‘তিনি আমার সব ভুল নিজের কাঁধে নিতেন’, রজনীকে নিয়ে হৃতিক
Published: 10th, January 2025 GMT
বলিউড তারকা হৃতিক রোশনের জন্য অন্য রকম এক খুশির উপলক্ষ; আজ তিনি ৫১ জন্মদিন উদ্যাপন করছেন। আবার আজই তাঁর ব্লকবাস্টার অভিষেক ছবি ‘কহো না পেয়ার হ্যায়’ নতুন করে মুক্তি পেয়েছে। ২০০০ সালে মুক্তি পেয়েছিল রাকেশ রোশন পরিচালিত এই রোমান্টিক ছবিটি। এ ছবির হাত ধরে হৃতিক তাঁর অভিনয়জীবনের ২৫টা বসন্ত পার করে ফেললেন। এদিকে গতকালই মুক্তি পেয়েছে রোশন পরিবার নিয়ে নির্মিত তথ্যচিত্র ‘দ্য রোশনস’-এর ট্রেলার। ট্রেলার মুক্তির অনুষ্ঠানে রোশন পরিবারের তিন তারকা হৃতিক, রাকেশ ও রাজেশ উপস্থিত ছিলেন। আর ছিলেন ‘দ্য রোশনস’-এর পরিচালক শশী রঞ্জন। এদিনের আসরে রোশন পরিবারকে ঘিরে কিছু অজানা কথা উঠে আসে।
১৭ জানুয়ারি নেটফ্লিক্সে মুক্তি পাবে ‘দ্য রোশনস’ তথ্যচিত্রটি। এ তথ্যচিত্রে তুলে ধরা হবে রোশন পরিবারের তিন প্রজন্মের নানা অকথিত কথা।
অনুষ্ঠানে হৃতিক, রাজেশ ও রাকেশ রোশন। এএফপি.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
কথা-কাটাকাটি থেকে যুবককে ছুরিকাঘাতে হত্যা
বগুড়া শহরের মালতিনগর এলাকায় দুবৃর্ত্তদের ছুরিকাঘাতে পারভেজ আলম নামে এক যুবক নিহত হয়েছে। সোমবার রাত ৮টার দিকে মালতীনগর আর্ট কলেজ এলাকায় এই ঘটনা ঘটে। পারভেজ আলম মালতীনগর খন্দকারপাড়া এলাকার জহুরুল আলমের ছেলে।
স্থানীয় একটি দোকানে কাজ করতেন পারভেজ আলম। কাজ শেষে বাসায় ফেরার সময় পূর্ব বিরোধের জের ধরে কয়েকজন যুবকের সঙ্গে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে পারভেজকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুবৃর্ত্তরা। আশপাশের লোকজন পারভেজকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণ করেন।
বগুড়া সদর থানার ওসি (তদন্ত) একেএম মঈন উদ্দিন বলেন, পূর্ব বিরোধের জের ধরে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছে বলে জেনেছি। হত্যাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।