকাল রাত একটায় ফাইনালে বার্সেলোনার মুখোমুখি হবে রিয়াল। ইএসপিএন জানিয়েছে, ব্যবসায়িক চিন্তাভাবনায় বৈচিত্র্য আনতে অবসর–পরবর্তী জীবন মাথায় রেখে ক্লাব কেনার কথা ভাবছেন ভিনি। তবে গ্লোবো জানিয়েছে, এখনো কোনো কিছুই চূড়ান্ত হয়নি। ভিনিসিয়ুস ঠিক কোন ক্লাবের সঙ্গে আলোচনা শুরু করেছেন, সেটাও নিশ্চিত করে জানা যায়নি।

কিছুদিন আগে দুবাইয়ে গ্লোব সকার অ্যাওয়ার্ডসে দুটি পুরস্কার জেতেন ভিনি.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

খুলনা জেলার ১৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

খুলনা জেলার ১৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৮৮১ সালের ২৫ এপ্রিল খুলনাকে জেলার মর্যাদা দেওয়া হয়। ঢাকা ও চট্টগ্রামের পরে বাংলাদেশের তৃতীয় বৃহত্তম শিল্প ও বন্দরনগরী ঐতিহ্যবাহী খুলনা। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে রূপসা ও ভৈরব নদীর তীরে এর অবস্থান। 

নদ-নদী বিধৌত হযরত খানজাহান আলীর (রহ.) স্মৃতি বিজড়িত সুন্দরবনের কোল ঘেঁষা অপরূপ এ জেলাটি লম্বা আকৃতির ও চৌকা ধরনের। দেশের প্রাচীনতম নদী বন্দরগুলোর মধ্যে খুলনা অন্যতম।

শুক্রবার (২৫ এপ্রিল) খুলনা জেলা প্রতিষ্ঠার ১৪৪তম বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রাসহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি। কর্মসূচির মধ্যে রয়েছে বর্নাঢ্য শোভাযাত্রা, স্মরণিকা প্রকাশ, খুলনা মেজবানী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। দিনব্যাপী অনুষ্ঠানমালা আজ শিববাড়ির মোড়ে আয়োজিত সমাবেশ উদ্বোধনের পর নগরীতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হবে।

খুলনার সংক্ষিপ্ত ইতিহাস থেকে জানা যায়, ৪ হাজার ৬৩০ বর্গমাইল এলাকা, ৪৩ হাজার ৫০০ জনসংখ্যা অধ্যুষিত খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরাকে নিয়ে ১৮৮২ সালের ২৫ এপ্রিল গেজেট নোটিফিকেশনের মাধ্যমে খুলনা জেলা প্রতিষ্ঠিত হয়। এর আগে খুলনা ছিল যশোর জেলার মহকুমা।

ঢাকা/নুরুজ্জামান/টিপু

সম্পর্কিত নিবন্ধ