Prothomalo:
2025-04-24@01:11:26 GMT

গরিব মানুষের কথাও একবার ভাবুন

Published: 11th, January 2025 GMT

যেখানে আরও বেশিসংখ্যক গরিব মানুষের কাছে সুলভে নিত্যপণ্য পৌঁছানোর কথা, সেখানে সরকার ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে ট্রাক সেল বা খোলাবাজারে বিক্রিই বন্ধ করে দিয়ে তাঁদের জীবনযাত্রাকে আরও কঠিন করে দিয়েছে। এর পাশাপাশি এখন থেকে শুধু স্মার্ট ফ্যামিলি কার্ডধারীদের টিসিবির পণ্য দেওয়া হচ্ছে। এতে ৪৩ লাখ কার্ডধারী পণ্য পাচ্ছেন না। কারণ, স্মার্টকার্ড পেয়েছে ৫৭ লাখ পরিবার। স্মার্টকার্ড না পাওয়া ৪৩ লাখ পরিবারের মধ্যে ৬ লাখের কার্ড ছাপা ও ১৩ লাখের কার্ড যাচাই–বাছাই করার কাজ চলছে। বাকিদেরও যাচাই–বাছাই হবে। অনিয়মের কারণে অনেকে আর কার্ড পাবেন না, এটা ঠিক; কিন্তু অনেকে কার্ড পাওয়ার যোগ্যও। 

প্রথম আলোর প্রতিবেদন থেকে জানা যায়, খোলাবাজারে বিক্রির কর্মসূচির আওতায় প্রতিদিন ঢাকা ও চট্টগ্রামে সাড়ে ২৪ হাজার মানুষ ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য কেনার সুযোগ পেতেন। মাত্র দুই মাস সাত দিন চলার পর এ কর্মসূচি বন্ধ করে দিয়েছে সংস্থাটি। 

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হিসাবে, গত বছর বাজারে চাল, পেঁয়াজ, আলু, মুরগি, ডিমসহ নিত্যপণ্যের দাম হঠাৎ বেড়ে যায়। এমন পরিস্থিতিতে গত ২৪ অক্টোবর থেকে ঢাকা মহানগরের ৫০টি ও চট্টগ্রাম মহানগরের ২০টি স্থানে ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি কার্যক্রম শুরু করে টিসিবি। ট্রাক থেকে একজন ভোক্তা সর্বোচ্চ দুই লিটার ভোজ্যতেল, পাঁচ কেজি চাল ও দুই কেজি মসুর ডাল কিনতে পারতেন। এতে একজন ক্রেতার অন্তত ৩৫০ টাকা সাশ্রয় হতো।

১ জানুয়ারি এ কার্যক্রম বন্ধ থাকায় গরিব ও সীমিত আয়ের মানুষ মারাত্মক বিপাকে পড়েছেন। সবজির দাম কমে যাওয়ায় কৃষি বিপণন অধিদপ্তরের মাধ্যমে ট্রাকে করে সবজি বিক্রি বন্ধ করার যুক্তি না হয় মেনে নেওয়া যায়। কিন্তু যেখানে দাম অত্যান্ত চড়া, সেখানে ট্রাকে সুলভ মূল্যে নিত্যপণ্য বিক্রি বন্ধ করার কী যুক্তি থাকতে পারে?

ট্রাকে যখন চারটি পণ্য সুলভে বিক্রি করা হতো, তখন দীর্ঘ সারির কারণে অনেকে বিমুখ হয়ে ফিরে যেতেন। এ নিয়ে সংবাদমাধ্যমে সচিত্র প্রতিবেদনও হয়েছে। সরকার কি একটি জনহিতকর কর্মসূচি বন্ধ করে গরিব মানুষকে কষ্টের মধ্যে ঠেলে দিল না? 

আওয়ামী লীগ সরকার কার্ড তৈরিতে অনিয়ম করে থাকলে সেটি যাচাই–বাছাই করতে এত সময়ক্ষেপণ কেন? বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্টের (র‍্যাপিড) চেয়ারম্যান এম এ রাজ্জাক যথার্থই বলেছেন, ট্রাক সেল কর্মসূচি বন্ধ করা উচিত হয়নি। বাতিল হওয়া টিসিবির ৪৩ লাখ পরিবার কার্ডের সমপরিমাণ পণ্য আপাতত ওএমএস বা ট্রাক সেলের মাধ্যমে বাজারে বিক্রি করা যেত।

বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে গঠিত সরকারের কাছে গরিব মানুষের প্রতি এ রকম বৈষম্যমূলক আচরণ কখনোই কাম্য হতে পারে না। অবিলম্বে যাচাই–বাছাই করে বাকি ৪৩ লাখ পরিবারকে সুলভে পণ্য দেওয়ার ব্যবস্থা করা হোক। আর কার্ডের বাইরে যে বিপুলসংখ্যক মানুষ আছেন, তাঁদের জন্য ট্রাক সেল বা খোলাবাজারে বিক্রির কাজটি পুনরায় শুরু করা হোক। বাণিজ্য উপদেষ্টার ভাষায় পুনর্বিবেচনার কাজটি দ্রুততম সময়ে হবে আশা করি।

সরকারের নীতিনির্ধারকদের মনে রাখতে হবে, খেটে খাওয়া মানুষের সক্রিয় অংশগ্রহণ না থাকলে চব্বিশের ছাত্র–জনতার অভ্যুত্থান সফল
হতো না। অতএব, তেলা মাথায় তেল না দিয়ে তাঁদের কষ্টের কথাও একবার ভাবুন।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

আগের মতোই নোংরা-পচা ঢাকা লিগ

এনামুল হক পদত্যাগ করেছেন আরও আগে। তিনি মনে করেছেন, একজন ম্যাচ রেফারি হয়ে ঢাকা প্রিমিয়ার লিগের টেকনিক্যাল কমিটিতে থাকা তাঁর জন্য সমীচীন নয়। স্বার্থের সংঘাতের শঙ্কা থাকে। কাজেই টেকনিক্যাল কমিটিতে তিনি থাকবেন না। যদিও এনামুলের সরে যাওয়ার আসল কারণ এটি নয়।

কাল বিসিবির আম্পায়ার্স বিভাগে পদত্যাগপত্র জমা দিয়েছেন দেশের সেরা এবং আইসিসির এলিট প্যানেলে বাংলাদেশের প্রথম এবং একমাত্র প্রতিনিধি শরফুদ্দৌলা ইবনে শহীদ। পদত্যাগপত্রে তিনি কী লিখেছেন জানা যায়নি। তবে কারণ অনেকটাই প্রকাশ্য।

মোহামেডানের অধিনায়ক তাওহিদ হৃদয়কে নিয়ে ঘরোয়া ক্রিকেটে ওঠা সাম্প্রতিক বিতর্কই এর কারণ। দুই ম্যাচ নিষেধাজ্ঞার মধ্যে থাকা এই ক্রিকেটারকে নিষেধাজ্ঞা শেষ না হতেই একপ্রকার জোর করে খেলিয়ে দেওয়া একজন আম্পায়ার হিসেবে মেনে নিতে পারেননি শরফুদ্দৌলা। যেহেতু আবাহনীর বিপক্ষে ম্যাচের দিন মাঠে অখেলোয়াড়োচিত আচরণ এবং চরম শৃঙ্খলাভঙ্গের কাজটা হৃদয় তাঁর সঙ্গেই করেছিলেন, ম্যাচ শেষে জাতীয় দলের এই ক্রিকেটার সংবাদমাধ্যমের সামনে ‘ঘটনা অন্যদিকে’ গেলে ‘মুখ খোলার’ কথাও বলেন; মোহামেডান অধিনায়কের শাস্তি কমানোর অন্যায় সিদ্ধান্ত শরফুদ্দৌলার মত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আম্পায়ারের মেনে নিতে না পারাটাই স্বাভাবিক।

আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ

সম্পর্কিত নিবন্ধ

  • কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে নিহত ৩ জনই টোকাই
  • শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মস্থলে সিপিআর ও এইডি প্রশিক্ষণ চালুর পরামর্শ
  • মাসিকের সময় তলপেটে ব্যথা হয় কেন?
  • মঙ্গলবারের ঘটনা সম্পর্কে কোহিনুর কেমিক্যালের বক্তব্য 
  • সাইফুলের বাবা বললেন, ছেলের লাশ দাফনের জায়গা নেই
  • রেললাইনের জীবন, রেললাইনেই শেষ
  • প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল হত্যায় আরও একজন গ্রেপ্তার
  • কাশ্মীর: যুদ্ধের মতো এক হামলা
  • দিনাজপুরে সাপের কামড়ে সাপুড়ের মৃত্যু
  • আগের মতোই নোংরা-পচা ঢাকা লিগ