যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলের ঘটনায় সম্ভাব্য কারণগুলো খতিয়ে দেখছেন তদন্তকারীরা। দাবানলে এখন পর্যন্ত কমপক্ষে ১১ জনের মৃত্যু হয়েছে। ধ্বংস হয়ে গেছে হাজার হাজার ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান।

পাহাড়ি প্যাসিফিক প্যালিসেইডস এলাকায় জেমি লি কার্টিস এবং বিলি ক্রিস্টালের মতো হলিউড তারকাদের বাড়ি। দাবানলে তাদের ঘরবাড়ি পুড়ে গেছে। কর্মকর্তারা বলছেন, প্যাসিফিক প্যালিসেইডসের পিয়েডরা মোরাডা ড্রাইভ এলাকার একটি বাড়ির পেছনে ঝোড়ো বাতাসময় ওই দাবানলের সূত্রপাত হয়েছে।

ন্যাশনাল ফায়ার প্রোটেকশন অ্যাসোসিয়েশনের তথ্য অনুসারে, যুক্তরাষ্ট্রে দাবানলের সূত্রপাত হওয়ার ক্ষেত্রে বড় একটি কারণ হলো বজ্রপাত। তবে ক্যালিফোর্নিয়ার আগুনের ক্ষেত্রে তেমন কিছু হয়নি বলে মনে করছেন তদন্তকারী।

ক্যালিফোর্নিয়ার দাবানলের শুরু হয়েছে লস অ্যাঞ্জেলেস কাউন্টির পূর্ব দিক থেকে। সেখানকার প্যালিসেইডস এলাকা বা ইটনের দাবানল কবলিত এলাকার আশপাশে বজ্রপাত হয়েছে বলেও কোনো তথ্য পাওয়া যায়নি। ওই সব এলাকায় দাবানলে শত শত ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে।

এর পর আরও দুটি সাধারণ কারণের প্রসঙ্গ চলে আসে। এর একটি হলো-ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে দেওয়া এবং বৈদ্যুতিক লাইনে স্ফুলিঙ্গ হওয়া।

১৯৯১ সালে অকল্যান্ড হিলসের দাবানলসহ ক্যালিফোর্নিয়ায় বড় বড় দাবানলের ঘটনায় তদন্ত করার অভিজ্ঞতা আছে জন লেন্টিনির। ফ্লোরিডা অঙ্গরাজ্যের সায়েন্টিফিক ফায়ার অ্যানালাইসিসের স্বত্বাধিকারী তিনি। লেন্টিনি বলেন, দাবানলের আকার পরিবর্তন হলেই যে এর কারণ নির্ধারণের জন্য তদন্তের ধরনে পরিবর্তন আনতে হবে তা নয়।

লেন্টিনি বলেন, ‘এটা এক সময় ছোট আকারের দাবানল ছিল। কোথায় দাবানলের শুরুটা হয়েছে, দাবানলের উৎস কী তা নির্ধারণ, উৎসের আশপাশ খতিয়ে দেখা এবং এর কারণ নির্ধারণের দিকে বেশি মনোযোগ দেবে মানুষ।’

দাবানল নেভাতে হেলিকপ্টার থেকে পানি ফেলা হচ্ছে.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

সৌম্যর দুর্দান্ত ইনিংসে রূপগঞ্জের জয় 

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুপার লিগে দুর্দান্ত এক ইনিংস খেলেছেন জাতীয় দলের টপ অর্ডার ব্যাটার সৌম্য সরকার। তার ব্যাটে ভর করে রান-উইকেটের ম্যাজিক সংখ্যা দাঁড় করায় লিজেন্ডস অব রূপগঞ্জ। বড় রান তাড়া করতে নেমে অগ্রণী ব্যাংক ১০৩ রানের বড় ব্যবধানে হেরেছে। 

বিকেএসপির ৪ নম্বর মাঠে শুরুতে ব্যাট করে ৩ উইকেট হারিয়ে ৩৩৩ রান তোলে লিজেন্ডস অব রূপগঞ্জ। ওপেনিং জুটিতে ৮১ রান যোগ করে দলটি। ওপেনার তানজিদ তামিম ৩৩ বলে ৪৩ রান করে ফিরে যান। তার ব্যাট থেকে পাঁচটি চার ও দুটি ছক্কা আসে। অন্য ওপেনার সাইফ হাসান ফেরেন ৬১ বলে ৪৩ রান করে। 

তবে সৌম্য সরকার ছিলেন অনবদ্য। তিনি ১১২ বল খেলে ১৫৩ রানের হার না মানা ইনিংস খেলেন। তার ব্যাট থেকে ১৭টি চার ও ছয়টি ছক্কার শট আসে। তাকে শেষে সঙ্গ দিয়ে আফিফ হোসেন ধ্রুব ৪৫ বলে ৪৯ রান যোগ করেন। 

জবাবে অগ্রণী ব্যাংক ৪৩.১ ওভারে ২৩০ রানে অলআউট হয়। অগ্রণীর হয়ে মার্শাল আইয়ূব সর্বোচ্চ ৭৪ রানের ইনিংস খেলেন। ওপেনার ইমরানুজ্জামান ২৯ রান যোগ করেন। অধিনায়ক ইমরুল কায়েস ২৩ রান করে ফিরে যান। শুভাগত হোম ১৮ বলে খেলেন ৩৯ রানের ইনিংস। 

রূপগঞ্জের হয়ে অলরাউন্ডার সাইফ হাসান ৩ উইকেট তুলে নেন। এছাড়া মোহাম্মদ রিজান, স্বাধীন ইসলাম ও টিপু সুলতান নিয়েছেন ২টি করে উইকেট। রূপগঞ্জের উইকেটরক্ষক ও অধিনায়ক আকবর আলী ১ ওভার হাত ঘুরিয়ে নিয়েছেন ১টি উইকেট।    
 

সম্পর্কিত নিবন্ধ